নাদাল ২-১ সেটে এগিয়ে, অসমাপ্ত ফাইনাল আজ |
নিজস্ব প্রতিবেদন |
সোমবারের প্যারিসে দুপুর একটা পর্যন্ত (ভারতীয় সময় বিকেল সাড়ে চারটে) অনুপযুক্ত ক্লে কোর্টের কারণে স্থগিত ফরাসি ওপেন ফাইনালে নোভাক জকোভিচের বিরুদ্ধে রাফায়েল নাদাল ৬-৪, ৬-৩, ২-৬, ১-২ এগিয়ে।
কিন্তু এটা তো রোলাঁ গারোর ফিলিপ শাঁতিয়ের কোর্টের নিছক স্কোরলাইন। বৃষ্টিতে আরও লালচে দেখানো সুরকির কোর্টের নীচে লুকিয়ে থাকা রহস্যটাই আসল। ম্যাচ রবিবারের মতো স্থগিত থাকার সময় মানসিক ভাবে এগিয়ে কোন মহাপ্রতিদ্বন্দ্বী? নাদালকে প্রথম দু’সেটে যেমন অপ্রতিরোধ্য দেখাচ্ছিল, শেষ ৯টা গেমে তেমনই ভয়ঙ্কর দেখিয়েছে জকোভিচকে। তৃতীয় সেটের গোড়ায় ০-২ গেমে পিছিয়ে পড়া অবধি নেতিয়ে থাকা শরীরী ভাষাটাই ততক্ষণে উধাও। টাট্টু ঘোড়ার মতো টগবগে তিনি। সোমবার কি সেই মেজাজেই ‘জোকার’ পুনর্আবির্ভূত হবেন? নাকি চিরলড়াকু রাফা সাময়িক ম্লান ভাব মুছে ফেলে চূড়ান্ত জ্বলে উঠবেন? |
|
|
যুযুধান: রোলাঁ গারোয় জকোভিচ-নাদাল। |
|
এক জনের সামনে টেনিস কিংবদন্তি রড লেভারের ৪৩ বছর পরে একসঙ্গে চারটে গ্র্যান্ড স্লামই নিজের ঝুলিতে পোরার সুযোগ। অন্য জনের সামনে সপ্তম বার ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হয়ে আর এক টেনিস কিংবদন্তি বিয়র্ন বর্গের সর্বাধিক ৬ বার রোলাঁ গারোয় খেতাব জয়ের রেকর্ড ভাঙার সুযোগ।
প্যারিসের গ্র্যান্ড স্লাম ফাইনালের প্রথম দুটো সেট শেষ হওয়ার পরে মনে হয়েছিল লেভারের চাপ সামলাতে ব্যর্থ জকোভিচ। বর্গের চাপ সহজে সামলে নিচ্ছেন নাদাল। রোলাঁ গারোয় খেলা যাঁর কাছে নিজের ড্রইংরুমে টেনিস খেলার মতোই জলভাত, সেই ‘কিং অব ক্লে’ নাদাল তখন এগিয়ে ৬-৪, ৬-৩। সব মিলিয়ে জকোভিচের ৬ বার সার্ভিস ভেঙেছেন নাদাল। কিন্তু তার পরেই ছবিটা পালটে গেল আচম্বিত। বৃষ্টিতে ম্যাচ সাময়িক বন্ধ থাকার পর লকাররুম থেকে কোর্টে ফিরেই দ্বিতীয় সেট জিতেছিলেন নাদাল। কিন্তু একইসঙ্গে হয়তো অশনিসংকেতও দেখতে পেয়েছিলেন। |
|
যুদ্ধবিরতি। রবিবার রোলাঁ গারোয়। |
কারণ হালকা বৃষ্টিতে ততক্ষণে ক্লে কোর্ট প্রায় হার্ডকোর্টে রূপান্তরিত হয়ে জকোভিচের সুবিধে করে দিতে শুরু করেছে। বল তাড়াতাড়ি যাচ্ছে। পেস বেড়ে গেছে। এবং তার সুযোগ সুদেআসলে নিয়ে জকোভিচ টানা ৬টা গেম জিতে তৃতীয় সেট ০-২ থেকে নিয়ে নেন ৬-২-এ। এমনকী টানা ৮ গেম জিতে চতুর্থ সেটেও ২-০ এগিয়ে যান। যে দুটো গেম ওই সময় ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। ১-২ হওয়ার পর ম্যাচ দ্বিতীয় বার সাময়িক স্থগিত রাখেন চেয়ার আম্পায়ার। কোর্ট বেশি পিচ্ছিল হয়ে পড়ার কারণে। নাদাল যদিও তৃতীয় সেটে নিজে পিছিয়ে পড়ার সময় থেকেই কোর্টের অবস্থা বারবার উল্লেখ করে চেয়ার আম্পায়ারের কাছে ম্যাচ থামিয়ে দেওয়ার অনুরোধ করছিলেন। শেষ পর্যন্ত টেনিসদেবতা তাঁর প্রতিই সদয় হলেন। সোমবারে ম্যাচ গড়াল। |
|