টুকরো খবর |
মৃত বধূর শ্বশুরকে মার হাসপাতালে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
শ্বশুরবাড়ির লোকজনের লাগানো আগুনে বধূ-মৃত্যুর ঘটনা ঘটেছেএই অভিযোগে মঙ্গলবার সকালে মেদিনীপুর মেডিক্যাল কলেজ চত্বরে মৃতার আত্মীয়রা শ্বশুরকে মারধর করলেন। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। জানা গিয়েছে, সোমবার সকালে অগ্নিদগ্ধ হয়ে প্রথমে খড়্গপুর হাসপাতালে ভর্তি হয়েছিলেন সবিতা মাইতি নামে (২৮) এক বধূ। পরে তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাতেই তাঁর মৃত্যু হয়। সবিতার বাড়ি ভসরাঘাটে। বছর চারেক আগে শাকলবনি গ্রামের অরুণ মাইতির সঙ্গে তাঁর বিয়ে হয়। মৃতার দাদা অনিল দাসের অভিযোগ, “বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন বোনের উপর অত্যাচার করত। ওরাই গায়ে আগুন লাগিয়ে দিয়েছে।” এ দিন সকালে হাসপাতাল-চত্বরেই ছিলেন মৃতার শ্বশুর ভদ্রেশ্বর মাইতি। দেখতে পেয়েই তাঁকে মারধর শুরু করেন মৃতার আত্মীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশি হস্তক্ষেপেই অবস্থা আয়ত্তে আসে।
|
কেশপুর কলেজেও ডেপুটেশন সিপি’র
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেধার ভিত্তিতে ছাত্রছাত্রীদের ভর্তি করা, কলেজ-ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, ‘বহিরাগতদের’ প্রবেশ বন্ধ-সহ বেশ কয়েক দফা দাবিতে মঙ্গলবার কেশপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুশান্ত দোলুইয়ের কাছে স্মারকলিপি দিল ছাত্র পরিষদ (সিপি)। সিপি-র অভিযোগ, এক বছর আগে পালাবদল হলেও কলেজ ক্যাম্পাসে এখনও গণতান্ত্রিক পরিবেশ ফেরেনি। এর ফলে সাধারণ ছাত্রছাত্রীরাও উদ্বেগে রয়েছেন। পাশাপাশি, ছাত্রছাত্রীদের থাকার জন্য কলেজে হস্টেল তৈরিরও দাবি জানানো হয়েছে। দাবি খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপের আশ্বাস দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তবে, সিপি-র অভিযোগ মিথ্যা বলে দাবি টিএমসিপি নেতৃত্বের।
|
কড়া শাস্তির দাবি
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালের চিকিৎসক প্রদীপ দাসের বাড়িতে হামলা ও হুমকির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানাল সার্ভিস ডক্টরস্ ফোরাম। মঙ্গলবার ফোরামের এক প্রতিনিধিদল বাড়ি গিয়ে প্রদীপবাবুর সঙ্গে দেখা করে ঘটনার বিস্তারিত খোঁজখবর নেন। এর পর ফোরামের রাজ্য সম্পাদক সজল বিশ্বাসের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। জেলাশাসক ও জেলা পুলিশ সুপারের কাছেও স্মারকলিপি দেন সংগঠনের সদস্যরা। সজল বিশ্বাস বলেন, “এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে যে ভাবে লঘু ধারা দিয়ে মামলা দায়ের হয়েছে, তাতে আমরা উদ্বিগ্ন। আমরা পুলিশ-প্রশাসনের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি।”
|
বাইক আরোহীর মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রামের দামোদরপুর গ্রামে। মৃত লক্ষ্মীকান্ত মাহাতো (৪৬) ওই গ্রামেরই বাসিন্দা। সোমবার সন্ধ্যায় ঝাড়গ্রামের টিয়াকাটির নির্জন জঙ্গল-রাস্তায় লক্ষ্মীকান্তবাবুকে মোটরবাইক সমেত পড়ে থাকতে দেখেন পথচারীরা। খবর পেয়ে পরিজন ও এলাকাবাসী তাঁকে ঝাড়গ্রাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। সোমবার ঝাড়গ্রামেরই জিতুশোল গ্রামে দিদির বাড়িতে গিয়েছিলেন লক্ষ্মীকান্তবাবু। সন্ধ্যায় সেখান থেকেই টিয়াকাটি হয়ে বাড়ি ফিরছিলেন। পুলিশের অনুমান, দ্রুতগতিতে মোটরবাইক চালাতে গিয়ে মোরাম রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক সমেত গাছে ধাক্কা মেরে উল্টে পড়ে যান লক্ষ্মীকান্তবাবু।
|
দুই জেলায় তাপপ্রবাহের বলি ৩ জন
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম ও কাঁথি |
মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রামে গরমে অসুস্থ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত হেমন্ত মাহাতো (৪৮)-র বাড়ি ঝাড়গ্রামের নেদাবহড়া গ্রামে। পেশায় ভাড়া-গাড়ির চালক হেমন্তবাবু এ দিন দুপুরে জামবনির দুবড়ায় গরমে অসুস্থ হয়ে সংজ্ঞা হারান। ঝাড়গ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বেলপাহাড়ির ভেলাইডিহা অঞ্চলের ধুলিয়াপুরেও গরমে অসুস্থ হয়ে ৫৯ বছরের সন্তোষ মাহাতো নামে এক প্রৌঢ়ের মৃত্যু হয়। পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমাতেও তীব্র গরমে ফের এক জনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে রামনগর-২ ব্লকের মৈতনা পঞ্চায়েতের আহম্মদপুর গ্রামের বৃদ্ধ সুধীর বেরা (৭৮) কাজের প্রয়োজনে বাড়ির বাইরে বেরিয়েছিলেন। গরমে অচৈতন্য হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাঁকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যান। সন্ধ্যায় সেখানেই তাঁর মৃত্যু হয়। মহকুমা হাসপাতালের চিকিৎসকেরা মনে করছেন, সানস্ট্রোকেই সুধীরবাবু মারা গিয়েছেন।
|
অপহরণে ধৃত ২, নিখোঁজ নাবালিকা
নিজস্ব সংবাদদাতা • এগরা |
নাবালিকা অপহরণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃত অরুণ দাস ও সমীর দাস এগরা থানার জিনন্দপুর গ্রামের বাসিন্দা। ধৃতদের মঙ্গলবার কাঁথি এসিজেএম আদালতে হাজির করা হলে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। যদিও পুলিশ ওই নাবালিকাকে এখনও উদ্ধার করতে পারেনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার মূল অভিযুক্ত শঙ্কর দাসের বাড়ি এগরা থানার বড়নিহারী গ্রামে। সে তার মামার বাড়িতে থাকত। ধৃতেরা হলেন শঙ্করের দুই মামা। রসুলপুর দক্ষিণবাড় গ্রামের বাসিন্দা ওই নাবালিকার বাবা ১০ জুন থানায় মেয়েকে অপহরণের অভিযোগ দায়ের করেন। অভিযোগ, মেয়েটি ওই দিন বাড়ি থেকে সাতমাইল যাচ্ছিল কম্পিউটর শিখতে। সেই সময় তাকে অপহরণ করা হয়।
|
ধৃত স্বামী ও ভাসুর
নিজস্ব সংবাদদাতা • এগরা |
বধূ নির্যাতনের অভিযোগে স্বামী ও ভাসুরকে গ্রেফতার করল পুলিশ। এগরা থানার রাধাপুর গ্রামের বাসিন্দা ধৃত দিবাকর জানা ও ভাস্কর জানাকে মঙ্গলবার কাঁথি এসিজেএম আদালতে হাজির করা হলে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। সম্প্রতি কাঁথি এসিজেএমের কাছে স্বামী-সহ শ্বশুরবাড়ির ন’জনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দায়ের করেন সীতা জানা। আদালতের নির্দেশে তদন্তে নামে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ১২ বছর আগে এগরা থানার খুরুটিয়া গ্রামের বাসিন্দা সীতা দাসের সঙ্গে দিবাকরের বিয়ে হয়। তাঁদের দু’টি সন্তান রয়েছে। অভিযোগ, বিয়ের পর থেকেই নানা কারণে সীতাদেবীর উপর অত্যাচার চালাত শ্বশুরবাড়ির লোকজন। এত দিন সন্তানদের কথা ভেবে তিনি কিছু বলেননি। কিন্তু অত্যাচার বাড়ায় আদালতের দ্বারস্থ হন তিনি।
|
তমালিকাই পুরনেত্রী
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
বামফ্রন্টের বৈঠকে প্রত্যাশিত ভাবেই হলদিয়ার পুরপ্রধান হিসাবে ফের মনোনীত হলেন তমালিকা পণ্ডাশেঠ। এই নিয়ে পর পর চার বার। মঙ্গলবার হলদিয়ার ক্ষুদিরামনগরে সিপিএম জোনাল-অফিসে বামফ্রন্টের বৈঠকে তমালিকাদেবীর নাম চূড়ান্ত করা হয়। উপ-পুরপ্রধান হিসেবেও নারায়ণ প্রামাণিকই পুনরায় মনোনীত হন। এ দিকে, গত ৫ জুন পুর-নির্বাচনের ফল ঘোষণা হয়ে গেলেও নতুন পুরবোর্ড গঠনের সরকারি বিজ্ঞপ্তি এখনও জারি হয়নি। কানুবাবু বলেন, “দ্রুত বোর্ড-গঠনের জন্য জেলাশাসকের কাছে আমরা আবেদন করেছি।”
|
দুর্ঘটনায় মৃত্যু বৃদ্ধের
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
বাসের ধাক্কায় মৃত্যু হল এক অবসরপ্রাপ্ত পুলিশকর্মীর। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে মহিষাদলের গাড়ুঘাটায় ৪১ নম্বর জাতীয় সড়কে। মৃত রমাচরণ মাইতি (৬২) মহিষাদলেরই মছলন্দপুরের বাসিন্দা। তিনি কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত কর্মী। এ দিন দুধ বিক্রি করতে সাইকেলে গাড়ুঘাটায় যাচ্ছিলেন ওই বৃদ্ধ। তখনই হলদিয়া-মেচেদা রুটের একটি বাস তাঁকে পিছন থেকে ধাক্কা মারে।
|
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
ভাইপোর বিয়ের দিন অতিথি-আপ্যায়নের সময়ে লোহার স্ট্যান্ড-ফ্যান সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন পাত্রের জ্যাঠামশাই বিভূতিভূষণ জানা (৬০)। সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে রামনগরের মৈতনা পঞ্চায়েতের ভুঁইয়াবাড় গ্রামে।
|
অপহরণে ধৃত
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
ভিন্-রাজ্যে কাজ পাইয়ে দেওয়ার নামে কাঁথির জগন্নাথপুর গ্রামের এক যুবককে অপহরণের অভিযোগে ধৃত এগরার পাটনা-এগরা গ্রামের বিশ্বেশ্বর বেরাকে ১০ দিনের জন্য পুলিশ-হেফাজতে রাখার নির্দেশ দিল কাঁথি আদালত। |
|