বাচ্চারা বল ভেবে খেলতে গিয়ে ফেটেছে বোমা। খবর পেয়ে দুর্গাপুরের
ধান্ডাবাগে হাজির পুলিশ। বৃহস্পতিবার বিকাশ মশানের তোলা ছবি। |
ঝোপের মধ্যে পড়ে থাকা বোমা বল ভেবে খেলছিল কিছু বালক। হঠাৎ তা ফেটে গেলে আতঙ্ক ছড়ায় এলাকায়। তবে কেউ হতাহত হননি। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ দুর্গাপুরের ধান্ডাবাগের একটি স্কুলের পিছনে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই জায়গা থেকে আরও তিনটি বোমা উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এ দিন বিকেলে অন্য পাড়ার কয়েক জন বালক স্কুলের পিছনে খেলছিল। সেখানেই ঝোপঝাড়ের মধ্যে রাখা ছিল বোমাগুলি। সুতলি দড়ি বাঁধা একটি বোমা নজরে পড়ায় বল ভেবে সেটি নিয়ে ছোড়াছুড়ি করে খেলতে শুরু করে ওই বালকেরা। হঠাৎ সেটি ফেটে যায়। ভয় পেয়ে ছুটে পালায় বালকের দল। শব্দ শুনে পৌঁছন আশপাশের বাসিন্দারা। পুলিশ গিয়ে বোমাগুলি বালতির জলে ডুবিয়ে সরিয়ে নিয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক কিছু বাসিন্দার দাবি, সম্ভবত পুরভোটের আগে দুষ্কৃতীরা বোমাগুলি জড়ো করেছিল। পরে কোন কারণে তারা তা সরিয়ে নিয়ে যায়নি। প্রসঙ্গত, কয়েক মাস আগে রাঁচি কলোনিতে দুষ্কৃতীদের জড়ো করে রাখা বোমা ফেটে মৃত্যু হয় এক বালিকার। এ দিন ধান্ডাবাগে তেমন কিছু না ঘটলেও এলাকার নিরাপত্তা নিয়ে শঙ্কিত বাসিন্দারা। এডিসিপি শুভঙ্কর সিংহ সরকার জানান, কে বা কারা কী উদ্দেশ্যে বোমাগুলি সেখানে রেখেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
|
কেন্দা ২ নম্বর পিট থেকে জল বের করে তা ফের চালু করা এবং এই পিটের শ্রমিকদের ৪ নম্বর পিট থেকে ফিরিয়ে আনার দাবিতে কেন্দা কোলিয়ারি কার্যালয়ের সামনে বৃহস্পতিবার থেকে আমরণ অনশনে বসেছেন আইএনটিইউসি, আইএনটিটিইউসি-সহ চারটি শ্রমিক সংগঠন। আইএনটিইউসি নেতা পার্থ ভট্টাচার্যের অভযোগ, জল উঠে যাওয়ার অজুহাতে মাস পাঁচেক আগে ২ নম্বর পিটটি বন্ধ করে দেওয়া হয়। এবং সেখান থেকে কর্মীদের ৪ নম্বর পিটে স্থানান্তরিত করে দেওয়া হয়। একাধিক বার আবেদন করলেও প্রতিকার মেলেনি। বাধ্য হয়ে তাঁরা অনশনে বসেছেন। কোলিয়ারি কর্তৃপক্ষ জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দাবি পূরণের চেষ্টা করা হবে।
|
কয়লা খনন এলাকা রাস্তার পাশে চলে আসায় রাস্তাটি বেহাল হয়ে পড়েছে। অবিলম্বে মাটি ভরাটের দাবিতে দামালিয়া প্যাচের ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভ দেখাল যুব তৃণমূল। যুব নেতা সুবীর বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “এডিডিএ ওই রাস্তা নির্মাণ করেছে। কয়লা খনন এলাকা রাস্তার পাশে চলে এসেছে। অবিলম্বে ওই অংশটিতে মাটি ভরাটের দাবিতে এ দিন বিক্ষোভ দেখানো হয়।” ম্যানেজার রাজা নায়েক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি নিষ্পত্তি করা হবে।
|
প্রধান বাসস্ট্যান্ডে পানীয় জল, পুর এলাকায় সাফাই অভিযান-সহ কয়েকটি দাবিতে বৃহস্পতিবার জামুড়িয়া পুরসভার কার্যালয়ে বিজেপি-র নেতৃত্বে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। স্থানীয় বিজেপি নেতা সন্তোষ সিংহের অভিযোগ, “বাসস্ট্যান্ডে পানীয় জলের ব্যবস্থা নেই। শহরে নিয়মিত সাফাই হয় না। একটি অনুমোদিত শ্মশানঘাট ও প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠেরও দাবি জানানো হয়েছে।” বিক্ষোভ শেষে পুরপ্রধানের হাতে দাবিপত্র তুলে দেওয়া হয়। পুরপ্রধান ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, দাবিগুলি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
|
রানিগঞ্জের বাঁশড়া কোলিয়ারিতে অভিযান চালাল সিবিআই। সার্ভেয়ার চন্দ্রভূষণ মিত্রের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ছিল। বৃহস্পতিবার তাঁকে হাতেনাতে ধরে ফেলেন সিবিআইয়ের প্রতিনিধিরা। অভিযুক্ত সার্ভেয়ারকে গ্রেফতার করা হয়েছে।
|
দুর্গাপুর
বর্ষপূর্তি অনুষ্ঠান। গ্যামনব্রিজ বইমেলা প্রাঙ্গণ। সন্ধ্যা সাড়ে ৬টা। উদ্যোগ: কথক।
আসানসোল
রাম নাম সংকীর্তন।বিকাল ৫টা।রামকৃষ্ণ মিশন আশ্রম। |