টুকরো খবর
নাবালিকার বিয়ে রুখলেন বিধায়ক
বিধায়কের উদ্যোগে বন্ধ হল নাবালিকার বিয়ে। শান্তিপুরের ৯ নম্বর ওয়ার্ডের বছর সতেরোর সুজাতা দত্তের বিয়ের আয়োজন ছিল বুধবার। মঙ্গলবার থেকেই আসতে শুরু করেছিলেন আত্মীয়েরা। এ ব্যাপারে জানতে পেরেই কংগ্রেস বিধায়ক অজয় দে ওই নাবালিকার বাবা সুজিত দত্তের সঙ্গে কথা বলেন। কথা হয় হবু বর বিবেকানন্দ নগরের রতন তালুকদারের সঙ্গেও। ঠিক হয়, মাস ছ’য়েক পরে সুজাতার বয়স আঠারো পেরিয়ে গেলে তবেই রতনের সঙ্গে বিয়ে হবে তার। অজয়বাবু বলেন, “দু’পক্ষকেই বোঝাই। ওঁরা রাজি হওয়াতে বিয়ে বন্ধের সিদ্ধান্ত হয়।” কাপড়ের ব্যবসায়ী সুজিতবাবু বলেন, “মেয়ে দ্বাদশ শ্রেণিতে পড়ে। আঠারো হতে আর মাসখানেক। বিষয়টাকে সে ভাবে গুরুত্ব দিইনি। তবে অজয়বাবুর সঙ্গে কথা বলার পরে মনে হল কাজটা ঠিক হচ্ছে না। আমরা দুই পরিবার মিলে সিদ্ধান্ত নিয়েছি, ওর আঠারো বছর হলে তবেই বিয়ে হবে।” রতনের দাদা রিপন বলেন, “আমরাও চাই আইন মেনে ওদের বিয়ে হোক।”

রাজনৈতিক কারণে বদলির অভিযোগ
রাজনৈতিক কারণে সিপিএম সংগঠণের শিক্ষক-শিক্ষিকাদের বদলি করে দেওয়া হচ্ছে। মঙ্গলবার কৃষ্ণনগরে একটি সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করলেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষা সমিতির জেলা সম্পাদক চূড়ামণি দাস বর্মন। তাঁর অভিযোগ, “কোনও নিয়ম-কানুনের তোয়াক্কা না করেই আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত শিক্ষকদের ৫০ থেকে ৮০ কিলোমিটার দূরের স্কুলে বদলি করে দেওয়া হচ্ছে। কাউন্সিলের বৈঠক না ডেকে চেয়ারম্যান দলতন্ত্রকে মদত দিচ্ছেন। আমরা চাই শিক্ষার স্বার্থে এ সব বন্ধ করা হোক।” জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি অর্চনা ঘোষ সরকার বলেন, “অভিযোগ ভিত্তিহীন। যারা বাড়ির কাছে স্কুলে পড়াচ্ছিলেন তাঁদের দূরে বদলি করা হচ্ছে। আর যারা অনেক দিন দূরের স্কুলে পড়াচ্ছেন তাঁদেরও বদলির সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে অন্য কোনও উদ্দেশ্য নেই।”

আদালতের নির্দেশে বন্ধ আস্থা ভোট
আদালতের স্থগিতাদেশে বন্ধ হয়ে গেল আস্থা ভোটের সভা। জলঙ্গি পঞ্চায়েত সমিতির সিপিএম সভাপতি নন্দিতা মণ্ডলের বিরুদ্ধে অনাস্থা আনেন তাঁরই দলের সদস্যেরা। ২৯ মে মহকুমাশাসকের কাছে সভাপতির বিরুদ্ধে অনাস্থা আনে সিপিএম সদস্যেরা। অভিযোগ, সভাপতি নিয়মিত পঞ্চয়েত সমিতিতে আসেন না। ফলে ব্যহত হচ্ছে উন্নয়ন। তবে নন্দিতাদেবীর পাল্টা অভিযোগ, “৫৪ লক্ষ টাকার গরমিলের হিসেব চাওয়ায় এই অনাস্থা।” অভিযোগ ভিত্তিহীন বলে নন্দিতাদেবী আদালতের দ্বারস্থ হন। ডোমকলের এসডিও প্রশান্ত অধিকারী বলেন, “আস্থা ভোটের সভা সিজেএম আদালতের স্থগিতাদেশে বন্ধ রাখা হয়েছে।”

