সিরিয়ায় ‘ঢাল’ হচ্ছে শিশুরা: রাষ্ট্রপুঞ্জ |
বিপক্ষের গুলি আর কামানের আক্রমণ থেকে বাঁচতে সিরিয়ায় শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই কাজে শুধু বিক্ষুব্ধ জঙ্গি গোষ্ঠীই নয়, প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনারাও পিছিয়ে নেই। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের একটি দল সিরিয়ার বিভিন্ন অঞ্চল ঘুরে দেখছে। সেই দলের অন্যতম সদস্যা রাধিকা কুমারস্বামী জানিয়েছেন, পরিস্থিতি ভয়াবহ। রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে মৃতদেহ। প্রায় প্রতি গ্রাম থেকেই ১০ বছর বা তারও কমবয়সী ছেলেমেয়েদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। বাসাদ সরকার যদিও রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধিদের বলেছে, মূলত আহতদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে আর সেবা শুশ্রূষা করতে সহকারী হিসেবে শিশুদের কাজে লাগানো হচ্ছে। কিন্তু কয়েক জন প্রাক্তন সেনার সঙ্গে কথা বলে রাধিকারা জেনেছেন, যুদ্ধে বিপক্ষের গোলার সামনে ঢাল হিসেবে ব্যবহার করা হয় এদের। রাজি না হলে হচ্ছে যথেচ্ছ অত্যাচার। যুদ্ধবিরতি ঘোষণা করলেও প্রতিনিধি দলের আশঙ্কা, ফের বড় হামলার ছক কষছে আসাদ সরকার। কারণ, তুরস্ক সীমান্ত ঘেঁষা আল হাফ্ফা অঞ্চলে বাইরের কাউকে ঢুকতে দিচ্ছে না তারা। গত কয়েক দিন ধরে সাঁজোয়া গাড়ি, রকেট লঞ্চার জড়ো করছে আল হাফ্ফার বাইরে। এক সময়ে বিরোধীদের মুক্তাঞ্চল প্রায় ৩০ হাজার জন বসতির এই আল হাফ্ফায় বিরোধীদের হটাতে কপ্টার হানার আশঙ্কাও করছেন রাধিকারা।
|
মেমোকাণ্ডে দোষী সাব্যস্ত হুসেন হক্কানি |
মেমো কেলেঙ্কারিতে প্রাক্তন রাষ্ট্রদূত হুসেন হক্কানিকে দোষী সাব্যস্ত করল পাকিস্তানের বিচারবিভাগীয় কমিশন। আজ সুপ্রিম কোর্টে তদন্তের রিপোর্ট জমা দিয়েছে কমিশন। ২০১১ সালে একটি মেমো প্রকাশিত হওয়ায় বিতর্কে জড়িয়ে পড়েন আমেরিকায় পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রদূত হক্কানি। ওই মেমোয় দেশে সেনা অভ্যুত্থান রুখতে পাক সরকার আমেরিকার সাহায্য চেয়েছিল বলে অভিযোগ। পাক বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী মনসুর ইজাজ দাবি করেন, মেমোটি তাঁর মাধ্যমে মার্কিন সরকারের কাছে পাঠাতে চেয়েছিলেন হক্কানি। কমিশন জানিয়েছে, মেমোটি নকল নয়। হক্কানির নির্দেশেই সেটি তৈরি হয়েছিল। প্রাক্তন রাষ্ট্রদূত দেশের প্রতি অনুগত ছিলেন না।
|
ভারতীয় খুনে দুই অস্ট্রেলীয়র জেল |
তিন বছর আগে এক ভারতীয় ছাত্রকে হত্যার অপরাধে তিন বছর জেল হল দুই অস্ট্রেলীয় যুবকের। ২০০৯ সালের ২৫ মে বলজিন্দর সিংহ নামে এক ভারতীয় ছাত্রকে হত্যায় অভিযুক্ত হয় গ্রান্ট মূর ও জেসি ডোনাচি নামে দুই অস্ট্রেলীয় যুবক। কার্নেগি রেলস্টেশন থেকে বলজিন্দর যখন বাড়ি ফিরছিলেন তখন তাঁর ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ওই দুই যুবক। বলজিন্দর বাধা দেওয়ায় তাঁকে ছুরি মেরে খুন করা হয়। সেই ঘটনার জেরে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে সামিল হন প্রায় ২ হাজার মানুষ।
