সিঙ্গাপুর, হংকং, মালেশিয়া, স্পেনের মতো অন্তত ১৫ টি দেশের প্রতিযোগীদের নিয়ে ‘গ্লোবাল ওয়ার্ল্ড জুনিয়র সার্কিট’ টেবল টেনিস প্রতিযোগিতার আসর বসছে শিলিগুড়িতে। মঙ্গলবার এ কথা জানান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব এবং নর্থ বেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। ১০-১৪ অক্টোবর শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে ‘ইন্ডিয়া কাপ’ নামে ওই প্রতিযোগিতা হবে। সেই সুবাদে উত্তরবঙ্গে এই প্রথম কোনও আন্তর্জাতিক টিটি প্রতিযোগিতা হতে চলেছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “ইন্টারন্যাশনাল টেবল টেনিস ফেডারেশন (আইটিটিএফ)-এর উদ্যোগে ৫০ লক্ষ টাকা খরচে প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এখন পর্যন্ত ১৫ টি দেশের প্রতিযোগীদের যোগ দেওয়ার বিষয়টি জানা গিয়েছে। সংখ্যাটা আরও বাড়তে পারে। ৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।” নর্থ বেঙ্গল টেবল টেনিস সংস্থার সভাপতি তথা টেবল টেনিস ফেডারেশন অব ইন্ডিয়ার অন্যতম কর্মকর্তা মান্তু ঘোষ জানান, এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব টেবল টেনিসের মানচিত্রে শিলিগুড়ি আরও ভাল জায়গা করে নেবে। বাইরের দেশগুলি থেকে প্রতিযোগীরা এখানে এসে খেলবেন। এটা শহরের পক্ষে অত্যন্ত গর্বের। তিনি বলেন, “আয়োজনেরও তাই আমরা কোনও খামতি রাখতে চাই না।” সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীও। আয়োজক সংস্থা নর্থ বেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশনের তরফে জানা গিয়েছে, অনূর্ধ্ব ১৫ এবং অনূর্ধ্ব ১৮ এই দু’টি বিভাগে প্রতিযোগিতা হবে। ৫ দিনের ওই প্রতিযোগিতায় প্রথম ২ দিন দলগত বিভাগের খেলাগুলি হবে। শেষের ৩ দিন হবে ব্যক্তিগত এবং ডাবলস বিভাগের খেলা। আইটিটিএফ সূত্রে জানানো হয়েছে, সিঙ্গাপুর, হংকং, মালেশিয়া, চাইনিজতাইপে, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, স্লোভাকিয়া, স্পেন, জার্মানি, নেপাল, ভূটানের মতো দেশগুলি ইতিমধ্যেই প্রতিযোগিতায় অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ইন্ডোর স্টেডিয়ামে ৮ টি টেবলে খেলা হবে। ৪টি থাকবে অনুশীলনের জন্য। ৭-৯ অক্টোবর আইটিটিএফ-এর উদ্যোগে ৩ দিনের অনুশীলন শিবির হবে। খেলা পরিচালনা করতে আন্তর্জাতিক স্তরের ৪০ জন ব্যক্তি আসবেন শহরে। আয়োজনের খরচের মধ্যে ২৮ লক্ষ টাকা প্রবেশ মূল্য থেকেই উঠে আসবে। ৬ লক্ষ টাকা দেবে কেন্দ্রীয় সরকার। বাকি টাকা স্পনসরদের কাছ থেকে সংগ্রহ করা হবে। |