নির্মীয়মাণ ‘আইকিউ সিটি’তে আইএনটিটিইউসি-র একটি কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল সিপিএম ও কংগ্রেসের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে দু’পক্ষই। ঘটনার পিছনে গোষ্ঠীদ্বন্দ্বের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তৃণমূল কর্মীদের একাংশ।
আইএনটিটিইউসি-র অভিযোগ, বৃহস্পতিবার সকালে কর্মীরা কার্যালয়ে গিয়ে দেখেন, চেয়ার-টেবিল উল্টে, আলো, পাখা ভেঙে দেওয়া হয়েছে। খোয়া গিয়েছে টিভিটি। আইএনটিটিইউসি নেতা নিখিল নায়েকের অভিযোগ, “কংগ্রেসের লোকজনই এই ঘটনা ঘটিয়েছে।” অন্য দিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক আইএনটিটিইউসি নেতার অভিযোগ, পুরভোটে এই ওয়ার্ডে সিপিএম প্রার্থী জয়ী হওয়ার পর থেকেই ‘আইকিউ সিটি’তে নিজেদের কর্তৃত্ব কায়েম করার চেষ্টা করছে সিপিএম। |
সিপিএম ও কংগ্রেস অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। সিপিএমের প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তীর দাবি, “বিরোধী সংগঠনের কার্যালয়ে হামলা চালানো সিপিএমের সংস্কৃতি নয়। পুলিশ উপযুক্ত তদন্ত করলেই সব জানা যাবে।” কংগ্রেসের জেলা (শিল্পাঞ্চল) সভাপতি সুদেব রায়ের কথায়, “হাস্যকর অভিযোগ। কংগ্রেসের দিকে আঙুল তোলার আগে নিজেদের দিকে দেখলেই কারা এই ঘটনা ঘটিয়েছে তা স্পষ্ট হয়ে যাবে।” এর আগে নির্মীয়মাণ ‘আইকিউ সিটি’তে স্থানীয়দের নিয়োগ নিয়ে আইএনটিটিইউসি-র দুটি গোষ্ঠী সংঘর্ষে জড়িয়েছে। শেষ পর্যন্ত এক গোষ্ঠীর নেতা নিখিল নায়েক পুরভোটে দলীয় মনোনয়ন পান। তখন অপর গোষ্ঠী পূর্ণ সহযোগিতার আশ্বাস দেয়। কিন্তু শেষ পর্যন্ত নিখিলবাবু ভোটে সিপিএমের কাছে হেরে যান। তৃণমূল কর্মীদেরই একাংশের দাবি, পুরভোটের জন্য মাঝে কিছু দিন সব চুপচাপ ছিল। ভোট মিটতেই আবার গোষ্ঠীকোন্দল শুরু হয়ে গিয়েছে। জেলা আইএনটিটিইউসি সভাপতি প্রভাত চট্টোপাধ্যায় জানান, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে। |