আজকের শিরোনাম
মালা রায়ের বাড়িতে হামলা
৮৮নং ওয়ার্ডে কংগ্রেসের পুর প্রতিনিধি মালা রায়ের বাড়িতে গতকাল রাতে বেশ কিছু স্থানীয় লোক চড়াও হয়। ঘটনার সূত্রপাত অঞ্চলের একটি পুজোকে ঘিরে। পুজো চলাকালীন হঠাত্ বিদ্যুত্ বিচ্ছিন্ন হলে স্থানীয় এক তৃণমূল নেতা মালাদেবীকে ফোন করে এই বিদ্যুত্ বিভ্রাটের জন্য দায়ী করেন। এর কিছু ক্ষণ পরে বিদ্যুত্ না ফেরায় প্রায় ২০০-২৫০ লোক মদ্যপ অবস্থায় মালা রায়ের বাড়িতে এসে তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তাদের দাবি ছিল অবিলম্বে বিদ্যুত্ সংযোগ স্বাভাবিক করতে হবে। যদিও তার আগে থেকেই মালাদেবী সিইএসসি-র সংশ্লিষ্ট দফতরকে বহু বার ফোন করেন। তবে তাতে কোনও কাজ হয়নি। তিনি অনেক বোঝানোর চেষ্টা করলেও তাতে ফল হয়নি। ক্রমাগত তাঁর দরজায় লাথি মারতে থাকে হামলাকারী জনতা। এরপর বাধ্য হয়ে তিনি টালিগঞ্জ থানায় ফোন করে সাহায্য চাইতে মাত্র ২ জন পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় আধ ঘন্টা ধরে এই ঘটনা চলার পর হামলাকারীরা চলে যায়। এই ঘটনায় তিনি সরাসরি তৃণমূলকে দোষী করেছেন। আজ মালাদেবী লিখিত অভিযোগ জানাবেন থানায়। তিনি আরও জানিয়েছেন ‘‘ ছেলে-মেয়ে নিয়ে বাড়িতে একা ছিলাম। খুই নিরাপত্তাহীনতায় ভুগেছি। গত ১৮ বছর পুর প্রতিনিধি থাকাকালীন কখনও এই পরিস্থিতির সম্মুখীন হইনি। পুলিশ ফোর্স পাঠাবে বলেছিল তবে পাঠায়নি। হামলাকারীদের প্রায় সবাই আমার চেনা। রাজ্যের প্রশাসনিক অবস্থা নিয়ে আমি উদ্বিগ্ন।’’

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর
আজ সকালে বেআইনি ভাবে ভর্তির ফর্ম বিক্রি করা নিয়ে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় চত্বর। ঘটনায় অভিযোগের তির তৃণমূল ছাত্র পরিষদের দিকে। জানা গিয়েছে অফিস ঘরে ঢুকে রীতিমতো ভাঙচুর চালায় তারা। এমনকী উপাচার্যকেও ঘোরাও করে রাখা হয়। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জামিন অযোগ্য ধারায় লিখিত অভিযোগ করা হয় পুলিশের কাছে। তারই ভিত্তিতে বেশ কয়েকজন ছাত্রকে গ্রেফতার করা হয়েছে।

মেডিক্যালের অপারেশন থিয়েটারে আগুন
মেডিক্যাল কলেজ হাসপাতালের গ্রিন বিল্ডিংয়ের একটি অপারেশন থিয়েটারে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন পৌঁছেছে। আগুন নেভানোর চেষ্টাকরছে তারা। আগুন লাগার কারণ নিয়ে সঠিক ভাবে কিছু জানা যায়নি। ঘটনায় হতাহতের আপাতত কোনও খবর নেই।

বাঁকুড়া ও দাসপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন আজ
আজ মেদিনীপুরের দাসপুর এবং বাঁকুড়া সদর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোটগ্রহণ। দু’টি কেন্দ্রেই রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। গরম এড়াতে সকাল থেকেই বুথের বাইরে ভোটারদের দীর্ঘ লাইন। এখনও পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দাসপুরের একটি বুথে ইভিএম খারাপ হয়ে যাওয়ায় ভোটগ্রহণ কিছু ক্ষণ স্থগিত ছিল, তবে সেটি দ্রুত পাল্টানোর চেষ্টা চলছে। গত একমাস ধরে বাঁকুড়া এবং মেদিনীপুর দুই জেলাতেই তাপপ্রবাহ চলছে। ভোটার থেকে ভোট কর্মী গরমে কেউ অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিত্সার জন্য ভ্রাম্যমান মেডিক্যাল টিম রাখা হয়েছে।

