১০০ দিনের কাজ নিয়ে তৃণমূলের দু’টি গোষ্ঠীর সংঘর্ষে অন্তত পাঁচ জন আহত হয়েছেন ভাতারের রাজিপুরে। তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে স্থানীয় ভোতারগড়ে পুকুর সংস্কারের কাজ চলছিল। প্রায় ৩০০ শ্রমিক কাজ করছিলেন। আহত শ্রমিক শামসুর রহমান ও প্রকল্পের সুপারভাইজার শেখ আবসারের অভিযোগ, “পুকুরে গার্ডওয়াল তৈরির কাজ চলছিল। বিধায়ক বনমালী হাজরার অনুগামীরা আমাদের উপরে চড়াও হয়। লাঠি-টাঙ্গি দিয়ে মারা হয়। আমরা থানায় খবর দিলে পুলিশ আসে।” |
ওই দুই আহত তৃণমূলে বনমালী হাজরা-বিরোধী গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে স্থানীয় সূত্রের খবর। তাঁদের আরও অভিযোগ, “আগে প্রকল্পের কাজ দেখাশোনার জন্য গ্রামে একটি ১০ জনের কমিটি ছিল। বনমালীবাবুর নির্দেশে বিডিও অমর্ত্য চক্রবর্তী সেই কমিটি বাতিল করে চার জনের একটি তদারকি কমিটি করেন। তাতেই গোলমাল বাধে।”
বিডিও অবশ্য কমিটি বাতিলের কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, “গ্রামে মারপিটের খবর পেয়েছি। তবে কমিটি বাতিল নিয়ে মারপিট বেধেছে বলে খবর পাইনি।” তৃণমূল বিধায়কের বক্তব্য, “১০০ দিনের প্রকল্পে কোনও কমিটি গড়া বা উচ্ছেদ করার ক্ষমতা বা অধিকার আমার নেই। ওই গ্রামে একটি সংঘর্ষের খবর পেয়েছি। সেটিকে রাজনৈতিক সংঘর্ষ বা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে দেখানো হলেও সেটি সম্পূর্ণ অরাজনৈতিক। কেন ওই সংঘর্ষ ঘটেছে তা খতিয়ে দেখা হবে।” |