টুকরো খবর |
শিলিগুড়ি থেকে ধৃত স্ত্রী খুনে অভিযুক্ত |
নিজস্ব সংবাদদাতা • নবদ্বীপ |
স্ত্রীকে খুনের অভিযোগে শনিবার প্রমোদ সরকার নামে এক ব্যক্তিকে শিলিগুড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। ২০১১ সালের ১৫ অগস্ট থেকে নিখোঁজ ছিলেন নবদ্বীপের মহীশুরা পঞ্চায়েতের ঘোষপাড়ার বাসিন্দা প্রমোদের স্ত্রী কাঞ্চন সরকার (৪০)। পরের দিনই কাঞ্চনদেবীর ছেলে বাবু সরকার পুলিশের কাছে প্রমোদের নামে খুনের অভিযোগ দায়ের করেন। ফেরার ছিল প্রমোদ। ১৭ অগস্ট বাড়ির পিছনের বাঁশবাগান থেকে কাঞ্চনদেবীর মৃতদেহ উদ্ধার হয়। দশ মাস পরে গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ির কাওয়াখালি থেকে প্রমোদকে গ্রেফতার করে নবদ্বীপ থানার পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় তার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে পুলিশ। নবদ্বীপ থানার আইসি শঙ্করকুমার রায় বলেন, “শনিবারই ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। ট্রানজিট রিমান্ডে সেখান থেকে তাকে রবিবার নবদ্বীপে আনা হয়েছে। সোমবার তাকে নবদ্বীপ আদালতে তোলা হবে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়িতে গিয়ে প্রমোদ নতুন করে কাঠের ব্যবসা শুরু করে। দ্বিতীয়বার বিয়েও করেছে। প্রমোদ অবশ্য জেরায় স্ত্রীকে খুনের কথা স্বীকার করেছে। জলে ডুবিয়ে স্ত্রীকে তিনি খুন করেছেন বলে পুলিশকে জানিয়েছে প্রমোদ। বাবু সরকার বলেন, “বাবা প্রতিদিনই মদ খেয়ে বাড়ি ফিরত। মাকে বেধড়ক মারধর করত রোজই। আমি চাই বাবা শাস্তি পাক।”
|
অভাবের সঙ্গে লড়াই করে সফল শ্রেয়া |
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
বই কেনার টাকা নেই। শ্রেয়ার ভরসা শুধু লাইব্রেরির বই। বিজ্ঞানের জন্য এক জন গৃহশিক্ষক ছিল। আর বাকি বিষয়গুলো পড়তে পাড়ার দাদা-কাকারাই সাহায্য করেছে। মাধ্যমিকে ৬২৭ পেয়েছে লালবাগ এমএমসি গার্লস হাইস্কুলের ছাত্রী শ্রেয়া মণ্ডল। বাবা আশিসকুমার মণ্ডল একটি ঠিকাদার সংস্থার স্টোরকিপার। যা আয় হয় তাতে মেয়েকে পড়ানো তো দূরের কথা, সংসার চালাতেই হিমসিম খেতে হয় তাঁকে। আত্মীয়-স্বজনের আর্থিক সহায়তায় কোনও প্রকারে চলে অভাবের সংসার। শ্রেয়ার কথায়, “লাইব্রেরির বই রেখে পড়ার অনুমতি দিয়েছিলেন প্রধান শিক্ষিকা সোমালি চট্টোপাধ্যায়। ওই বই পড়েই পরীক্ষা দিয়েছি। জয়েন্ট এন্ট্রান্স দেওয়ার ইচ্ছে আছে। সুযোগ পেলে গবেষণা করারও ইচ্ছে রয়েছে।”
|
মহিলার মৃত্যু, ধৃত শাশুড়ি |
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
এক মহিলাকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগে তাঁর শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতের নাম ডলি বিবি (২৬)। রবিবার সকালে বেলডাঙার দেবকুণ্ডু এলাকায় শ্বশুরবাড়ি থেকে তাঁর মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, শ্বাসরোধ করে তাঁকে খুন করা হয়েছে। এই ঘটনায় ডলির শাশুড়ি হাসেবা বিবিকে গ্রেফতার করেছে পুলিশ। ডলির বাবা রহেদ শেখ হাসিবা বিবি-সহ ডলির শ্বশুরবাড়ির পাঁচ জনের নামে পুলিশের কাছে খুনের অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অবশ্য জানিয়েছে, ডলির স্বামী দিন মহম্মদ ফেরিওলার কাজ করেন। গত এগারো দিন ধরে তিনি শিলিগুড়িতে রয়েছেন। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