ভোট পড়ার হার
সময় কেন্দ্রের নাম ভোটের পড়েছে
সকাল ৯টা • দাসপুর
• বাঁকুড়া সদর
১৭%
৯ %
সকাল ১০টা • দাসপুর
• বাঁকুড়া সদর
২৫ %
১৫ %
দুপুর ১২টা • দাসপুর
• বাঁকুড়া সদর
৩০ %
২০ %
দুপুর ২টো • দাসপুর
• বাঁকুড়া সদর
৬০ %
৪৭ %

ক্যানোপি গ্রুপের অফিসে ফের সিআইডি হানা
প্রতারণা কাণ্ডে গ্রেফতার হওয়ার পর প্রাক্তন সিপিএম সাংসদ সরলা মহেশ্বরীর স্বামী এবং জামাইয়ের ‘ক্যানোপি গ্রুপ’-এর অফিসে গতকালের পর আজ ফের তল্লাশি অভিযান চালাচ্ছে সিআইডি। গতকালে উদ্ধার হওয়া নথির ভিত্তিতে আয়কর বিভাগের একটি দলও এই অভিযানে অংশগ্রহণ করে। গত জানুযারি মাসেও আয়কর জমা না দেওয়ার জন্য সরলা মহেশ্বরীর বাড়িতে হানা দিয়েছিল আয়কর দফতর। কিন্তু এখনও পর্যন্ত তাঁরা সেই টাকা জমা দেননি। ক্যানোপি গ্রুপের নামে থাকা দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করা হয়েছে। পাশাপাশি কর্মচারীদেরও জেরা করা হচ্ছে।

শিশির মঞ্চে বিদ্যুত্ বিভ্রাট
শিশির মঞ্চে একটি সরকারি অনুষ্ঠান চলাকালীন বিদ্যুত্ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সকাল ১১টা ৫৪ মিনিট নাগাদ হঠাত্ বিদ্যুত্ সরবরাহ বন্ধ হয়ে যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু। এখনও পর্যন্ত বিদ্যুত্ সংযোগ ফেরেনি। অভ্যন্তরীণ যান্ত্রিক গোলযোগের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। ঘটনার কিছু ক্ষণ পর বিদ্যুত্ সংযোগ ফিরে আসে।

পুরুলিয়ার বরাবাজারে বিডিও অফিসে আগুন
রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুত্ প্রভৃতি নিত্য প্রয়োজনীয় পরিষেবার দাবিতে আদিবাসী সংগঠন স্মারকলিপি দিতে যায় বরাবাজারের বিডিও অফিসে। এই কর্মসূচি ঘিরে হঠাত্ই গণ্ডগোলের সূত্রপাত। গণ্ডগোলের জেরে আগুন লাগিয়ে দেওয়া হয় বিডিও অফিসে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ বাহিনী। খবর দেওয়া হয়েছে দমকলকে। তবে ১টি ইঞ্জিন রওনা হয়ে গেলেও পুরুলিয়া শহর থেকে আসতে দেরি হওয়ার কারণে এখনও ঘটনাস্থলে পৌছতে পারেনি তারা।

বারুইপুরে সিপিআইএম নেতাকে খুনের চেষ্টা
বারুইপুরের পুরন্দরপুরে হারান সর্দার নামে এক সিপিআইএম নেতাকে খুনের চেষ্টা করা হল গতকাল রাতে। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা দুলাল সর্দারের নেতৃত্বে দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে নৃশংস ভাবে কোপায়। আহত অবস্থায় হারানবাবুকে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বারুইপুর থানায় এই নিয়ে দুলাল সর্দারের বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়েছে।

ফের বাঘের আতঙ্ক গোসাবায়
রবিবারের পর গতকাল রাতে আবার বাঘ এসেছিল। গোসাবার দয়াপুর থেকে জেমসপুর পর্যন্ত বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে। পায়ের ছাপের এই প্রমাণ মেলায় সেখানে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে গ্রামে ঢুকে একটি ছাগলও মারে বাঘটি। খবর পেয়ে এলাকায় পৌঁছেছে বন দফতরের কর্মীরা। নিরাপদে বাঘটিকে আটক করতে তল্লাশি চলানো হচ্ছে। পটকা ফাটিয়ে বাঘটিকে জঙ্গলের দিকে তাড়ানোর চেষ্টা করছে বন কর্মীরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.