টুকরো খবর |
এশিয়া ইয়ুথ কাপে হলদিয়ার ঋতুপর্ণা |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
কোরিয়ায় অনুষ্ঠেয় এশিয়া ইয়ুথ কাপে যোগ দেওয়ার জন্য বাংলা থেকে নির্বাচিত হলেন হলদিয়ার ব্যাডমিন্টন তারকা ঋতুপর্ণা দাস। আগামী ৩০ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত প্রতিযোগিতা চলবে। ভারত থেকে মেয়েদের ৯ সদস্যের দলটি আগামী সপ্তাহেই রওনা দেবে কোরিয়ার উদ্দেশে। তার আগে লখনউতে দেশি-বিদেশি কোচদের কাছে চলবে প্রশিক্ষণ। চলতি বছরেই ব্যাডমিন্টনের অনুর্ধ্ব ১৭ বিভাগে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে ঋতুপর্ণা। হায়দরাবাদে গোপীচন্দের অ্যাকাডেমিতে প্রশিক্ষণরত ঋতুপর্ণা ফোনে বলেন, “ভাল ফর্মে আছি। দারুণ কিছু করতে পারব বলে আশাবাসী। গত সপ্তাহেই সাইনা নেহওয়াল তাইল্যান্ড ওপেন জিতেছেন। সেই জয়ও অনুপ্রাণিত করছে।”
|
ফের দিল্লির ক্লাবে খেলে বিতর্কে শোয়েব মালিক |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ভারত-পাকিস্তান রাজনৈতিক সম্পর্কের চাপানউতোরের জেরে গত চার বছর আইপিএল খেলতে পারছেন না পাকিস্তানি ক্রিকেটাররা। কিন্তু দিল্লির একটি ক্লাব টুর্নামেন্টে ইতিমধ্যেই একটা ম্যাচ খেলে ফেলেছেন শোয়েব মালিক। প্রাক্তন পাক অধিনায়কের ভারতে খেলা নিয়ে উঠে পড়েছে বেশ কিছু প্রশ্ন। ব্যাপারটা আরও জট পাকিয়েছে কারণ দিল্লি ক্রিকেট সংস্থা এই নিয়ে ভারতীয় বোর্ডকে কিছুই জানায়নি। ৫ মে হরগোপাল ক্রিকেট ক্লাবের হয়ে লালা রঘুবীর হট ওয়েদার ওয়ান ডে টুর্নামেন্টে একটা ম্যাচ খেলেন শোয়েব। ২৬ রান করেন। তার আগের দিনই শ্রীলঙ্কার বিরুদ্ধে শ্রীলঙ্কায় একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন শোয়েব। “দিল্লি ক্রিকেট সংস্থার স্বীকৃতিপ্রাপ্ত টুর্নামেন্টে শোয়েব মালিক খেলেছে, এটা আমাদের কাছে নতুন খবর। রাজ্য সংস্থার পক্ষ থেকে এ ব্যাপারে কোনও তথ্য আমরা পাইনি। অথচ ভারতের ক্লাব স্তরের টুর্নামেন্টে বিদেশি ক্রিকেটার খেলছে! বোর্ডের নিয়ম অনুযায়ী আইপিএল ছাড়া কোনও ঘরোয়া টুর্নামেন্টে বিদেশি ক্রিকেটার খেলতে পারে না,” বোর্ডের এক শীর্ষ কর্তা এ দিন বলেছেন। দিল্লি ক্রিকেট সংস্থার সচিব এসপি বনসলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বোর্ডের এ রকম কোনও নিয়ম তিনি জানতেন না। “এই টুর্নামেন্টে শোয়েবকে খেলাতে গেলে যে বোর্ডের অনুমতি নিতে হবে সেটা জানতাম না। গত বছরও দিল্লিতে একটা টুর্নামেন্টে খেলেছিল শোয়েব। তখন অনুমতি নিতে হয়নি,” বক্তব্য তাঁর। যদিও বোর্ডের নিয়ম তিন বছর আগেই চালু হয়েছে।
|
