টুকরো খবর |
অপহরণের চেষ্টা, ধৃত
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
কিশোরীকে অপহরণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার পূর্বস্থলী-১ ব্লকের সমুদ্রগড় স্টেশনের ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের পরিচয় জানা যায় নি। তবে মাঝবয়সী ওই যুবক জেরায় অসংলগ্ন কথাবার্তা বলছেন বলেও জানান তাঁরা। স্থানীয় সূত্রে খবর, ওই কিশোরীর বাড়ি সমুদ্রগড় স্টেশনের কাছেই। এ দিন সকাল ন’টা নাগাদ ওই যুবক জোর করে মেয়েটিকে স্টেশনে দাঁড়ানো একটি আপ লোকাল ট্রেনে তোলার চেষ্টা করে। কিশোরীর চিৎকারে স্থানীয় এক যুবক কামরায় উঠে তাঁদের দু’জনকেই নামিয়ে আনে। এর পরে এলাকার মানুষ তাঁদের ঘিরে ধরলে যুবকটি অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে। পরে ওই কিশোরীর মা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তিনি জানান, সকালে বাজারে গিয়েছিল মেয়ে। ফেরার পথে তাকে অপহরণের চেষ্টা করে ওই যুবক। অজ্ঞাতপরিচয় ওই যুবককে গ্রেফতারের পরে পুলিশ জানিয়েছে, তাঁকে জেরা করা হচ্ছে।
|
আত্মসমর্পণ, জামিন চঞ্চলের
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
পৈতৃক সম্পত্তি থেকে ভ্রাতৃবধূ ও তাঁর পরিবারের সদস্যদের বঞ্চিত করার মামলায় বর্ধমান সিজেএম আদালতে আত্মমর্পণ করলেন গুসকরার তৃণমূল পুরপ্রধান চঞ্চল গড়াই ও তাঁর বোন শ্যামলীদেবী। সোমবারই ভারপ্রাপ্ত সিজেএম ভাস্কর মজুমদার তাঁদের জামিন মঞ্জুর করেন। গত এপ্রিলে চঞ্চলবাবুর ভাই, প্রয়াত কংগ্রেস নেতা চম্পক গড়াইয়ের স্ত্রী জ্যোৎস্নাদেবী জেলার অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিস সরকারের কাছে তাঁকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ জানান। গত ২৩ এপ্রিল পুলিশ চঞ্চলবাবু ও তাঁর অবিবাহিতা বোন শ্যামলীদেবীর বিরুদ্ধে সাতটি ধারায় মামলা করে। যদিও পুলিশ তাঁদের ধরেনি। আউশগ্রাম থানার আইসি সুভাষ মহান্তির দাবি, ‘‘শুনেছি, অনেক দিন আগেই ওঁরা জামিন নিয়েছেন। তাই গ্রেফতার করার প্রশ্ন ওঠেনি।”
|
জাল মদ তৈরির অভিযোগে ধৃত
নিজস্ব সংবাদদাতা • কালনা |
পূর্বস্থলী-২ ব্লকের হালদি-ন’পাড়া গ্রামে জাল মদ তৈরির অভিযোগে রুস্তম শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। সোমবার আবগারি দফতর ও পূর্বস্থলী থানা যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে। মঙ্গলবার ধৃত রুস্তম শেখকে কালনা মহকুমা আদালতে তোলা হলে আবগারি দফতরের হেফাজতে তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। এর আগে ২৯ মে গ্রামবাসীদর কাছ থেকে খবর পেয়ে পুলিশ হালদি ন’পাড়া গ্রামে গিয়ে দেখে রুস্তম শেখের বাড়িতে জাল বিলিতি মদ তৈরি হচ্ছে। ১৭টি বড় জারে রাখা জাল মদ ও মদ তৈরির উপকরনও সেদিন পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা। পুলিশ জানায়, তরুন ভট্টাচার্য নামে এক ব্যক্তি রুস্তম শেখের বাড়িতে ওই কারবার চালাত। তাঁকেও সেদিন গ্রেফতার করে পুলিশ। কিন্তু বাড়ির মালিককে পুলিশ না ধরায় গ্রামবাসীদের ক্ষোভ ছিল। সম্প্রতি বাড়ির মালিক রুস্তম শেখকে গ্রেফতারের দাবিতে তাঁরা মহকুমাশাসক, এসডিপিও ও আবগারি দফতরের অধিকর্তার কাছে স্মারকলিপিও দেন।
|
পুড়ল ১২টি খড়ের পালুই
নিজস্ব সংবাদদাতা • মন্তেশ্বর |
|
মন্তেশ্বরের ফুলগ্রামে তোলা নিজস্ব চিত্র। |
