|
|
|
|
আইআইটি-র অভিন্ন প্রবেশিকা |
আপত্তি তুলে আজ প্রধানমন্ত্রীর দ্বারস্থ হচ্ছে শিক্ষক সংগঠন |
সুমন ঘোষ • খড়্গপুর |
অভিন্ন প্রবেশিকা এবং উচ্চ মাধ্যমিকের নম্বরকে গুরুত্ব দেওয়ার প্রস্তাব সম্পর্কে নিজেদের আপত্তি জানাতে আজ, শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন দেশের আইআইটিগুলির শিক্ষকদের সংগঠন ‘অল ইন্ডিয়া আইআইটি ফ্যাকাল্টি ফেডারেশন-এর প্রতিনিধিরা। তাঁদের বক্তব্য, প্রস্তাবিত ব্যবস্থা চালু হলে আসলে আইআইটিগুলির মানের সঙ্গে আপস করা হবে।
প্রতিনিধি দলের সদস্য খড়্গপুর আইআইটি-র শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক প্রশান্ত গুহ বলেন, “ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলি ১৯৬১ সালের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যাক্ট অনুযায়ী চলে। তাতে প্রবেশিকা পরীক্ষার পদ্ধতি ঠিক করার এক্তিয়ার আইআইটিগুলিরই রয়েছে। সেই আইন পরিবর্তন না করে আইআইটিগুলির উপরে নয়া প্রবেশিকা পরীক্ষা পদ্ধতি চাপানো যায় না।”
সম্প্রতি ওয়াশিংটনে গিয়ে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী কপিল সিব্বল বলেন, অভিন্ন প্রবেশিকার প্রস্তাব বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতেই করা হয়েছে। আইআইটিগুলির স্বাধিকারে হস্তক্ষেপের ইচ্ছা নেই। শিক্ষকেরা যে একে আইআইটি-র অধিকারে হস্তক্ষেপই মনে করছেন, খড়্গপুর আইআইটি-র ওই শিক্ষকের কথায় তারই ইঙ্গিত।
অভিন্ন প্রবেশিকা পরীক্ষা চালু হলে আইআইটিগুলি গুরুত্ব হারাবে কেন?
প্রশান্তবাবুর ব্যাখ্যা, আইআইটিগুলির একটা নিজস্বতা রয়েছে। সেই মতো আইআইটি কর্তৃপক্ষ নিজস্ব ঢঙে পরীক্ষা পদ্ধতি চালু করেছিল। অভিন্ন প্রবেশিকা পরীক্ষা চালু হলে সব পড়ুয়ার কথা ভেবে পরীক্ষা সরলীকরণ হতে পারে। এতে আইআইটি-র মান ধরে রাখা যাবে না বলেই শিক্ষক সংগঠনের অভিমত। তা ছাড়া, কপিল সিব্বলের ঘোষণা অনুযায়ী, অভিন্ন প্রবেশিকা পরীক্ষার ফলের সঙ্গে উচ্চ মাধ্যমিকের ফলও বিচার্য হবে। সে ক্ষেত্রে এ রাজ্যের পড়ুয়াদের পিছিয়ে পড়ার সম্ভাবনা বেশি। কারণ, অন্য অনেক রাজ্যের তুলনায় এ রাজ্যে উচ্চ মাধ্যমিক স্তরে নম্বর ওঠে কম। প্রশান্তবাবু জানান, আজ, শুক্রবার বেলা ১১ টায় দিল্লিতে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে দেখা করে আইআইটিগুলির শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা এ সব জানাবেন। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করার আর্জি জানিয়ে চিঠি দিয়েছিল খড়্গপুর আইআইটি টিচার্স অ্যাসোসিয়েশন। কিন্তু মুখ্যমন্ত্রীর দফতর থেকে এখনও কিছু জানানো হয়নি বলে প্রশান্তবাবু জানিয়েছেন। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী সময় দিলে তাঁকেও এই ব্যাপারে জানাব। যাতে তিনিও কেন্দ্রের সঙ্গে কথা বলেন।” |
|
|
|
|
|