টুকরো খবর |
সশস্ত্র দুষ্কৃতী গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
আগ্নেয়াস্ত্র-সহ এর দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। সোমবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার ধনপোতা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, রামপ্রসাদ মণ্ডল নামে ওই দুষ্কৃতীর বিরুদ্ধে খুন, ডাকাতি এবং আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে তোলা আদায়ের অভিযোগ রয়েছে। তার বাড়ি হাড়োয়ার কাঁকুড়িয়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০০৮ সালে সালিপুর গ্রামে এক ব্যক্তি খুন হন। ওই খুনের ঘটনায় রামপ্রসাদ জড়িত বলে অভিযোগ ওঠে। সেই থেকে সে নিখোঁজ ছিল। পুলিশ তাকে খুঁজে না পেলেও হাড়োয়ায় ব্যবসায়ীদের ভয় দেখিয়ে নিয়মিত তোলা আদায় করছিল সে। সম্প্রতি বেশ কয়েকটি ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনাতেও তার নাম জড়ায়। সোমবার গোপন সূত্রে পুলিশ জানতে পারে রামপ্রসাদ ধনপোতা বাজারে এক ব্যবসায়ীর কাছে থেকে তোলা আদায় করতে এসেছে। এর পরেই ওই দিন রাতে তাকে গ্রেফতার করে হাড়োয়া থানার পুলিশ।
|
‘স্টেশন ভবন’ নির্মাণের সূচনা
নিজস্ব সংবাদদাতা • হাবরা |
উত্তর ২৪ পরগনার মছলন্দপুর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ‘স্টেশন ভবন’ নির্মাণের কাজ শুরু হল। রবিবার ওই কাজের সূচনা করেন বনগাঁর সাংসদ গোবিন্দচন্দ্র নস্কর এবং রাজ্যের ত্রাণ ও পুনর্বাসন দফতরের মন্ত্রী মঞ্জুলকৃষ্ণ ঠাকুর। মছলন্দপুর ও স্বরূপনগর রেল সংযোগ প্রকল্পেই ওই ‘স্টেশন ভবন’ গড়া হচ্ছে বলে পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে। ২০১০ সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৫ কিলোমিটার লম্বা ওই প্রকল্পের শিলান্যাস করেছিলেন। নানা কারণে সেই কাজ এত দিন থমকে ছিল। সম্প্রতি তৃণমূল রাজনৈতিক ভাবে ওই কাজে গতি আনতে উদ্যোগী হয়। গোবিন্দবাবুর নেতৃত্বে একটি কমিটিও তৈরি হয়। পূর্ব রেলের মুখ্য জনসেংযাগ আধিকারিক সমীর গোস্বামী বলেন, “ভবন তৈরির কাজ শুরু হল। বাকি কাজও শুরু হবে।” এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই প্রকল্পের জন্য তৃণমূলের তদারকি কমিটির সদস্য অজিত সাহা, হাবরা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি জাকির হোসেন এবং রেলের কর্তারা।
|
প্রণববাবুকে সমর্থনের আবেদন প্রদীপের
নিজস্ব সংবাদদাতা • ডায়মন্ড হারবার |
মঙ্গলবার ডায়মন্ড হারবারের রবীন্দ্রভবনে হয়ে গেল আইএনটিইউসি অনুমোদিত দক্ষিণ ২৪ পরগনা টাওয়ার সিকিউরিটি গার্ড অ্যান্ড অ্যালায়েড সার্ভিস ওয়ার্কাস্ ইউনিয়নের সম্মেলন। হাজির ছিলেন প্রদেশ কংগ্রেসের সম্পাদক প্রদীপ ভট্টাচার্য। এ দিন প্রদীপবাবু বলেন, “টাওয়ার সিকিউরিটি গার্ডদের যে ১৩ দফা দাবি আছে, তা নিয়ে আন্দোলন শুরু করতে হবে। টাওয়ারগুলিতে স্থানীয় বেকারদের নিয়োগ করা উচিত।” তিনি আরও বলেন, “প্রভিডেন্ড ফান্ড, গ্র্যাচুইটি, ইএসআই প্রভৃতি ক্ষেত্রে সংগঠিত শ্রমিকেরা অসংগঠিত শ্রমিকদের তুলনায় অনেক বেশি সুবিধা পায়। অন্য রাজ্যের তুলনায় এখানে শ্রমিকদের মজুরিও কম।” শ্রমিকদের দাবি নিয়ে জেলায় জেলায় সম্মেলন করার পাশাপাশি মহাকরণ অভিযান করা হবে বলেও তিনি জানিয়েছেন। