|
|
|
|
বিশ্বরেকর্ড ও ভিভ-বিতর্ক |
সংবাদসংস্থা • এজবাস্টন |
প্রথম দু’দিন বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর মনে হয়েছিল, ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় টেস্ট বুঝি ম্যাড়ম্যাড়ে ভাবে শেষ হবে। কিন্তু চতুর্থ দিন একই সঙ্গে দেখা গেল, বিশ্বরেকর্ড ও বিতর্ক। এগারো নম্বর ব্যাটসম্যান হিসাবে টেস্টে সর্বোচ্চ রান করে রেকর্ড করলেন ওয়েস্ট ইন্ডিজের টিনো বেস্ট। আবার সেঞ্চুরির পর ভিভ রিচার্ডসকে এক হাত নিয়ে বিতর্কে জড়ালেন দীনেশ রামদিন। |
|
ভিভকে রামদিনের বার্তা। ছবি: এপি |
মাত্র পাঁচ রানের জন্য সেঞ্চুরি পাননি বেস্ট। তবে বিশ্বরেকর্ডটা করে গেলেন ওয়েস্ট ইন্ডিয়ান পেসার। এর আগে এগারো নম্বরে নেমে টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড ছিল জাহির খানের। আট বছর আগে বাংলাদেশের বিরুদ্ধে ৭৫ করেন ভারতীয় পেসার। এ দিন ওয়েস্ট ইন্ডিজকে ৪২৬ রানের ভদ্রস্থ স্কোরে নিয়ে গেলেন বেস্ট (৯৫) এবং রামদিন (১০৭ নটআউট)।
তবে বেস্টের রেকর্ডের আগে দর্শকরা বিতর্কের সাক্ষী থেকে গিয়েছেন। সেঞ্চুরি করে ভিভ রিচার্ডসকে অভিনব ভাবে একহাত নিলেন রামদিন। চলতি সিরিজে রামদিনের খারাপ ফর্মের সমালোচনা করেছিলেন ভিভ। আজ দেখা গেল, সেঞ্চুরির পর হঠাৎ পকেট থেকে একটা কাগজ বার করে বিবিসি কমেন্ট্রি বক্সের দিকে দেখাচ্ছেন রামদিন। যেখানে বসে ভিভ ধারাভাষ্য দিচ্ছিলেন। কাগজে লেখা ছিল: ‘ইয়া ভিভ টক নাহ’। পরে ভিভ বলেন, “অমি যদি রামদিনকে সেঞ্চুরি করতে অনুপ্রাণিত করে থাকি, তবে ভালই তো।” |
|
|
|
|
|