দুষ্কৃতীদের ছোড়া বোমায় মৃত্যু হয়েছে বাসু রায় (৩২) নামে এক ব্যক্তির। কাবির শেখ নামে আরও এক জনকে আশঙ্কাজনক অবস্থায় বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রবিবার রাতে বহরমপুরের রাঙামাটি চাঁদপাড়ার যদুপুরের ঘটনা। বহরমপুর থানার আইসি বলেন, “দুষ্কৃতীদের বোমার আঘাতে ঘটনাস্থলেই মারা যান এক জন। অন্য এক জনকে আশঙ্কাজনক অবস্থায় বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে ব্যক্তিগত আক্রোশ থেকেই ওই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। ঘটনার তদন্ত চলছে। ওই ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।” পুলিশ ও প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, এ দিন রাত ৮টা নাগাদ যদুপুর মোড়ে চায়ের দোকানে বসেছিলেন বাসুবাবু ও কাবির শেখ। কয়েক জন দুষ্কৃতী মোটরবাইকে চড়ে এসে কাবির শেখকে লক্ষ করে আচমকা বোমা ছুড়তে থাকে। বোমার আঘাতেই ঘটনাস্থলেই মারা যান বেলপুকুরের বাসিন্দা বাসু রায়। গুরুতর জখম হন যদুপুরের কাবির শেখ। দুষ্কৃতীরা ৫টি বোমা ছোড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। স্থানীয় বাসিন্দা তথা জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বাণী ইসরাইল বলেন, “এই ধরণের ঘটনা বাঞ্ছনীয় নয়। আইনশৃঙ্খলার অবনতি রুখতে প্রকৃত দোষীদের গ্রেফতার করে পুলিশ প্রশাসনকে উপযুক্ত শাস্তির বন্দোবস্ত করতে হবে।” |