|
|
|
|
|
|
|
বাড়ছে জনসংযোগের গুরুত্ব |
ছোট ব্যবসা থেকে শুরু করে বহুজাতিক সংস্থা প্রতি ক্ষেত্রেই পাবলিক রিলেশনস বা জন-সংযোগের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বহুজাতিক সংস্থাগুলির যোগাযোগ, বিপণন বা পণ্যের প্রচার, ক্রেতার সঙ্গে সম্পর্ক, তথ্যের আদানপ্রদান এমনকী সংস্থার বিভিন্ন স্তরের কর্মীদের সঙ্গে যোগাযোগ সব ক্ষেত্রেই জনসংযোগের গুরুত্ব ক্রমবর্ধমান। ফলে প্রতিনিয়ত বাড়ছে এই ক্ষেত্রে প্রশিক্ষিত কর্মীর চাহিদা।
নয়াদিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মাস কমিউনিকেশন-এ অ্যাডভার্টাইজিং অ্যান্ড পাবলিক রিলেশনস-এ এক বছরের স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স রয়েছে। মুম্বইয়ের স্কুল অব ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন-এ অ্যাডভার্টাইজিং অ্যান্ড পাবলিক রিলেশনস-এ দু’বছরের এম এ এবং পাবলিক রিলেশনস-এ সার্টিফিকেট কোর্স পড়া যায়। সিমবায়োসিস ইনস্টিটিউট অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, পুণেতে কমিউনিকেশন ম্যানেজমেন্ট-এ দু’বছরের এম বি এ আছে। কোর্সটিতে অন্যান্য বিষয়ে ছাড়াও পাবলিক রিলেশনস, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং কর্পোরেট কমিউনিকেশনস-এ স্পেশালাইজ করা যায়। মুম্বইয়ের জেভিয়ার ইনস্টিটিউট অব কমিউনিকেশনস-এ পাবলিক রিলেশনস এবং কর্পোরেট কমিউনিকেশন-এ ডিপ্লোমা কোর্স পড়ানো হয়। এ ছাড়া, এনএসএইচএম-এ অ্যাডর্ভাটাইজিং, পি আর এবং মিডিয়া ম্যানেজমেন্ট-এ দু’বছরের পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম কোর্স আছে।
• সার্টিফিকেট, ডিপ্লোমা, স্নাতকোত্তর ডিপ্লোমা থেকে শুরু করে এম এ কোর্সও রয়েছে এই বিষয়ে।
• সাধারণত স্নাতক হওয়ার পরই জনসংযোগের বিভিন্ন কোর্স করা যায়।
• কাজের সুযোগ রয়েছে বিভিন্ন ব্যাঙ্কিং, ফিনান্স, ইনশিয়োরেন্স, বহুজাতিক তথা সংবাদ সংস্থায়।
|
|
ফোকাস
রাধাবল্লভ ভড়
শিক্ষক, যাদবপুর বিশ্ববিদ্যালয় |
|
স্নাতক স্তরে পড়ছি। ভবিষ্যতে ফরেনসিক সায়েন্স বা ক্রিমিনোলজি নিয়ে পড়তে চাই। কোথায় পড়া যাবে? কী ধরনের কোর্স আছে? এর পর কাজের সুযোগ কেমন? সংযুক্তা পাল, আসানসোল
ক্রিমিনোলজি এবং ফরেনসিক সায়েন্স যে সমস্ত প্রতিষ্ঠানে পড়ানো হয়, তাদের মধ্যে প্রথমেই রয়েছে দিল্লির লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্রিমিনোলজি অ্যান্ড ফরেনসিক সায়েন্স (http://www.nicfs.nic.in)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন এই প্রতিষ্ঠানে ক্রিমিনোলজিতে এম এ এবং ফরেনসিক সায়েন্সে এম এসসি পড়ানো হয়। এর পর এখানে গবেষণারও সুযোগ রয়েছে। এখানে পুলিশ, বিচার এবং সংশোধনাগারে কর্মরত অফিসারদেরও ট্রেনিং কোর্স রয়েছে। গুজরাত ফরেনসিক সায়েন্সেস ইউনিভার্সিটি (www.gfsu.edu.in)-তে ফরেনসিক সায়েন্স, কম্পিউটার ফরেনসিক, ক্রাইম সিন ম্যানেজমেন্ট প্রভৃতি বিষয়ে ডিগ্রি, ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্স রয়েছে। এ ছাড়া, নাগাল্যান্ড ওপেন ইউনিভার্সিটি (http://nagaland.net.in/co/urseshtm)-তে ফরেনসিক সায়েন্স এবং ক্রিমিনোলজিতে এম এসসি পড়ানো হয়। কোর্স দু’টিই ২ বছরের। ক্রিমিনাল সাইকলজিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পড়ানো হয় অ্যামিটি ইনস্টিটিউট অব সাইকলজি অ্যান্ড এলায়েড সায়েন্সেস-এ (http://www.amity.edu/aips/)। ক্রিমিনোলজিতে মাস্টার্স কোর্স রয়েছে ডক্টর হরিসিং গৌর ইউনিভার্সিটি (www.dhsgsu.ac.in)। এ ছাড়া, মুম্বইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজ (www.xaviers.edu)-এ এবং পঞ্জাব ইউনিভার্সিটিতে (http://www.universitypunjabi.org)
ফরেনসিক সায়েন্সে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স রয়েছে।
ফরেনসিক সাইকলজি, ক্রিমিনাল সাইকলজি, ফরেনসিক মেন্টাল হেলথ, ফরেনসিক সাইকিয়াট্রি, ক্রিমিনাল বিহেভিয়ার প্রভৃতি বিষয়ের বিশেষজ্ঞ হিসেবে কাজ পাওয়া যায়। ভবিষ্যতে গ্র্যাজুয়েশনের পর চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়তে চাই। এর জন্য কী করতে হয়? কাজের সুযোগ কেমন?
