ফেলে যাওয়া টাকা ফেরালেন যুবক |
এক ব্যক্তির ফেলে যাওয়া প্রায় ২ লক্ষ টাকা ভর্তি ব্যাগ ফিরিয়ে দিলেন গোবরডাঙা রেল স্টেশন সংলগ্ন একটি মোবাইলের দোকানের মালিক সোমেন পাল। গাইঘাটার সুটিয়ার বাসিন্দা দীপায়ন প্রধান এক আত্মীয়ের মেয়ের বিয়ের জন্য ব্যাঙ্ক থেকে শনিবার ওই টাকা তোলার পরে মোবাইল ফোন ‘রিচার্জ’ করতে সোমেনের দোকানে ঢোকেন। কিন্তু বেরোনোর সময়ে ব্যাগটি ভুলে যান। পরে বাড়ি ফিরে ব্যাগের দুশ্চিন্তায় ডুবে যান। তখনই সোমেনের ফোনে জানতে পারেন ব্যাগটি তাঁর কাছে আছে। বিকেলে গিয়ে টাকা ভর্তি ব্যাগটি তিনি নিয়ে আসেন। স্বস্তি নামে প্রধান পরিবারে। দীপায়নবাবু বলেন, “রাস্তায় পরিচিত এক জনকে দেখে মোবাইলের দোকান থেকে দ্রুত বেরিয়ে যাই। ব্যাগটি নিতে ভুলে যাই। ভেবেছিলাম হয়তো টাকাটা আর পাব না। ওই যুবকের কাছে আমরা কৃতজ্ঞ।’’ সোমেন স্থানীয় সরকারপাড়ার বাসিন্দা। তিনি বলেন, “আমার টাকাও তো হারাতে পারত। সে কারণেই দীপায়নবাবুকে ডেকে দিয়ে দিই।”
|
গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। রবিবার ভোরে কুলপির হেলেগাছি মোড়ের কাছে ১১৭ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। মৃতের নাম উত্তম মণ্ডল (৩৬)। বাড়ি স্থানীয় চাকুন্দবেড়িয়া গ্রামে। পুলিশ জানায়, এ দিন ভোরে হেঁটে যাচ্ছিলেন উত্তমবাবু। সে সময়ে ডায়মন্ড হারবার থেকে কাকদ্বীপগামী একটি ছোট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তমবাবুকে ধাক্কা দেয়। কুলপি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
|
আগ্নেয়াস্ত্র-সহ ধৃত বাগদায় |
আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বাগদা থানার পুলিশ শনিবার রাতে স্থানীয় নাটাবেড়িয়া বাজার থেকে কৃষ্ণধন রায় নামে ওই ব্যক্তিকে ধরে। তার বাড়ি স্থানীয় আশ্রমপাড়ায়। পুলিশ জানায়, ধৃতের কাছ থেকে আমেরিকায় তৈরি একটি পিস্তল এবং ২ রাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয়েছে। আগ্নেয়াস্ত্রটি তাঁর কাছে কী ভাবে এল, তা জানতে তদন্ত হচ্ছে।
|
৫০ বছর পূর্তি উপলক্ষে বনগাঁর বাবুল স্মৃতি ব্যায়ামাগারের চার দিনের ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হল রবিবার। রোড রেস, নৃত্য, ক্যুইজ, সংবাদপাঠ, গান, যেমন খুশি সাজো-সহ বিভিন্ন প্রতিযোগিতা হয়। রবিবার আমন্ত্রিত শিল্পীদের নিয়ে গানের আয়োজন করা হয়েছিল।
|
রবীন্দ্র-নজরুল স্মরণ বাগদায় |
সম্প্রতি বাগদার নাটাবেড়িয়ায় সত্যগুহ স্মৃতি সাধারণ পাঠাগারের পক্ষ থেকে রবীন্দ্রনাথ এবং কাজি নজরুলকে স্মরণ করা হল। রবীন্দ্র-নজরুলের ছবিতে মালা পরিয়ে অনুষ্ঠান শুরু হয়। সঙ্গীত, আলোচনা, নাচ, আবৃত্তি পরিবেশন করা হয়।
|
সোদপুরের বারোমন্দির ঘাটে শনিবার স্নান করতে নেমে যে তিন যুবক তলিয়ে গিয়েছিলেন, তাঁদের মধ্যে ধ্রুবজ্যোতি এবং অসীমের দেহ উদ্ধার হল। পুলিশ জানায়, রবিবার দুপুরে মহোৎসবতলা ঘাটের কাছে দেহ দু’টি ভাসতে দেখা যায়। শুভ্রজ্যোতির খোঁজে ডুবুরি নামানো হলেও তাঁর দেহ মেলেনি। উল্লেখ্য, শনিবার দুপুরে ধ্রুবজ্যোতি, তাঁর ভাই শুভ্রজ্যোতি এবং অসীম গঙ্গায় স্নান করতে যান। সে সময়ে গঙ্গায় জোয়ার আসছিল। সাঁতার না জানায় স্রোতের টানে ভেসে যান ধ্রুবজ্যোতি এবং শুভ্রজ্যোতি। তাঁদের বাঁচাতে গিয়ে তলিয়ে যান অসীমও। |