|
দোকানে চুরি, আটক তিন |
নিজস্ব সংবাদদাতা • পলাশি |
দু’টি দোকানে দরজা ভেঙে চুরির অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ। রবিবার ভোরে কালীগঞ্জের পলাশি রেল বাজার সংলগ্ন একটি মোবাইল ও একটি কম্পিউটারের দোকানে তালা ভেঙে একাধিক মোবাইল চুরি হয়। পাশের একটি ছোট হোটেলের তালাও ভাঙার চেষ্টা করে দুষ্কৃতীরা। তবে এলাকার বাসিন্দারা তাদের ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ জানিয়েছে, তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
|
মমতাকে কটাক্ষ |
নিজস্ব সংবাদদাতা • ফরাক্কা |
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করলেন বিশ্ব হিন্দু পরিষদের কার্যকরী সভাপতি প্রবীণ তোগাড়িয়া। রবিবার ফরাক্কার একটি সভায় তিনি বলেন, “একাধিক ধর্ষণের ঘটনায় মুখ্যমন্ত্রীর দায়িত্ব দুষ্কৃতীদের শাস্তি দেওয়া। অথচ তিনি বলছেন সব সাজানো। এ কেমন সরকার?” |
বাজ পড়ে মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা, রানাঘাট |
বাজ পড়ে মৃত্যু হয়েছে জোৎস্না বিশ্বাস (৬০) নামে এক বৃদ্ধার। শনিবার ধানতলার বেলেহাটি গ্রামের ঘটনা। খেত থেকে বাড়ি ফেরার সময়ে বজ্রাঘাতে তার মৃত্যু হয়।
|
খো খো প্রতিযোগিতা |
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
রাজ্য খো খো সংস্থার পরিচালনায় রানাঘাটে হয়ে গেল ৫৫তম খো খো প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ২০টি দল যোগ দেয়। পুরুষ ও মহিলা উভয় বিঙাগে জয়ী হয়েছে হুগলি।
|
সংবর্ধনা সভা |
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
৭৫ জন কৃতী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীকে সংবর্ধনা দিল আইএনটিটিইউসি। রবিবার তাহেরপুরের বীরনগরের ওই সংবর্ধনা সভায় একটি আলোচনা চক্রেরও আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক আবির রঞ্জন বিশ্বাস-সহ বিশিষ্টেরা।
|
স্বাধীনতা-যোদ্ধার জীবনাবসান |
নিজস্ব সংবাদদাতা • কল্যাণী |
স্বাধীনতা সংগ্রামী অরবিন্দ দত্ত (৯২)-এর জীবনাবসান হয়েছে। গত ৩১ মে তিনি কল্যাণীর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অরবিন্দবাবু বিপত্নীক ছিলেন। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে আছেন।
|
জয়ী বারাসত |
ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে রানাঘাটে হয়ে গেল অনূর্ধ্ব ১২ ক্রিকেট প্রতিযোগিতা। ১২টি দল এই প্রতিযোগিতায় যোগ দেয়। ইছাপুর নবাবগঞ্জ শিশির দাস ক্রিকেট কোচিং ও বারাসত সুভাষ ইনস্টিটিউটের মধ্যে ফাইনালে জয়ী হয় বারাসত। গত ২৭ মে-র ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়। |
|