ইউরো শুরুর ঠিক আগে প্রাক্তন ইংল্যান্ড তারকা সল ক্যাম্পবেল যা ভবিষ্যদ্বাণী করেছিলেন, তা বাস্তবে সত্যি হয়ে গেল। মাত্র পাঁচ দিনেই বর্ণবৈষম্যের অভিযোগে বেআব্রু ইউরো। এতটাই যে ইতিমধ্যেই তদন্তে নেমে পড়েছে উয়েফা।
মুলত দু’টো ম্যাচকে কেন্দ্র করে অভিযোগ উঠেছে। চেক প্রজাতন্ত্র বনাম রাশিয়া ও স্পেন বনাম ইতালি। মঙ্গলবার উয়েফার গভর্নিং বডি এক বিবৃতিতে বলেছে, “স্পেন-ইতালি ও চেক প্রজাতন্ত্র-রাশিয়া ম্যাচ নিয়ে আমাদের হাতে নতুন কিছু তথ্য এসেছে। আমরা আবার নতুন করে তদন্ত শুরু করছি। তবে এখনই কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে না।”
শুক্রবার ইউরোর প্রথম দিনেই চেক প্রজাতন্ত্র-রাশিয়া ম্যাচের পরেই চেকদের ডিফেন্ডার থিওডোর জেব্রেসেলাসি সাংবাদিকদের বলেছিলেন যে, “আমি পরিষ্কার লক্ষ করেছি, আমাকে উদ্দেশ্য করে বেশ কিছু বর্ণবৈষম্যেমূলক কথা ভেসে আসছে।” এই ঘটনা খুব একটা মাথা চাড়া না দিলেও, রবিবার স্পেন-ইতালি ম্যাচ চলাকালীন ইতালি স্ট্রাইকার মারিও বালোতেলিকে কেন্দ্র করে আবার বর্ণবৈষম্যমূলক অভিযোগ ওঠায় তোলপাড় হয়ে যায় ইউরো। যদিও উয়েফার দাবি, কোনও সরকারি অভিযোগ নাকি এখনও পর্যন্ত জমা পড়েনি।
ইতিমধ্যেই অবশ্য দুই আয়োজক দেশ পোল্যান্ড ও ইউক্রেনের মেয়রের দ্বারস্থ হয়েছে উয়েফা। আবেদন করা হয়েছে, টিম অনুশীলনের সময় যেন পুলিশের সংখ্যা আরও বাড়ানো হয়। যাতে বর্ণবৈষম্যমূলক আচরণ আটকানো যায়। কেননা গত সপ্তাহে অনুশীলনেই হেনস্থা হতে হয় নেদারল্যান্ডসকে। ডাচ দলের বেশ কিছু সদস্য অভিযোগ করেন, তাঁদের নাকি ‘বাঁদর’ বলে তীব্র ব্যঙ্গ করা হয় গ্যালারি থেকে। যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন পোল্যান্ড ও ইউক্রেনের কর্তারা।
অন্য দিকে, আবার ক্রোয়েশিয়া ফুটবল সংস্থার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কাজ শুরু করে দিল উয়েফা। অভিযোগ অবশ্য একটা নয়, দু’টো। গ্রুপ সি-র উদ্বোধনী ম্যাচে ক্রোয়েশিয়ার দ্বিতীয় গোলের পরে সমর্থকদের আতসবাজি জ্বালিয়ে উৎসব। যার আগুনের ফুলকিতে ক্ষতিগ্রস্ত হয়েছে মাঠ। এবং ম্যাচের পরে মাঠের ভিতরেই কোচ বিলিচকে বেঞ্চের সামনে জড়িয়ে ধরে চুমু খান ক্রোয়েশিয়ার জাতীয় দলের টি’শার্ট পরে থাকা এক সমর্থক। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে যা-ই অভিযোগ উঠুক না কেন, সেটা মিটে যাবে। কিন্তু ইউরোকে কেন্দ্র করে যে বর্ণবিদ্বেষের কালো ছায়া দেখা যাচ্ছে, সেটা কি মিটবে? টুর্নামেন্ট শুরুর আগে গরম মেজাজি বালোতেলি হুমকি দিয়েছিলেন, “ইউরোপের রাস্তায় আমাকে লক্ষ করে যদি কেউ কলা ছোড়ে, তাকে আমি মেরেই ফেলব।” |