|
|
খেয়াল রাখুন
|
|
এ বছর থেকে শুরু হল জয়েন্টের ই-কাউন্সেলিং। অর্থাৎ জয়েন্টে সফল প্রার্থীদের বাড়িতে বা কোনও সাইবার কাফেতে গিয়ে প্রথমে www.wbjeeb.nic.in ওয়েবসাইটে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। তার পর সেখান থেকে রাজ্যের ৯৬টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩২ হাজার আসনে ভর্তির জন্য আবেদন করতে পারবেন তাঁরা। রাজ্যের সমস্ত বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সম্মিলিত সংস্থা অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল অ্যাকাডেমিক ইনস্টিটিউশন (অ্যাপাই)-এর সভাপতি তথা জেআইএস গোষ্ঠীর তরণজিৎ সিংহ জানিয়েছেন, রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স সফল ছাত্রছাত্রীদের নিয়ে এ বারই প্রথম ই-কাউন্সেলিং হচ্ছে। প্রার্থীরা নিজেদের নাম নথিভুক্ত করার পাশাপাশি কলেজেও পছন্দ করবেন ই-কাউন্সেলিং-এর মাধ্যমেই।
এই নতুন পদ্ধতির কাউন্সেলিং সম্পর্কে ছাত্রছাত্রীদের সাহায্য করতে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ ‘হেল্পডেস্ক’ খুলেছে। কারণ ছাত্রছাত্রীদের খুব সতর্কতার সঙ্গে পুরো বিষয়টি জেনে নেওয়া প্রয়োজন। না হলে অজ্ঞানতার সুযোগ নিয়ে বহু শিক্ষা প্রতিষ্ঠান বা সংস্থা ছেলেমেয়েদের ভুল পথে চালিত করতে পারে। www.wbjeeb.nic.in ওয়েবসাইটে খুব পরিষ্কার ভাবে প্রত্যেকটি পদক্ষেপ কী হওয়া উচিত তা উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, ২৮ জুন পর্যন্ত অনলাইনে নাম নথিভুক্তি ও ২৯ জুন পর্যন্ত কলেজ বাছা যাবে।
|
কর্মযোগ্যতা বাড়াতে |
স্নাতক ও দশম উত্তীর্ণদের জন্য হসপিটালিটি ক্ষেত্রের দু’টি পাঠ্যক্রম এনেছে কলকাতার অ্যাকাডেমি অফ হসপিটালিটি স্কিল্স। হসপিটালিটি ক্ষেত্রের কাজে ছেলেমেয়েদের দক্ষ করে তুলতে এটাই কলকাতার প্রথম ফিনিশিং স্কুল বলে দাবি প্রতিষ্ঠান কর্তৃপক্ষের।
পাঠ্যক্রম দু’টি হল
১) ফিনিশিং কোর্স ফর গ্র্যাজুয়েট। মেয়াদ তিন মাস। এর মধ্যে দু’মাসের ক্লাসরুম প্রশিক্ষণে অ্যাকোমোডেশন ম্যানেজমেন্ট, ফুড অ্যান্ড বেভারেজ সংক্রান্ত কাজের গুরুত্বপূর্ণ দিকগুলি ছাড়াও নেতৃত্ব দেওয়া, দলের অংশ হিসেবে কাজ করা ও ইন্টারভিউ দেওয়ার দক্ষতা বৃদ্ধির মতো বিষয় থাকবে। বাকি এক মাস যে কোনও হোটেলে হাতে-কলমে প্রশিক্ষণ চলবে। |
|
চাকরির বাজারে দক্ষতাই পুঁজি। |
২) হসপিটালিটি ট্রেনিং ফর স্টুডেন্টস উইথ হাই স্কুল এডুকেশন অর লেস। ছ’সপ্তাহের পাঠ্যক্রম। এতে হোটেল, রেস্তোরাঁ এবং ক্যাফে চেনগুলিতে অ্যাকোমোডেশন ম্যানেজমেন্ট এবং ফুড ও বেভারেজ সংক্রান্ত কাজের দক্ষতা বাড়ানোয় জোর দেওয়া হবে। থাকবে হাতে-কলমে শিক্ষার ব্যবস্থা। শেখানো হবে গ্রাহকের সঙ্গে ব্যবহার ও সংযোগ রক্ষার বিষয়টিও। ঠিকানা ২২৮এ, এজেসি বোস রোড, কলকাতা-২০। academyofhospitalityskills@y-তে ই-মেলও করতে পারেন।
|
অন্ত্রেপ্রেনরশিপ নিয়ে |