শুভ গুপ্ত, হুগলি
গ্র্যাজুয়েশনের পর চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়তে চাইলে প্রথমেই কমন প্রফিসিয়েন্সি টেস্ট বা ‘সি পি টি’ দিতে হবে। এটি উচ্চ মাধ্যমিক পাশ করেও দেওয়া যায়। দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়া (www.icai.org)-র পূর্বাঞ্চলের শাখাটির অফিস রয়েছে কলকাতার ৭নং রাসেল স্ট্রিটে। নাম ইস্টার্ন ইন্ডিয়া রিজিয়নাল কাউন্সিল (www.eircical.org)। ইনস্টিটিউটে রেজিস্ট্রেশনের ৬ মাসের মধ্যেই সি পি টি-তে বসতে হবে। এটি পাশ করার পরের ধাপ হল ইন্টিগ্রেটেড প্রফেশনাল কম্পিটেন্স কোর্স বা আই পি সি সি-র পরীক্ষা। এই পরীক্ষায় দু’টি গ্রুপে মোট ৭টি পেপারের পরীক্ষা হয়। প্রথম গ্রুপে ৪টি এবং দ্বিতীয় গ্রুপে ৩টি পেপার থাকে। প্রথম গ্রুপে পাশ করার পর ৩ বছরের আর্টিক্লশিপ করতে হবে এবং এটি শেষ হওয়ার ৬ মাস আগে ফাইনাল পরীক্ষায় বসা যায়। আই পি সি সি-র রেজিস্ট্রেশনের ৯ মাস পর গ্রুপ দু’টির পরীক্ষায় বসা যায়। ফাইনাল পরীক্ষার দু’টি গ্রুপে মোট ৮টি পেপার থাকে। ফাইনাল পাশ করার পর ১৫ দিনের একটি জেনারেল ম্যানেজমেন্ট অ্যান্ড কমিউনিকেশন স্কিল-এর কোর্স করে আই সি এ আই-এর সদস্য-পদের জন্য ফর্ম জমা করতে হয়। বর্তমানে ফিনান্স, অডিট, কোম্পানি ল’ অ্যান্ড ট্যাক্স প্রভৃতি ক্ষেত্র ছাড়াও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রেও প্রচুর কাজের সুযোগ রয়েছে।
ইনস্ট্রুমেন্টেশন সায়েন্স নিয়ে পড়তে চাই। কোথায় পড়া যাবে? উচ্চশিক্ষার সুযোগ কেমন?
রথীন সেন, হাবড়া
রাজ্যে এখনও পর্যন্ত স্নাতক স্তরে বিষয়টি পড়ানো হয় না। ইনস্ট্রুমেন্টেশন সায়েন্স বি এসসি স্তরে না থাকলেও বি টেক স্তরে পশ্চিমবঙ্গেই পড়ানো হয়। সর্বভারতীয় স্তরে এই বিষয়ে বি এসসি পড়ানো হয় দিল্লি বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের মতো বেশ কিছু প্রতিষ্ঠানে। আই আই টি-গুলিতে এই বিষয়টি টেকনলজির বিষয় হিসেবে পড়ানো হয়। রাজ্যে একমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়েই এই বিষয়ে এম এসসি পড়ানো হয়। ফিজিক্স, ইলেকট্রনিক্স এবং কেমিস্ট্রি অনার্সের ছাত্রছাত্রীরা এম এসসি-র জন্য আবেদন করতে পারে। এই বিষয়ে এম এসসি পড়ে ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং-এ এম ই/ এম টেক পড়া যায়। এ ছাড়া, মেটিরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ন্যানোটেকনলজি মতো বিষয় নিয়েও পড়া যায়। এই বিষয়ে সরাসরি ‘নেট’ ও ‘গেট’ দেওয়া যায় না। ফিজিক্যাল সায়েন্সে ‘নেট’ দেওয়া যায়; ‘গেট’ দেওয়া যায় ফিজিক্স, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন টেকনলজি ইত্যাদি বিষয়ে।
|
|
দেশের ভিতরে পড়াশোনা, ট্রেনিং-এর নানান সুযোগসুবিধের
বিষয় জানানো
হবে এই কলামে। এ বিষয়ে প্রশ্ন পাঠাও।
খামের উপর লেখো:
হোম পেজ, প্রস্তুতি,
আনন্দবাজার পত্রিকা,
এ বি পি প্রাঃ লিঃ,
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা ৭০০ ০০১ |
|
|
|
|
|
|