|
মার্কিন নিষেধাজ্ঞা থেকে ছাড় ভারতকে |
ইরান সংক্রান্ত নতুন নিষেধাজ্ঞা থেকে ভারত সহ সাতটি দেশকে রেহাই দিল আমেরিকা। ইরান থেকে তেল আমদানি কমানোর পরেই এই দেশগুলিকে ছাড় দেওয়া হয়েছে বলে জানান মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিন্টন। ইরানের পরমাণু অস্ত্র তৈরি রুখতে সে দেশের উপরে কড়া আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। তবে ইরানের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে ভারত, দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, তাইওয়ানকে মার্কিন নিষেধাজ্ঞা মানতে হবে না। হিলারির দাবি, এই দেশগুলি মার্চে ইরান থেকে তেল কেনার পরিমাণ কমিয়েছে।
|
তাহাউর রানার শাস্তি ঘোষণা ৪ ডিসেম্বর |
পাক বংশোদ্ভূত জঙ্গি তাহাউর হুসেন রানার আর্জি খারিজ করে দিল মার্কিন আদালত। ডেনমার্কে জঙ্গি হামলা চালানোর ছকে যুক্ত থাকা ও জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবাকে সাহায্য করার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। ফের তাঁর বিচার প্রক্রিয়া শুরুর আবেদন জানিয়েছিলেন রানা। আর্জি খারিজ করে আদালত জানিয়েছে, ৪ ডিসেম্বর রানার শাস্তি ঘোষণা করা হবে। লস্কর জঙ্গি ডেভিড কোলম্যান হেডলির ঘনিষ্ঠ ছিলেন রানা। মুম্বই হামলার আগে লস্করের হয়ে নজরদারির কাজ করেছিলেন হেডলি। সেই ষড়যন্ত্রেও যুক্ত থাকার অভিযোগ উঠেছিল রানার বিরুদ্ধে। কিন্তু, মার্কিন আদালতে সেই অভিযোগ টেকেনি।
|
মার্কিন আদালতের শীর্ষ পদে ভারতীয় |
মার্কিন বিচারবিভাগের গুরুত্বপূর্ণ পদে ভারতীয় বংশোদ্ভূত শ্রীকান্ত শ্রীনিবাসনকে মনোনীত করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। চণ্ডীগড়ে জন্মালেও শ্রীনিবাসন বড় হয়েছেন কানসাসে। কলম্বিয়া সার্কিটের আপিল আদালতের ‘ট্রায়ালব্লেজার’ পদে মনোনীত হন তিনি। গুরুত্বের দিক থেকে এটি আমেরিকার ‘দ্বিতীয় শীর্ষ আদালত’।
|
বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িত থাকার অভিযোগে ইনতিজার শরিফ আবদাল্লা নামের এক মহিলাকে পাথর ছুড়ে হত্যার রায় দিল সুদানের একটি আদালত। মহিলার বয়স ২০ বছরের কাছাকাছি বলে মনে করা হচ্ছে। খার্তুমের কাছে একটি জেলে আবদাল্লার সঙ্গে বন্দি করে রাখা হয়েছে তাঁর শিশুপুত্রকেও। এই রায়ের বিরোধিতা করে প্রচারে নেমেছে একাধিক স্বেচ্ছাসেবী এবং মানবাধিকার সংস্থা।
|
১৬৩ জন আরোহীকে নিয়ে রানওয়েতে নামার সঙ্গে সঙ্গেই পিছলে গেল ইন্দোনেশিয়ার একটি বিমান। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। এই দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তবে বৃষ্টির কারণে রানওয়ে পিছল থাকার ফলেই এই ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে। |