দলের পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা ডাকা নিয়ে তৃণমূলের জেলা সভাপতির সঙ্গে মতান্তর হওয়ায় দল থেকে ইস্তফা দিতে চাইলেন পুরুলিয়া জেলার অন্যতম সাধারণ সম্পাদক বিষ্ণুচরণ মেহেতা। রঘুনাথপুর পুরসভার পুরপ্রধান মদন বরাটের বিরুদ্ধে দুর্নীতি-সহ নানা অভিযোগে পুরসভার দলনেতা বিষ্ণুচরণবাবু-সহ পাঁচ তৃণমূল কাউন্সিলর ২৮ মে অনাস্থা প্রস্তাব আনেন। তার ভিত্তিতে আজ রঘুনাথপুরে আস্থা ভোট রয়েছে। কিন্তু সেই আস্থা ভোট ঠেকানোর জন্য দলের জেলা নেতৃত্বের সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল। শনিবার পুরুলিয়ায় দলের জেলা কার্যালয়ে কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসেন জেলা সভাপতি শান্তিরাম মাহাতো। দল সূত্রের খবর, শান্তিরামবাবু আগামী পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত অনাস্থা না ডাকার পরামর্শ দিয়ে ৬ মাস পরে পুরপ্রধান পরিবর্তন করা হবে বলে আশ্বাস দেন। কিন্তু অনাস্থায় অনড় থাকা বিষ্ণুচরণবাবুরা মদন বরাটকে অবিলম্বে সরিয়ে পুরসভার উপ পুরপ্রধান বাসুদেব তিওয়ারিকে আপাতত পুরপ্রধানের দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেন। তা খারিজ হতেই বিষ্ণুচরণবাবু লিখিত ভাবে শান্তিরামবাবুর কাছে দল থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়ে দেন। কাউন্সিলর দীনেশ শুক্লা-ও ইস্তফা দেন।
বিষ্ণুচরণবাবু বলেন, “পুরপ্রধান আস্থা ভোটের সভা ডাকার পরেও বিষয়টি মেটানোর জন্য বৈঠক ডেকে পুরপ্রধানের দুর্নীতিকে কার্যত সমর্থন করছে নেতৃত্ব। তাই দল থেকে ইস্তফা দিতে চেয়েছি।” শান্তিরামবাবু বলেন, “তাঁরা মাথাগরম করে ইস্তফা দিতে চেয়েছেন। আস্থা ভোট ও ইস্তফা নিয়ে আলোচনা চলছে।”
|
রবিবার বলরামপুরের ঘাটবেড়া এলাকায় কংগ্রেসের একটি কর্মী সম্মেলনে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় দু’পক্ষের ৬ জন জখম হয়েছেন। তাঁদের পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসা চলছে। কংগ্রেসের বলরামপুর ব্লক সভাপতি সুভাষ দাসের অভিযোগ, “তৃণমূল এই হামলা চালিয়েছে।” অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের বলরামপুর ব্লক সভাপতি সৃষ্টিধর মাহাতো।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। আহত হয়েছেন আরও তিন জন। মৃতের নাম শ্রীপতি কুমার (৪৫)। বাড়ি পুরুলিয়ার কোটশিলা থানার বড়লোলা গ্রামে। শনিবার রাতে কোটশিলা থেকে বিড়ি বোঝাই একটি পিকআপ ভ্যান বর্ধমানের গলসিতে যাচ্ছিল। বরাকর রাজ্য সড়কে, পাড়া থানার আনাড়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গাছে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান পেশায় বিড়ি শ্রমিক শ্রীপতিবাবু। আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন গাড়ির চালক-সহ গাড়িতে থাকা আরও তিনজন।
|
শনি ও রবিবার দু’দিনে দু’টি চোরাই লোহা বোঝাই গাড়ি ধরেছে নিতুড়িয়া থানার পুলিশ। গ্রেফতার হয়েছে পাঁচজন, উদ্ধার হয়েছে ১১ মেট্রিক টন চোরাই লোহা। শনিবার ধৃত একটি বেসরকারি ঠিকাদারী সংস্থার সুপারভাইজার-সহ ৩ জনকে রঘুনাথপুর আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিন জেল হাজতের নির্দেশ দেন। |