পূর্বে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা |
অ্যাডমিট কার্ড না-পেয়ে সংসদ অফিসে বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণ ঘিরে উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ অফিস-চত্বরে।
মঙ্গলবার সকালে অ্যাডমিট কার্ড নিতে কয়েক হাজার পরীক্ষার্থী সংসদ অফিসের সামনে জড়ো হন। কিন্তু সংসদ কর্তৃপক্ষ কিছুতেই অ্যাডমিট বিলির কাজ শুরু করতে না-পারায় ক্ষোভ ছড়ায়। ক্ষুব্ধ পরীক্ষার্থীরা সংসদ অফিসের সামনে বিক্ষোভ শুরু করেন। সংসদ অফিসে ঢুকে ভাঙচুর চালানোর পাশাপাশি হলদিয়া-মেচেদা রাজ্যসড়কও অবরোধ করেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবরোধের ফলে ব্যাপক যানজট হয় ওই রাস্তায়। পরে সংসদ সভাপতি গোপাল সাহু ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন দ্রুত অ্যাডমিট কার্ড বিলির আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পূর্ব মেদিনীপুরের প্রাথমিক বিদ্যালয়গুলির প্রায় ৩৯২৪টি শূন্যপদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে সম্প্রতি। দীর্ঘ দিন আটকে থাকার পরে আগামী ১৭ জুন পরীক্ষার দিন ধার্য হয়েছে। মেধার ভিত্তিতে প্রায় ৪৫ হাজার আবেদনকারীকে লিখিত পরীক্ষায় বসার জন্য ডাকযোগে অ্যাডমিট কার্ড বিতরণের ব্যবস্থা করা হয়েছে। যাঁরা ডাকযোগে অ্যাডমিট-কার্ড পাননি, তাঁদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে অথবা সংসদ অফিস থেকে সরাসরি অ্যাডমিট কার্ড সংগ্রহ করার জন্য বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়েছিলেন সংসদ কর্তৃপক্ষ। |
|
— নিজস্ব চিত্র। |
অ্যাডমিট সংগ্রহের জন্যই মঙ্গলবার সকাল থেকে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ অফিসের সামনে জড়ো হতে থাকেন পরীক্ষার্থীরা। লম্বা লাইন পড়ে। অ্যাডমিট-বিলির জন্য সংসদ অফিসে আলাদা করে দু’টি কম্পিউটর বসানো হয়। কিন্তু সেগুলি ঠিকমতো কাজ না করায় দেরি হতে থাকে। অনেকক্ষণ অপেক্ষা করেও অ্যাডমিট না-পাওয়ায় বিক্ষোভ দেখাতে শুরু করেন অপেক্ষারত পরীক্ষার্থীরা। এরই মধ্যে সংসদ কর্তৃপক্ষ তাঁদের নিজেদেরই ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে নিতে বলায় উত্তেজনা বাড়ে। সকাল ১১টা নাগাদ ক্ষুব্ধ পরীক্ষার্থীদের মধ্যে কয়েকজন সংসদ অফিসে ঢুকে ভাঙচুর চালায়। পুলিশ এসে ভাঙচুরকারীদের অফিস থেকে বের করে দিলে তারা হলদিয়া-মেচেদা রাজ্যসড়ক অবরোধ করে। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি গোপাল সাহু বলেন, “১৭ জুন জেলার ৮৩টি কেন্দ্রে এই পরীক্ষা হবে। যাঁরা ডাকযোগে অ্যাডমিট কার্ড পাননি, তাঁরা ওয়েবসাইট থেকে অ্যাডমিট ডাউনলোড করে দু’কপি ছবি-সহ পরীক্ষাকেন্দ্রে গেলেই পরীক্ষায় বসার সুযোগ পাবেন।” |
|