সংস্কৃতি যেখানে যেমন

পার্থ-গৌরী
কর্মশালায় পার্থ ও গৌরী ঘোষ।
গত শুক্রবার বহরমপুর গ্রান্টহলে আবৃত্তির কর্মশালা পরিচালনা করলেন বিশিষ্ট দুই শিল্পী পার্থ ও গৌরী ঘোষ। সঙ্গে ছিলেন লেখিকা চিত্রা লাহিড়ি। ‘মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্র’ আয়োজিত ওই কর্মশালায় প্রশিক্ষণ নিলেন মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৫০ জন বাচিক শিল্পী।

মনীশ স্মরণে
সাহিত্যক মণীশ ঘটকের বহরমপুরের বাস্তুভিটেয় ‘যুবনাশ্ব মঞ্চে’ অনুষ্ঠিত এক আলোচনা চক্র ও চিত্র প্রদর্শনী আয়োজিত হল। ‘রবীন্দ্রনাথের চিত্রকলা ও সম্প্রতি বিকলন’ বিষয়ে আলোচনা করেন পশ্চিমবঙ্গ লেখক ও শিল্পিী সংঘের রাজ্য সম্পাদক ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নাম ‘যুবনাশ্ব’ নামের সংস্থা আয়োজিত ওই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বহরমপুর কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মৃণাল চক্রবর্তী।

চারটি নাটক
নবদ্বীপ তরুণ নাট্যগোষ্ঠীর রজতজয়ন্তী বর্ষ উপলক্ষে শুরু হয়েছে বর্ষব্যাপী নানা অনুষ্ঠান। তারই দ্বিতীয় পর্বে গত ১৮-১৯ মে টাউন ক্লাব মঞ্চে নাটক নিয়ে নানান অনুষ্ঠান হয়। নাটকের গান পরিবেশন করেন অম্বরীশ ভট্টাচার্য। ছিল নাটক নিয়ে ক্যুইজ ও চারটি জনপ্রিয় একাংক নাটক। গোবরডাঙার নকশা, শান্তিপুরের সাংস্কৃতিক, বাঁশবেড়িয়ার বৃশ্চিক ও কলকাতার কোমলগান্ধার ওই চারটি নাটক মঞ্চস্থ করে।

আব্দুল বারি
গত শনিবার ডোমকলের জনকল্যাণ মাঠে ‘আব্দুল বারি মুক্ত মঞ্চে’ রবীন্দ্র-নজরুল জয়ন্তী হল। সংগীত, নৃত্য, আবৃত্তি পরিবেশনের পাশাপাশি ছিল ক্যুইজ প্রতিযোগিতা। স্থানীয় একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান আয়োজিত ওই অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ও নজরুলেরউপর আলোচনা।

কৃষ্ণনগর রবীন্দ্রসদনে ‘তোতাকাহিনী’। -ছবি: সুদীপ ভট্টাচার্য।

পর্যটন মেলা
আগামী শনিবার ও রবিবার দু’ দিন ধরে বহরমপুর গ্রান্টহলে অনুষ্ঠিত হতে চলেছে ‘পর্যটন ও শিক্ষা মেলা’। খাগড়া তারা সুন্দরী ইনস্টিটিউশন (জিটিআই) নামের উচ্চমাধ্যমিক বিদ্যালয় আয়োজিত ওই মেলায় রাজ্যের বিভিন্ন শহর থেকে পর্যটন সংক্রান্তর হাজির থাকার কথা। জিটিআই-এর প্রধানশিক্ষক সন্দীপ দাশগুপ্ত বলেন, “ইঞ্জিনিয়ারিং ও প্রফেশনাল কোর্সের শিক্ষা সংক্রান্ত বিষয়ে তথ্য নিয়ে ওই পর্যটন ও শিল্প মেলায় হাজির থাকছে রাজ্যের খ্যাতনামা বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান।”

ছন্দনীড়ের অনুষ্ঠান
নবদ্বীপ ছন্দনীড়ের ২২তম মাসিক আলোচনা চক্র সম্প্রতি অনুষ্ঠিত হয় নবদ্বীপের বকুলতলা প্রাক্তনীর চৈতন্যসভাগৃহে। আলোচনা চক্রে বক্তব্য রাখেন বিশিষ্ট গবেষক ও লেখক সুধীর চক্রবর্তী। তাঁর আলোচনার বিষয় ছিল ‘রবীন্দ্রনাথ অনেকান্ত’। আগামী ৩০ জুন ২৩-তম মাসিক আলোচনা চক্রের বক্তা হিসাবে থাকছেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব অশোক মুখোপাধ্যায়।

রাজপুর ইস্কন মন্দিরে অনুষ্ঠান।

নজরুল প্রণাম
সংস্কৃতি সমন্বয়ের নবদ্বীপ শাখার উদ্যোগে গত রবিবার স্থানীয় সাধারণ গ্রন্থাগারে ‘দহন বেলার কবি নজরুল প্রণাম’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আবৃত্তি, গান, শ্রুতিনাটক পরিবেশন করা হয়। সেই সঙ্গে প্রতিযোগিতা মূলক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও পুরস্কার বিতরন করা হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.