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের সঙ্গে জোট গড়ার প্রসঙ্গে প্রদীপবাবু বলেন, “এখনও ওই বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।” একইসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের রাষ্ট্রপতি হওয়ার ক্ষেত্রে তৃণমূলের সমর্থন করা উচিত বলে তিনি মন্তব্য করেন।
|
পাট্টা বিলি
নিজস্ব সংবাদদাতা • বাগদা |
সোমবার বাগদা ব্লক প্রশাসনের উদ্যোগে ভূমিহীনদের মধ্যে খাসজমির পাট্টা বিলি করা হল। এ উপলক্ষে ব্লক অফিস চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাট্টা বিলির সূচনা করেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের মন্ত্রী উপেন বিশ্বাস। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এ দিন ৬৪৫ জনের হাতে প্রায় ৫০ একর খাসজমির পাট্টার কাগজপত্র তুলে দেওয়া হয়। প্রাপকেরা ওই জমিতে চাষ করতে চাইলে তাঁদের ঋণ-সহ বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁর সাংসদ গোবিন্দচন্দ্র নস্কর, উত্তর ২৪ পরগনার জেলাশাসক সঞ্জয় বনশল, বনগাঁর মহকুমাশাসক অভিজিৎ ভট্টাচার্য প্রমুখ।
|
আদালতে কর্মবিরতি
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
দুর্ব্যবহারের অভিযোগ তুলে সোমবার থেকে বনগাঁ মহকুমা আদালতের এক বিচারকের এজলাস বয়কট করেছেন আইনজীবীরা। মঙ্গলবার আদালত চত্বরে ধর্না, প্রতিবাদ সভাও হয়। এ দিন কমর্বিরতি পালন করেন আইনজীবীরা। এ বিষয়ে হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে অভিযোগ করা হয়েছে বলে জানান আইনজীবীরা। তাঁরা বিচারকের অপসারণের দাবিও তুলেছেন।
|
তৃণমূলের সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
মহিলা তৃণমূল সম্মেলন অনুষ্ঠিত হল বসিরহাটের জেলেপাড়া প্রাথমিক স্কুল মাঠে। উপস্থিত ছিলেন বসিরহাট-১ ব্লকের সভানেত্রী ঐন্দ্রিলা বৈদ্য, অরিন্দম গোলদার, নীলু ঘোষ, সুবীর সরকার-সহ অন্যান্য নেতৃত্ব।
|
গোঘাটে জখম তৃণমূলকর্মী |
তৃণমূলের দু’টি গোষ্ঠীর সংঘর্ষে জখম হয়েছেন এক জন। ঘটনাটি গোঘাটের ছোট দোঙ্গল গ্রামের। মঙ্গলবার রাতের ওই ঘটনায় আহত সুভাষ কোটালকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দু’পক্ষই বিষয়টি পুলিশকে জানিয়েছে। গোঘাটের তৃণমূল নেতা মনোরঞ্জন পাল বলেন, “দলের কিছু ছেলের মধ্যে ভুল বোঝাবুঝিতে এই গোলমাল হয়েছে।” পুলিশ জানায়, বালি পঞ্চায়েতে একশো দিনের কাজের প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছিল সুপারভাইজার সুভাষবাবুর বিরুদ্ধে। এ দিন তার জেরে শ্রমিকদের সঙ্গে তৃণমূলকর্মী সুভাষবাবু এবং তাঁর অনুগামীদের ঝামেলা বাধে।
|
লরির ধাক্কায় মৃত্যু |
লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। নাম আকতাব শিকদার (২৯)। মঙ্গলবার ভোরে কাকদ্বীপের খিরিশতলা মোড়ের কাছে ১১৭ নম্বর জাতীয় সড়কের ওই ঘটনায় আহত হয়েছেন গাড়ির খালাসি এবং তিন পুলিশকর্মী। তাঁদের ডায়মন্ডহারবার ও কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। |
|