টুকরো খবর
দেরিতে আসায় ঢুকতে বাধা
পঞ্চায়েত প্রধান, উপপ্রধান-সহ কর্মীরা প্রায়দিনই দেরিতে অফিসে আসছেন, এই অভিযোগে উপপ্রধান-সহ পঞ্চায়েতের ৬ জন কর্মীকে অফিসে ঢুকতে বাধা দিলেন স্থানীয় বাসিন্দারা। প্রায় ঘণ্টা দেড়েক বাইরে দাঁড়িয়ে থাকার পরে যুগ্ম বিডিও-র আশ্বাসে তাঁদের পঞ্চায়েতে ঢুকতে দেওয়া হয়। বাঁকুড়ার সিমলাপাল ব্লকের মাচাতোড়া পঞ্চায়েতে মঙ্গলবারের ঘটনা। দেরিতে আসার অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন উপপ্রধান-সহ পঞ্চায়েত কর্মীরা। মাচাতোড়া গ্রামের বাসিন্দা প্রশান্তকুমার সিংহ, তপন গরাইদের অভিযোগ, “প্রয়োজনে পঞ্চায়েতে গিয়েও এ দিন বেলা পৌনে ১১টা পর্যন্ত আমরা কাউকে দেখতে পাইনি। এরপর উপপ্রধান অসিত মাঝি ও পঞ্চায়েতের পাঁচ কর্মী একে একে হাজির হন। প্রায়দিনই এমনটাই চলছে।” পঞ্চায়েতটি সিপিএম পরিচালিত। উপপ্রধান অসিত মাঝি অবশ্য দাবি করেন, “ব্যক্তিগত কাজে আটকে থাকার জন্য এ দিন পঞ্চায়েতে আসতে একটু দেরি হয়েছে। প্রধান-সহ পঞ্চায়েত কর্মীরা নিয়মিত হাজির থাকেন।” সিমলাপালের যুগ্ম বিডিও সেজুতি পাল মাইতি বলেন, “খবর পেয়ে ওই পঞ্চায়েতে গিয়েছিলাম। স্থানীয় বাসিন্দারা কিছু অভিযোগ করেছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চায়েতে কর্মীরা যাতে প্রতিদিন অফিসে আসেন তার নির্দেশ দেওয়া হয়েছে। সমস্যা মিটে গিয়েছে।”

আড়শায় খুনের ঘটনায় ধৃত যুবক
আড়শার কাঁটাডি গ্রামে খুনের ঘটনার তদন্তে নেমে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃত মানিক কুমার ওই থানার পাতুয়াড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় স্থানীয় একটি ইটভাটার কর্মী। সোমবার রাতে বাড়ি থেকেই তাঁঁকে গ্রেফতার করে পুলিশ। গত ২৯ মে রাতে কাঁটাডি গ্রামে নিজের বাড়িতেই খুন হন পবন দিগার নামে স্থানীয় এক বাসিন্দা। পেশায় দিনমজুর পবনবাবু ওই দিন রাতে নিজের বাড়ির উঠোনে খাটিয়ায় ঘুমেচ্ছিলেন। ঘুমন্ত অবস্থাতেই ধারাল অস্ত্র দিয়ে কেউ বা কারা তাঁকে খুন করেন। তৃণমূলের দাবি ছিল, তিনি তাঁদের কর্মী। তাই সিপিএমের লোকেরা তাঁকে খুন করেছে। যদিও তদন্তে নেমে পুলিশ এখনও পর্যন্ত জানতে পেরেছে এটি রাজনৈতিক খুনের ঘটনা নয়। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, পবনবাবু ওই গ্রামের এক মহিলার সঙ্গে মানিকের সম্পর্কের প্রতিবাদ করেছিলেন। তার জেরেই তিনি খুন হয়েছেন। মঙ্গলবার বিচারক এক দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন।

বিক্ষোভ
লোডশেডিং-এর প্রতিবাদে মঙ্গলবার বাঁকুড়ার জয়পুর বিদ্যুৎ বন্টন বিভাগে বিক্ষোভ দেখাল বিদ্যুৎ গ্রাহক সমিতি। একই সঙ্গে বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদেও তারা সোচ্চার হয়। স্টেশন সুপার সুবল দে ঊর্ধতন কর্তৃপক্ষকে গ্রাহক সমিতির বিষয়গুলি জানানোর আশ্বাস দিয়েছেন।

স্কুলে চুরি
তালা ভেঙে রবিবার রাতে বোরো হাইস্কুলে চুরি হয়েছে। প্রধান শিক্ষক আশিস দে সোমবার বোরো থানায় লিখিত অভিযোগে জানিয়েছেন। তিনি জানান,চোরেরা দু’টি কম্পিউটার ও স্কুলের একগুচ্ছ চাবি নিয়ে পালিয়েছে। চুরি হওয়া জিনিসের সন্ধান মেলেনি। দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালচ্ছে।

বই দান
কোতুলপুরের বৃন্দাবনপুর মহাশক্তি যুব সঙ্ঘ রবিবার একটি অনুষ্ঠানের মাধ্যমে ৭২ জন মাধ্যমিক উত্তীর্ণ দুঃস্থমেধাবী ছাত্রছাত্রীর হাতে বই তুলে দিল। ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর পেয়েছে এলাকার এমনই দুঃস্থমেধাবীদের এ ক্ষেত্রে বাছাই করা হয়েছে বলে সঙ্ঘের সম্পাদক শিবরাম দত্ত জানিয়েছেন। উপস্থিত কোতুলপুরের কংগ্রেস বিধায়ক সৌমিত্র খান-সহ বিশিষ্টজনেরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.