টুকরো খবর
সিপিএমে শতাধিক
তৃণমূল ছেড়ে শতাধিক কর্মী সমর্থক সিপিএমে যোগ দিলেন। মঙ্গলবার ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকে শুকদেবপুরে। এ দিন সিপিএমের জোনাল সম্পাদক-সহ নেতৃত্বের উপস্থিতিতে এলাকার তৃণমূল সমর্থক ২৫টি পরিবারের শতাধিক মানুষ আনুষ্ঠানিক ভাবে তাঁরা সিপিএমে যোগ দেন। সোমবার রাতে জুয়া খেলা নিয়ে গন্ডগোলের জেরে সিপিএমের প্রাক্তন প্রধান হেমন্ত মন্ডলের দোকান ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তার প্রতিবাদে তৃণমূল বলে পরিচিত সমর্থকেরা সিপিএমে যোগ দেন।

বিদ্যুৎহীন দশ দিন
হলদিবাড়ির বগরিবাড়ির ট্রান্সফর্মার বিকল হয়ে থাকায় দশ দিন গ্রামটি বিদ্যুৎহীন। মঙ্গলবার বিদ্যুৎ সরবরাহ সহ নয় দফা দাবিতে হলদিবাড়ি বিদ্যুৎ দফতরে স্মারকলিপি দিল সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি। শাখা সম্পাদক বিশ্বজিৎ রায় জানান, বিদ্যুৎ বণ্টন কোম্পানির তরফে এ দিনই বগরিবাড়িতে সরবরাহ স্বাভাবিক করা হবে বলে আশ্বাস দেওয়া হয়।

খুনের অভিযোগ
শরিকি বিবাদের জেরে এক ব্যক্তিকে খুন করে গামছার ফাঁসে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে চাকুলিয়া থানার হাটোয়ার এলাকায় মঙ্গলবার সকালে। পুলিশ ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মহম্মদ আলম(৩৫)। জমি নিয়ে তার সঙ্গে শরিকি বিবাদ চলছিল। এদিন সকালে ঘরের মধ্যে দেহটি দেখতে পেয়ে পরিবারের লোকেরা পুলিশকে খবর দেয়। পরে চাকুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। ইসলামপুরের মহকুমা পুলিশ আধিকারিক সুবিমল পাল জানান, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

অস্বাভাবিক মৃত্যু
যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সোমবার রাত দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে বালুরঘাটের সাহেবকাছারি পাড়া এলাকায়। অগ্নিদগ্ধ অবস্থায় যুবকটিকে বাড়ি থেকে রাতেই বালুরঘাট হাসপাতালে ভর্তি করানো হয়। মঙ্গলবার দুপুরে তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম জীবন রায় (২৪)। বালুরঘাট থানার আইসি মনোজ চক্রবর্তী জানান, প্রেমে ব্যর্থ হয়ে ওই যুবক গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। যুবকের মৃত্যু নিয়ে কোনও অভিযোগ দায়ের না হওয়ায় পুলিশ একটি অপমৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে।

ধৃত চার প্রতারক
গভীর রাতে জাতীয় সড়কে লাল বাতি লাগানো গাড়িতে ঘোরাঘুরির সময়ে চালক-সহ চার যুবককে ধরল পুলিশ। সোমবার রাত ১টা নাগাদ মালদহের ইংরেজবাজার থানার মধুঘাটের কাছে পুলিশ চার জনকে গ্রেফতার করে। গাড়িতে একটি সাদা কাগজে ‘গভর্নমেন্ট অব ইন্ডিয়া, অন ডিউটি’ও লেখা ছিল। ধৃতদের নাম জয়ন্ত মন্ডল, সুকান্ত চৌধুরী, সৌমেন্দ্র মন্ডল ও বাহাদুর শেখ (চালক)। বাড়ি মালদহের মানিকচক থানার মথুরাপুরে।

লাইনে ছাত্রীর মৃত্যু
ট্রেনের ধাক্কায় এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ইসলামপুর থানার তারিঙ্গী এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছাত্রীর নাম সুবর্ণা রায় (১৭)। বাড়ি এলাকার গেন্নাবাড়ি গ্রামে। মিলনপল্লি হাই স্কুলের একাদশ শ্রেণির ওই ছাত্রী টিউশন পড়তে যাওয়ার সময়ে রেল লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে। প্রথমে ইসলামপুর হাসপাতাল এবং সেখান থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পথে ওই ছাত্রীর মৃত্যু হয়।

বর্ষায় বন্যার ভয়
মালবাজার ব্লকের ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের চেল নদীর বাঁধ ভেঙে যাওয়ায় ৭০ টির মত পরিবার আশঙ্কায় দিন কাটাচ্ছেন। স্থানীয় বাসিন্দারা জানান, ভান্ডানীপাড়ার মিলন কলোনি এলাকাতে গত ৫ বছর আগে বাঁটি তৈরি হয়। গত বছরের বর্ষায় সেই বাঁধ অনেকটাই ধসে যায়। এরপর অস্থায়ী ভিত্তিতে স্থানীয় বাসিন্দারা বাঁশ দিয়ে বাঁধ মেরামত করেন। কিন্তু গত দুই সপ্তাহের বৃষ্টিতে ফের বাঁধ বিপন্ন হয়ে পড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। মিলন কলোনির বাসিন্দা গেন্দ্রা ওঁরাও আবদুল হান্নানরা জানান, অবিলম্বে বাঁধ মেরামত না হলে গ্রামে জল ঢুকে যাবে। মালবাজারের বিডিও প্রেমবিভাস কাঁসারি এই প্রসঙ্গে বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

দলবদল
কংগ্রেসে যোগ দিলেন নকশালবাড়ির ৪০ সিপিএম কর্মী সমর্থক। মঙ্গলবার সন্ধ্যায় দলবদলের ঘটনা ঘটে। ব্লক কংগ্রেসের দাবি, সাতভাইয়ার সিপিএম কর্মী টুনটুন শা এবং অমিত সরকারের নেতৃত্বে ৪০ জন সিপিএম কর্মী দলে যোগ দেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.