টুকরো খবর
কোচবিহারে তোর্সা কাপের উদ্বোধনে মদন
কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে নৈশ ফুটবলের উদ্বোধনের আগে খেলোয়াড়দের সঙ্গে
হাত মেলাচ্ছেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। ছবি তুলেছেন হিমাংশুরঞ্জন দেব।
বাম জমানায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে ওই ঘটনায় জড়িতদের ছাড়া হবে না বলে সাফ জানিয়ে দিলেন রাজ্যের ক্রীড়া ও পরিবহণ মন্ত্রী মদন মিত্র। রবিবার রাতে কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত তোর্সা কাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি। সেখানে রাজ্য সরকারের মনোভাব স্পষ্ট করে দেন মন্ত্রী। তিনি বলেন, “বাম জমানায় এনবিএসটিসিতে দুর্নীতি হয়েছে। তার মধ্যে বেশ কিছু ঘটনার তদন্ত হচ্ছে। যারা দুর্নীতি করেছেন তাদের বিরুদ্ধে সবরকম তদন্ত হবে। কেউ পার পাবেন না। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়ামন্ত্রী কোচবিহারে সুইমিং পুল, যুব আবাস নির্মাণ করা হবে। জেলা ক্রীড়া সংস্থার জন্য ৫ লক্ষ টাকার বিশেষ বরাদ্দ দেবার কথাও জানান তিনি। জেলা ক্রীড়া সংস্থাগুলি ভেঙে দেবার ব্যাপারে মদনবাবুর বক্তব্য, “ডিএসএ নিয়ে ভুল বোঝাবুঝির ব্যাপার নেই। সংঘাতের ব্যাপারও নেই। স্বচ্ছতা ও নতুন করে ঢেলে সাজানোর জন্য এটা করা হয়েছে।”

দুর্ঘটনায় মৃত মহিলা
মোটর সাইকেল থেকে রাস্তায় পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। মালদহের চাঁচলে নজরুল ইসলাম বাসস্ট্যান্ডের সামনে ৮১ নম্বর জাতীয় সড়কের উপর রবিবার দুপুরে ঘটনাটি ঘটে। মৃতার নাম অষ্টমী মন্ডল (৪০)। বাড়ি রায়গঞ্জের কসবায়। এদিন স্বামী অনিল মন্ডলের সঙ্গে হরিশ্চন্দ্রপুরের চন্ডীপুরে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন তাঁরা। চাঁচল বাসস্ট্যান্ডের কাছে বাইক উল্টে দুজন রাস্তায় পড়ে যান।

চালকদের নালিশ
গাড়িতে পুলিশ স্টিকার লাগিয়ে এক দল দুষ্কৃতী তোলাবাজি চালাচ্ছে বলে অভিযোগ করলেন ট্রাক মালিকেরা। তাদের অভিযোগ, মালপত্র নিয়ে যাওয়ার সময় দুষ্কৃতীরা পুলিশের স্টিকার লাগানো গাড়ি করে এসে ট্রাক চালকের কাছে টাকা দাবি করে। টাকা না দিলে মারধর করে তারা। এলাকার পাঞ্জিপাড়া থেকে শুরু করে কানকি পর্যন্ত এ ধরনের দৌরাত্ম চলছে বলে ব্যবসায়ীদের অভিযোগ। পুলিশকে জানিয়েও সমস্যা মেটেনি।

হেরোইন-সহ ধৃত
হেরোইন বিক্রির চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। শনিবার সন্ধ্যায় রায়গঞ্জ ইউনির্ভাসিটি কলেজের হস্টেল সংলগ্ন একটি মাঠ থেকে তাকে ধরা হয়। ধৃতের নাম পান্না সাহা। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার পূর্ব আবতোর এলাকায়। ধৃতের কাছ থেকে ১৮ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে, ধৃতের নামে পুলিশ জামিন অযোগ্য মাদক বিরোধী ২১ ধারায় মামলা শুরু করেছে। রবিবার তাকে আদালতে তোলা হয়।

সম্মেলনে দাবি
এটিএমে জাল টাকা রুখতে টাকা ভরার দায়িত্ব ব্যাঙ্ক কর্তৃপক্ষকে দিতে হবে বলে দাবি তুলল অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। রবিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ওই সমিতির জেলা শাখার জেলা সম্মেলনে যোগ দিয়ে ওই দাবি করেছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজেন নাগর। তাঁর অভিযোগ, সীমান্তবর্তী মালদহ দুই দিনাজপুর, মুর্শিদাবাদ জেলায় জাল টাকার বিস্তারে দেশের আর্থিক কাঠামো বিপর্যস্ত হচ্ছে। এটিএম থেকে বিস্তর জাল টাকা বার হচ্ছে। এটিএমে ভরার দায়িত্ব দেওয়া হয়েছে বেসরকারি সংস্থাকে। এটিএম মাধ্যমে জাল টাকা ছড়ানোর আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সভাপতি রাজেনবাবুর মতে, “জাল টাকা নির্ধারণে ব্যাঙ্ক ব্যবস্থা নিচ্ছে না।” কেন্দ্রও সতর্ক নন বলে তিনি অভিযোগ করেছেন।

মার, পাল্টা গণধোলাই
রিকশা চালককে মারধরের অভিযোগে ক্ষুব্ধ জনতার হাতে পাল্টা মার খেতে হল বিএসএফ জওয়ানকে। তাঁর রাইফেল কেড়ে নেওয়ার পাশাপাশি গাড়ির কাচ ভাঙচুর করে জনতা। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে বালুরঘাট জেলা হাসপাতাল চত্বরে। জনতার রুদ্রমূর্তি দেখে কাচ ভাঙা গাড়ি নিয়ে বিএসফ জওয়ানেরা হাসপাতাল চত্বর ছেড়ে থানায় চলে যান। উত্তেজনার খবর পেয়ে থানার আইসির নেতৃত্বে পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়। উদ্ধার করা হয় ইনসাস রাইফেল। বিএসএফের তরফে বালুরঘাট থানায় ঘটনা উল্লেখ করে অভিযোগ দায়ের করা হয়েছে। আইসি মনোজ চক্রবর্তী বলেন, “বিএসএফ জওয়ান কাউকে শনাক্ত করতে পারেননি। হামলায় যুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.