পোর্টের কোচ হতে পারেন মনোরঞ্জন |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
চার বছর বাদে আবার হয়তো কোচ মনোরঞ্জন ভট্টাচার্যকে। প্রিমিয়ার লিগের দল পোর্টের কোচ হতে পারেন তিনি। মঙ্গলবার মনোরঞ্জন বলেন, “পোর্ট থেকে প্রস্তাব দিয়েছে। এখনও কিছু চূড়ান্ত হয়নি। প্রাথমিক পর্যায়ে একটা কথাবার্তা হয়েছে। সব ঠিক থাকলে কোচ হতে অসুবিধা নেই।” গত বছর পোর্টের কোচ ছিলেন সাব্বির আলি। কিন্তু মরসুম শেষ হলেই দ্বিতীয় ডিভিশন দল সাদার্ন সমিতিতে যোগ দেন। সাব্বিরের সঙ্গে সাদার্নের আরও এক বছরের চুক্তি থাকায় নতুন মরসুমে মনোরঞ্জনকেই কোচ করার কথা ভাবছে পোর্ট।
|
সেরা দেবাশিস, তিস্তারা |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সিটি চেস ফোরাম আয়োজিত দাবা টুর্নামেন্টের সপ্তম আসরে বিভিন্ন বিভাগে চ্যাম্পিয়ন দেবাশিস মুখোপাধ্যায়, তিস্তা পাল চৌধুরী, শুভায়ণ কুন্ডু, অর্পিতা মুখোপাধ্যায়, অনীক দাস, সাম্যক দত্ত, মেহেন্দি শীল, সমৃদ্ধা ঘোষ, আর্য ভক্ত ও মৃত্তিকা দাস।
|
সমস্যা মিটে গেল, জার্মানিতে জয়দীপ |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বাংলার অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের দীর্ঘদিনের টানাপোড়েন অবশেষে মিটল। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অজয় মাকেনের হস্তক্ষেপে তিনি তাঁর প্রাপ্য টাকা পাচ্ছেন অলিম্পিক প্রস্তুতির জন্য। অভিনব বিন্দ্রার সঙ্গে ট্রেনিংয়ের জন্য তিনি মঙ্গলবার গেলেন জার্মানির ডর্টমুন্ডে। বললেন, “এ বার অনেক স্বস্তি নিয়ে জার্মানি যাচ্ছি।” আপাতত এক মাস ট্রেনিং করে ফিরবেন কলকাতা। অলিম্পিকে রওনা হবেন ১৫ জুলাই।
|
টোলগের হয়ে আদালতে এ বার মোহনবাগানও |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ইস্টবেঙ্গলের মামলায় টোলগের পাশে দাঁড়াতে এ বার আদালতে মোহনবাগানও। লাল-হলুদ কর্তারা টোলগের বিরুদ্ধে মামলা করেছিলেন তাঁদের থেকে অগ্রিম নিয়েও বাগানে সই করার জন্য। মোহনবাগান এ বার টোলগেকে নিজেদের ফুটবলার দাবি করেই ওই মামলায় অংশীদার হল। তবে দুই ক্লাব সূত্রের খবর, আই এফ এ বা আদালত নয়, ফয়সালা হতে পারে বিজয় মাল্যর হাত ধরে। দুটো ক্লাবই মাল্যর বক্তব্য জানার জন্য উৎসুক।
|
হেরে গেল ভারত ‘এ’ |
অক্ষয় দারেকরের ৬ উইকেটও কাজে এল না। ক্যারিবিয়ান সফরে দ্বিতীয় বেসরকারি টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হেরে গেল ভারত ‘এ’ দল। ২২০ তাড়া করতে নেমে চেতেশ্বর পূজারার দল আজ ৯৪ রানে শেষ হয়ে যায়। সর্বোচ্চ রান মনোজ তিওয়ারির (২০)। ঋদ্ধিমান করেন ০। |
|