অন্ত্রেপ্রেনরশিপে উৎসাহ দিতে এগিয়ে এল জামশেদপুরের এক্সএলআরআই স্কুল অফ বিজনেস অ্যান্ড হিউম্যান রিসোর্স। নিজের ব্যবসা পরিচালনা করার জন্য প্রয়োজনীয় মূল বিষয়গুলিতে প্রশিক্ষণ দিতে তারা এনেছে ছ’মাসের পূর্ণ সময়ের একটি পাঠ্যক্রম, পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম ফর সার্টিফিকেট ইন অন্ত্রেপ্রেনরশিপ ম্যানেজমেন্ট (পিজিপি-সিইএম)। যাঁরা নিজেদের ব্যবসা শুরু করতে চান কিংবা ব্যবসা শুরু করেছেন, এক্সএলআরআই-এর অন্ত্রেপ্রেনরশিপ ডেভেলপমেন্ট সেন্টারের চালু করা এই কোর্সটি তাঁদের কাজে দেবে, দাবি প্রতিষ্ঠান কর্তৃপক্ষের। |
|
এক্সএলআরআই জামশেদপুর। |
আগামী জুলাই থেকেই ক্লাস শুরু। এক্সএলআরআইয়ের তরফে জানানো হয়েছে, পাঠ্যসূচিতে ব্যবসা পরিচালনার জন্য জরুরি ফিনান্স, মার্কেটিং, স্ট্র্যাটেজি, হিউম্যান রিসোর্সের মতো ম্যানেজমেন্ট শিক্ষার বিষয়গুলির পাশাপাশি আছে ফ্যামিলি বিজনেস, ওম্যান অন্ত্রেপ্রেনরশিপ, এগ্রিপ্রেনরশিপ ও সোশ্যাল এন্টারপ্রাইজেস-এর মতো এ দেশের ব্যবসার নির্দিষ্ট কিছু ধরনও। স্নাতক উত্তীর্ণ হলে যোগ দিতে পারেন। ভর্তির জন্য ইন্টারভিউ দিতে হবে। প্রয়োজন পড়লে চূড়ান্ত বাছাইয়ের জন্য গ্রুপ ডিসকাশনের ব্যবস্থাও করা হতে পারে। যদিও আবেদনপত্র জমার শেষ দিন পেরিয়ে গিয়েছে, তবে আগ্রহী প্রার্থীদের জন্য জুনের মাঝামাঝি পর্যন্ত সময়সীমা কিছুটা বাড়ানোর কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ফোন করে নিন ০৬৫৭৩৯৮৩৩৩৩ নম্বরে। দেখে নিন www.xlri.ac.in ওয়েবসাইট।
|
ব্যবসার পরিকল্পনা |
আমেরিকার বস্টন প্লেজ এবং বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সঙ্গে যৌথ উদ্যোগে ব্যবসার বিভিন্ন ধরনের পরিকল্পনা নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করেছে এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (ইডিআই)। নিজেদের উদ্ভাবনী ক্ষমতা কাজে লাগিয়ে তৈরি করা ব্যবসার অভিনব কিন্তু বাস্তবসম্মত পরিকল্পনা পেশ করতে হবে এতে। যাঁরা জিতবেন, পুরস্কার হিসেবে ৩০-৫০ হাজার টাকা ও উদ্যোগ সফল ভাবে রূপায়িত করতে প্রতিষ্ঠিত শিল্পপতিদের থেকে পরামর্শ পাবেন। বিনামূল্যে অংশ নেওয়া যাবে। বয়স বা যোগ্যতারও নির্দিষ্ট সীমা নেই। তবে ভারতীয় ও পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। কী ভাবে, কত শব্দের মধ্যে পরিকল্পনা লিখবেন ও জমা দেবেন, তা জানতে www.edikolkata.org এবং www.thebostonpledge.com ওয়েবসাইটি দু’টি দেখুন। ফোনও করতে পারেন ০৩৩-২৩৩৫৭২৫৮/ ২৩৩৫৭৬৮১ নম্বরে। পরিকল্পনা জমার শেষ দিন ৩০ জুলাই।
|
ম্যানেজমেন্ট পড়তে |
নালন্দা ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড স্টাডিজ করাচ্ছে হোটেল ম্যানেজমেন্ট, বিবিএ, এমবিএ, বিসিএ, এমসিএ পাঠ্যক্রম। এগুলি এআইসিটিই, ইউজিসি ও ডিইসি দ্বারা স্বীকৃত। ফোন: ০৩৩-৪০১৫২৫২৫। |
|
আপনার প্রশ্ন
বিশেষজ্ঞের উত্তর |
|
|
|
প্রশ্ন: ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেস দিয়ে গ্রুপ ‘বি’ অর্থাৎ পুলিশ সার্ভিসে যোগ দিতে আগ্রহী। এর জন্য স্নাতক স্তরে কত নম্বর থাকা প্রয়োজন?
অনুপমা পারিয়া, পশ্চিম মেদিনীপুর
উত্তর: ডব্লিউবিসিএস পরীক্ষা দিতে যে কোনও বিষয়ে ১০+২+৩ পাশ হলেই চলে। স্নাতকে কত নম্বর পেয়েছেন বা সাম্মানিক না কি সাধারণ স্নাতক, এ সব দেখা হয় না। কাজেই আপনি পরীক্ষায় বসতে পারেন। |
|