ভস্মীভূত হয়ে গেল ১২টি খড়ের পালুই। সোমবার রাতে মন্তেশ্বরের বাঘাসন পঞ্চায়েতের ফুলগ্রামের ঘটনা। গ্রামবাসীরা জানিয়েছেন, নিমাই সোম, সুভাষ সোম, সুবিমল রায়, রমনীমোহন মণ্ডল-সহ সাতজনের ওই পালুইগুলি গ্রামের বিভিন্ন জায়গায় ছিল। রাত একটা নাগাদ নিমাইবাবুর পালুই থেকে প্রথমে আগুন বেরোতে দেখা যায়। স্থানীয়রা তা নেভানোর চেষ্টা করতেই খবর আসে অন্য পাড়ার পালুইয়েও আগুন লেগেছে। পরে রাত দু’টো নাগাদ ভাতার দমকল কেন্দ্র ও বর্ধমান সদর থেকে দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সকাল সাতটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। গ্রামবাসীদের আশঙ্কা, গ্রামে অশান্তি বাধাতে পরিকল্পিতভাবে ওই আগুন লাগানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে দমকল ও মন্তেশ্বর থানার পুলিশ। মাস পাঁচেক আগে কালনা থানা এলাকায় আরও দু’টি খড়ের পালুইও ভস্মীভূত হয়েছিল। তবে কে বা কারা ওই ঘটনায় জড়িত তা জানা যায়নি।
|
স্কুলে ফেরাতে নতুন স্লোগান
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
স্কুলছুটদের সংখ্যা কমানোর জন্য দু’টি নতুন স্লোগান তৈরিতে উদ্যোগী হল স্কুল শিক্ষা দফতরের উপদেষ্টা কমিটি। বর্ধমানে এক অনুষ্ঠানে ওই কমিটির ডেপুটি চেয়রম্যান অরুণকুমার চট্টোপাধ্যায় বলেন, “ওই স্লোগান দু’টি হল, ‘দিচ্ছে ডাক নতুন দিন, ছেলেমেয়েদের স্কুলে দিন’ এবং ‘ইস্কুলেতে আসব, লিখব, পড়ব, জানব।’’ অরুণবাবু জানান, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে গত ৮ জুন স্লোগান দু’টি পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই লিফলেটের আকারে ওই স্লোগানগুলি প্রচারিত হবে। ছাত্রছাত্রীদের স্কুলে টানতে মিড-ডে মিলের পাশাপাশি খোলাধূলা, আবৃত্তি, গল্প-কবিতা-ছড়া তৈরি প্রভৃতি ব্যবস্থার কথা ভাবা হচ্ছে। রাজ্যের স্কুলগুলিতে পরিদর্শক হিসেবে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সাম্মানিক দিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাবও শিক্ষামন্ত্রীর কাছে পাঠানো হবে বলেও জানান তিনি।
|
কর্মবিরতিতে আইনজীবীরা
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
প্রবল গরমের সব এজলাসে জেনারেটরের সংযোগ, পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা-সহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার থেকে ফের কর্মবিরতি শুরু করলেন বর্ধমান জেলা জজ আদালতের আইনজীবীরা। বর্ধমান বার অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক বিশ্বজিৎ দাস বলেন, “আদালতের সব এজলাসে জেনারেটরের সংযোগ, পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করার দাবিতে এই কর্মবিরতি। কিন্তু এই দাবিগুলি মানা না হওয়ায় কর্মবিরতি চলবে।”
|
বিদ্যুৎ-মাসুল প্রত্যাহারের দাবি
নিজস্ব সংবাদদাতা • কালনা |
বিদ্যুৎ মাসুল প্রত্যাহার-সহ তিন দফা দাবি নিয়ে সোমবার বিদ্যুৎ দফতরের স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি জমা দিলেন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনসিউমার্স অ্যাসোসিয়েশনের কালনা শাখা। সংগঠনের সম্পাদক সানাওয়াজ উদ্দিন মণ্ডল বলেন, “বিদ্যুতের মাসুল বাড়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন সাধারন মানুষ। তাদের জন্যই বিদ্যুতের মাসুল প্রত্যাহারের দাবি করছি।” বিদ্যুৎ দফতর সূত্রে খবর, বিষয়টি উচ্চতর কতৃর্পক্ষকে জানানো হবে।
|
ছাত্রের অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বাড়ি থেকে ঝুলন্ত দেহ মিলল সুদীপ প্রামাণিক (১৮) নামে এক স্কুলছাত্রের। সোমবার বিকেলে বর্ধমানের খাজা আনোয়ার রোডের ঘটনা। মৃতের বাবা বুদ্ধদেব প্রামাণিক জানান, সুদীপ এ বার বর্ধমানের রাজ কলেজিয়েট স্কুল থেকে কলা বিভাগে উচ্চ মাধ্যমিক দিলেও অকৃতকার্য হয়। |
|