এক সেকেন্ডও জোট সরকারে থাকা উচিত নয়, মত অধীরের
মুর্শিদাবাদের শেরপুরে কংগ্রেসের এক কর্মী সম্মেলনে তৃণমূলের নাম উচ্চারণ না করে জেলা কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, “৩৪ বছরের শাসনের শেষের দিকে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে সংগঠন ধরে রাখতে চেয়েছিল সিপিএম। কিন্তু তারা তা পারেনি। আর এরা প্রথম থেকেই ওই কাজ শুরু করেছে। পুলিশ প্রশাসনকে ব্যবহার করে জেলা কংগ্রেসকে দুর্বল করতে চাইছে।” এই দিন ওই সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ও। প্রণববাবু এখানে বক্তব্য রেখে চলে যাওয়ার পরে বক্তৃতা দিতে ওঠেন অধীর।
নিজস্ব চিত্র
অধীরের কথায়, “হাইকমান্ডের নির্দেশে জোট সরকারকে সমর্থন করছি। তবে কেউ যদি আমার ব্যক্তিগত মতামত জানতে চায়, তাহলে বলবকংগ্রেসের এই জোট সরকারের শরিক থাকা এক সেকেন্ডও উচিত নয়।” তাঁর অভিযোগ, “পঞ্চায়েত ভোটের আগে সিপিএমের কায়দায় খড়গ্রাম, বড়ঞা, কান্দি, রেজিনগর, বেলডাঙা-সহ বিভিন্ন এলাকায় পুলিশ ও মস্তানকে কাজে লাগিয়ে কংগ্রেস কর্মীদের উপর অত্যাচার শুরু করেছে তারা। এমন ঘটনা বন্ধ না হলে থানা ঘেরাও করতে কংগ্রেস পিছু হঠবে না।”
তবে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ আলি অধীরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন, “যত দূর জানি মুর্শিদাবাদে কংগ্রেসের বিধায়ক সংখ্যা রাজ্যের মোট কংগ্রেস বিধায়ক সংখ্যার এক তৃতীয়ংশ। সেক্ষেত্রে কংগ্রেস থেকে বেরিয়ে অধীর চৌধুরীর উচিত সরকার থেকে সমর্থন তুলে নেওয়া। এতে কংগ্রেসের সদস্য পদ খোয়ানোর ভয় থাকবে না, তেমনই আগামী দিন নিজেদের শক্তি যাচাইয়েরও সুযোগ থাকবে। আমরাও দেখব মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন ছাড়া ক’জন বিধায়ক নির্বাচিত হতে পারেন। এ ভাবে ভাবের ঘরে চুরি করা যায় না!”
মুর্শিদাবাদে তৃণমূলের একমাত্র বিধায়ক মৎস্য দফতরের প্রতিমন্ত্রী সুব্রত সাহা বলেন, “সিপিএমের কাছাকাছি থাকলে এরকমটাই মনে হবে। তবে সনিয়া গাঁধী বিলক্ষণ জানেন, এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লে কংগ্রেসের কী হাল হবে! তাই এখানে কারও ব্যক্তিগত মতামত মূল্যহীন।”

বিদেশে রাখা সব টাকা ‘কালো’ নয়: প্রণব
খড়গ্রামে দলীয় বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়, পাশে অধীর চৌধুরী। ছবি: পিটিআই
কালো টাকা এবং পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে সমালোচকদের এক হাত নিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব
মুখোপাধ্যায়। রবিবার মুর্শিদাবাদের শেরপুরে এক অনুষ্ঠানে তিনি রীতিমতো কটাক্ষের সুরে জানান, পেট্রোল-ডিজেলের দাম বাড়লেই যে বিরোধীরা হইচই শুরু দেন, তাঁরাই এক দশকেরও বেশি সময় ধরে রেশনে বিলি হওয়া চাল-গমের দাম না বাড়লে কোনও মন্তব্য করেন না। ওই অনুষ্ঠানেই কালো টাকা প্রসঙ্গে রামদেব ও তাঁর সঙ্গীদের নাম না করে প্রণববাবু বলেন, “শুধু কালো টাকা নিয়ে ‘গেল গেল’ রব তুললেই হবে না।” বিদেশে গচ্ছিত সব টাকাই ‘কালো নয়’ বলেও মন্তব্য করেন তিনি। তাঁর যুক্তি, অনেক সময়েই ব্যবসায়ী বা শিল্পোদ্যোগীরা বিদেশি ব্যাঙ্কে টাকা রাখেন। তাকে কখনওই নির্বিচারে ‘কালো’ তকমা দেওয়া যায় না।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.