মার্কশিট ছেঁড়ায় অভিযুক্ত শিক্ষক
উচ্চ মাধ্যমিকের মার্কশিট ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল ধুবুলিয়ার দেশবন্ধু হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ধুবুলিয়ারর শোনডাঙা হাইস্কুলের ছাত্র প্রসেনজিৎ ঘোষ সোমবার ওই স্কুলে পরীক্ষার শংসাপত্র অ্যাটেস্টেট করাতে গেলে বাপাদ্দিত্য সাহা নামে ওই শিক্ষক তা করে দিতে রাজি হননি বলে প্রসেনজিতের অভিযোগ। বচসা শুরু হলে ওই শিক্ষক ছাত্রটির মার্কশিট ছিঁড়ে ফেলেন বলে ধুবুলিয়া থানায় অভিযোগ করেছেন প্রসেনজিৎ। বাপ্পাদিত্যবাবু অবশ্য বলেন, “আমার অ্যাটেস্টেট করার ক্ষমতা নেই। ওই ছাত্রকে এ কথা বোঝাতে চাইলে ও আমার কথা শোনেনি। ও নিজেই মার্কশিটের প্রতিলিপি ছিঁড়তে গিয়ে আসল মার্কশিটটি ছিঁড়ে ফেলে।” জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) বিশ্বজিৎ বিশ্বাস বলেন, “বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেব।”

অস্বাভাবিক মৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হয়েছে মিনতি মণ্ডল (৫৫) নামে এক মহিলার। বাড়ি নবগ্রামের পুণ্ডি গ্রামে। সোমবার সকালে কীটনাশক খেয়ে মিনতিদেবী অসুস্থ হয়ে পড়লে তাঁকে সাগরদিঘি হাসপতালে ভর্তি করানো হয়। সেখানেই তিনি মারা যান।

থানায় আত্মসমর্পন
ধুবুলিয়া থানায় মঙ্গলবার আত্মসমর্পণ করলেন পলাতক আসামী সুকুমার মণ্ডল। সোমবার আদালতে হাজির করানোর সময়ে পুলিশকর্মীর হাত ছাড়িয়ে পালিয়ে গিয়েছিল সুকুমার। একটি মারপিঠের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রবিবার তাকে গ্রেফতার করে পুলিশ।

সহবাসের নালিশ
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে দ্বাদশ শ্রেণির এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। সুতির বাসিন্দা নবম শ্রেণির ওই ছাত্রীর পরিবারের তরফে মঙ্গলবার সুতি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতেই ওই ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

গাছ থেকে পড়ে মৃত্যু
গাছ থেকে পড়ে মৃত্যু হয়েছে বরুণ রায় (৪৭) নামে এক ব্যক্তির। মঙ্গলবার সকালে বরুণবাবু রঘুনাথগঞ্জের ওসমানপুরে একটি গাছ কাটতে উঠেছিলেন। পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

দুর্ঘটনায় মৃত্যু
মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হয়েছে অমর মণ্ডল (৫) নামে এক শিশুর। সুতির সিধোরি গ্রামে সোমবার দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, বাড়ির সামনে রাস্তায় সোমবার বিকেলে খেলা করছিল অমর। একটি মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে গুরুতর জখম হয় সে। অমরকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হলে সে দিন রাতেই মারা যায় সে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.