দুর্ঘটনায় মৃত্যু তিন জনের
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
পৃথক তিনটি দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের। মৃতেরা হলেন অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া এলাকার টি পারিয়া (৪০), মাড়গ্রামের কানাইপুরের আব্দুল তব (১৭) ও মুর্শিদাবাদের কাদুয়া গ্রামের আপেল শেখ (৩৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে, রামপুরহাট থানার লক্ষ্মীবাটি মোড় পেরিয়ে দু’টি ট্রাকের মুখোমুখি ধাক্কায় টি পারিয়ার মৃত্যু হয়। অন্য দিকে, সোমবার রাতে একই জাতীয় সড়কে নলহাটি থানার গোপালপুর মোড়ের কাছে একটি ডাম্পারের ধাক্কায় আব্দুলের মৃত্যু হয়। বাসিন্দারা জানায়, বাড়ি উপলক্ষে এক জনের মোটরবাইকে করে আব্দুল মামারবাড়ি গোপালপুরে যাচ্ছিল। ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলে সে মারা যায়। ওই দিন সকালে ময়ূরেশ্বর থানার মল্লারপুর পেট্রোল পাম্পের কাছে দু’টি গাড়ির মুখোমুখি ধাক্কায় আপেল শেখ নামে এক চালকের মৃত্যু হয়। পলাশ শেখ নামে এক গাড়ির কর্মী গুরুতর জখম হয়েছেন। |
ধৃত গুদাম মালিক
নিজস্ব সংবাদদাতা • পাড়ুই |
একটি লোহার গুদামে তল্লাশি চালিয়ে ১ কুইন্টালের বেশি ওজনের বিদ্যুৎ সংযোগের কাজে ব্যবহৃত চোরাই লোহা উদ্ধার করল পুলিশ। চোরাই সামগ্রী রাখার অভিযোগে গ্রেফতার হয়েছেন ওই গুদামের মালিক। পুলিশ জানায়, পাড়ুই থানা এলাকার ভোলাগড়িয়া গ্রামের শেখ আব্বাসউদিন নামে ওই গুদাম মালিককে গ্রেফতার করা হয়েছে। |
স্কুল নির্বাচন
নিজস্ব সংবাদদাতা • মাড়গ্রাম |
মাড়গ্রাম থানার সন্তোষপুর যোগাদ্যা মাতা হাইস্কুলে পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জয়ী হলের কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। রবিবার ওই স্কুলে নির্বাচন হয়। তাতে ৬-০ ফলে জয়ী হয় কংগ্রেস। বামপন্থী প্রগতিশীল মোর্চা, তৃণমূল, এসইউসি আলাদা ভাবে প্রার্থী দিয়েছিল। |