সিপিএমের কালনা শহর লোকাল কমিটির তরফে বৃহস্পতিবার বিকেলে ১৫ দফা দাবির একটি স্মারকলিপি দেওয়া হল মহকুমাশাসক সুমিতা বাগচির কাছে। সরকারি হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের ঘাটতি পূরণ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীদের ভর্তির ব্যবস্থা করা, বার্ধক্য, বিধবা ও অক্ষম ভাতা বৃদ্ধি ও নিয়মিত তা দেওয়ার ব্যবস্থা করা এবং পেট্রলের বর্ধিত দাম প্রত্যাহার করা-সহ ১৫ দফা দাবি এ দিন মহকুমা শাসকের কাছে পেশ করা হয়েছে বলে ওই লোকাল কমিটির তরফে জানানো হয়েছে। এ দিন বিকেলে দলের তরফে একটি মিছিল মহকুমাশাসকের কার্যালয়ে পৌঁছয়। দলের তরফে ৮ জনের একটি প্রতিনিধি দল মহকুমাশাসকের সঙ্গে বৈঠক করেন। শহর লোকাল কমিটির সম্পাদক কেশব ঘোষ জানান, দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামাবেন তাঁরা। সুমিতাদেবী আশ্বাস দেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
|
রাস্তায় অসুস্থ হয়ে পড়েছিলেন এক মহিলা। তাঁকে উদ্ধার করে কাটোয়া হাসপাতালে ভর্তি করল পুলিশ। বৃহস্পতিবার দুপুরের ঘটনা। পুলিশ জানায়, ওই বধূর নাম সুন্দরী বৌরাগ্য। বাড়ি কেতুগ্রামের কান্দরা গ্রামে। এ দিন দুপুরে বর্ধমান-কাটোয়া রোডের উপর অসুস্থ অবস্থায় পড়ে ছিলেন তিনি। দুপুর ১২টা নাগাদ ওই বধূ রাস্তাতেই অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশকে সুন্দরীদেবী জানান, এ দিন সকালে তাঁর স্বামী তাঁকে রাস্তায় দাঁড় করিয়ে রেখে খাবার নিয়ে আসার নাম করে চলে যান। আর ফেরেননি। |