|
|
|
|
চার লক্ষ ডলারে নেপোলিয়নের চিঠি |
সংবাদসংস্থা • প্যারিস |
একে নেপোলিয়নের চিঠি। তা-ও আবার ইংরেজিতে লেখা। এমন একটা বিরল এবং ঐতিহাসিক চিঠির নিলামে যে ৪ লক্ষ ডলার দাম উঠবে তাতে আর আশ্চর্য কী? ‘প্যারিস মিউজিয়াম অফ লেটার্স অ্যন্ড ম্যানাসক্রিপ্ট’-এর সহযোগিতায় ফরাসি এক নিলাম সংস্থা এই নিলাম করে। |
|
নিলাম সংস্থা জানিয়েছে, ওয়াটারলু-র যুদ্ধে হেরে যাওয়ার পর নেপোলিয়ন যখন সেন্ট হেলেনায় বন্দিদশা কাটাচ্ছেন, তখনই এই চিঠিটি লিখেছিলেন। সেটা ১৮১৬ সালের কথা। শেষ বয়সে নেপোলিয়নের ইংরেজি শেখার প্রতি আগ্রহ জন্মেছিল। ইংরেজি ভাষা শেখার অঙ্গ হিসেবেই তিনি চিঠিটি লিখে ব্রিটিশ এক শিক্ষককে সংশোধনের জন্য পাঠিয়েছিলেন। বিশ্বে নেপোলিয়নের লেখা এমন ৩টি চিঠির কথা জানা যায়। চিঠিটিতে কিছু বানান ভুল রয়েছে। নেপোলিয়ন লিখছেন, “এখন রাত দু’টো। আমার ঘুম হয়ে গিয়েছে। এ বার চিঠি লিখতে বসলাম...।”
ফ্রান্সের এক পাণ্ডুলিপি বিশেষজ্ঞ এলিয়ান নিকোলাস জানান, ওয়াটারলু-র যুদ্ধে হেরে নেপোলিয়ন ভীষণ ভেঙে পড়েছিলেন। এই ঘটনা তাঁর মৃত্যুকে ত্বরাণ্বিত করে বলে মনে করা হয়। তাঁর ক্যানসার হয়েছিল। এই চিঠি থেকে স্পষ্ট, তিনি অনিদ্রাতেও ভুগছিলেন। চিঠির শেষের দিকে তিনি লিখছেন, “...রাত ৪টে বাজে।” অর্থাৎ, নিকোলাসের মতে, তিনি মাত্র তেরো লাইনের এই চিঠি লিখেছিলেন দু’ঘণ্টায়। শেষ জীবনে ইংরেজি শেখার আগ্রহ তাঁর বন্দি-জীবনে কিছুটা খোলা হাওয়া বয়ে আনত বলেই মন্তব্য করেছেন ফরাসি ওই পাণ্ডুলিপি বিশারদ। ১৮২১ এর ৫ মে ৫২ বছর বয়সে নেপোলিয়নের মৃত্যু হয়। |
|
|
|
|
|