|
|
|
|
শতাধিকের নম্বর কম বাংলায় |
পুনর্মূল্যায়নে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চান অভিভাবকেরা |
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
উচ্চ মাধ্যমিক পাশ মেধাবী পরীক্ষার্থীদের বাংলায় অস্বাভাবিক কম নম্বর পাওয়ার অভিযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকেরা রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাই স্কুলের ঘটনা। এ বারের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর ওই স্কুলের শতাধিক ছাত্রের মার্কশিট পর্যালোচনা করে অভিভাবকদের পাশাপাশি স্কুল কর্তৃপক্ষও অবাক হয়েছেন। বিজ্ঞান-সহ অন্যান্য বিষয়ে যে সমস্ত ছাত্র গড়ে ৮০-৯০ শতাংশ নম্বর পেয়েছেন, বাংলা বিষয়ে তাঁদের প্রাপ্ত নম্বর এসেছে মাত্র ৩০-৪৭ নম্বর। পড়ুয়াদের ওই নম্বরে কোনও সামঞ্জস্য খুঁজে না পেয়ে অভিভাবকেরা তথ্য জানার অধিকার আইনের দ্বারস্থ হয়ে বাংলা খাতার প্রশ্ন ভিত্তিক নম্বর দেখতে চেয়ে পুনর্মূল্যায়নের দাবিতে সরব হয়েছেন। শুক্রবার এই দাবিতে শ’খানেক অভিভাবক একটি স্মারকলিপি স্কুলের প্রধান শিক্ষকের কাছে পেশ করেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা বিষয়টি জানিয়ে ব্যবস্থা নিতে আবেদন করেছেন। হাই স্কুলের প্রধান শিক্ষক নারায়ণ কুন্ডু বলেন, “পরীক্ষা করে দেখেছি মোট ১০৭ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ক্ষেত্রে বাংলায় অত্যন্ত কম নম্বর এসেছে, যা আমাদের কাছে অস্বাভাবিক ঠেকেছে। অথচ ওই পড়ুয়ারা টেস্ট পরীক্ষায় বাংলা বিষয়ে অনেক বেশি নম্বর পেয়েছেন। অন্য বিষয়ে ভাল নম্বর পেলেও বাংলায় অত্যন্ত কম নম্বরের দরুণ তাদের সার্বিক মেধাভিত্তিক ফলেও হেরফের ঘটে গিয়েছে।” বিষয়টি রাজ্যের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে প্রধান শিক্ষক নারায়ণবাবু জানিয়েছেন। অভিভাবকেরা বলেন, “বাংলায় অত্যন্ত কম নম্বর এসেছে। যা অপ্রত্যাশিত।” ছাত্রদের মার্কশিটে প্রাপ্ত নম্বর থেকে দেখা গিয়েছে, এই স্কুলের উচ্চ মাধ্যমিক উর্ত্তীর্ণ ছাত্র শুভম মোহান্ত ইংরাজিতে পেয়েছেন ৮৪ নম্বর। বাংলায় তার প্রাপ্ত নম্বর মাত্র ৩০। শুভম অন্য বিষয়ে ৮০ উপর নম্বর পেয়েছেন। একই ভাবে দিব্যেন্দু মজুমদার ইংরেজিতে ৮৩ পেলেও বাংলায় পেয়েছেন ৪২ নম্বর। বিজ্ঞানের ছাত্র কৌশিক বক্সির প্রতিটি বিষয়ে গড় নম্বর ৯০ শতাংশের উপরে। ইংরাজিতে তাঁর নম্বর ৮০। অথচ বাংলায় কৌশিক পেয়েছেন মাত্র ৪০ নম্বর। একই ভাবে অজয় সমাজদার সব বিষয়ে ৮০ শতাংশের উপর নম্বর পেলেও বাংলায় তার প্রাপ্ত নম্বর মাত্র ৪৭। ইংরাজিতে তিনি পেয়েছেন ৮৭ নম্বর। বালুরঘাট হাই স্কুল থেকে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ৩০০ জন। উত্তীর্ণ হয়েছেন ২৯৯ জন। স্টার পেয়েছেন ৩৭ জন। স্কুলের সর্বোচ্চ নম্বর পেয়েছে শুভম দে সরকার। তাঁর প্রাপ্ত নম্বর ৪৪১। বালুরঘাট হাই স্কুলের মতো বালুরঘাট গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা ভবানী সরকার বলেন, “একই সমস্যা আমাদের ক্ষেত্রেও হয়েছে। ছাত্রীরা অন্য সব বিষয়ে ভাল নম্বর পেলেও বাংলায় এত কম নম্বর পেয়েছে, যা অদ্ভুত ঠেকছে। অথচ ওই ছাত্রীরা প্রত্যেকে টেস্ট পরীক্ষায় বাংলায় ৮০ শতাংশের কাছাকাছি নম্বর পেয়েছিল।” |
|
|
|
|
|