আগুনে বৃহস্পতিবার সন্ধ্যায় পরপর ১৫টি বাড়ি পুড়ে গেল রাইপুরের চিরুগোড়া গ্রামে। গৃহহীন হয়ে পড়ে ১০টি পরিবার। তবে প্রাণহানি হয়নি। বাঁকুড়া থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে প্রায় প্রায় ৭ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে পুলিশ ও দমকলের অনুমান, বিদ্যুতের তার থেকে আগুনের ফুলকি ছড়িয়ে এই বিপর্যয়। মহকুমাশাসক (খাতড়া) দেবপ্রিয় বিশ্বাস বলেন, “ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আপাতত ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে।”
|
দলের কাজে সরকারি গাড়ি ব্যবহার করার অভিযোগে শুক্রবার সিপিএমের সিমলাপাল পঞ্চায়েত সমিতির সভাপতি সুবীর পাত্রের গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন তৃণমূল নেতৃত্ব। তিনি অবশ্য একটি মোটরবাইকে চেপে অফিসে চলে যান। তাঁর দাবি, “তৃণমূল রাজনৈতিক স্বার্থে মিথ্যা অভিযোগ করছে।” সিমলাপালের বিডিও সৌগত মাইতি বলেন, “গাড়িটি আমার হেফাজতে রয়েছে। অভিযোগ নিয়ে তদন্ত হচ্ছে।”
|
বধূ নির্যাতনের অভিযোগ করার পরেও পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করছে না বলে পুলিশ সুপারের দ্বারস্থ হলেন এক বধূ। মেজিয়ার নাগরডাঙার ওই বধূ পুষ্প ভাণ্ডারী শুক্রবার বাঁকুড়ার পুলিশ সুপার মুকেশ কুমারের কাছে এই আর্জি জানান। পুলিশ সুপার বলেন, “অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের সন্ধান করা হচ্ছে।”
|
ডিভিসির প্রকল্পে জমিহারাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন প্যাকেজ দেওয়ার দাবিতে বিক্ষোভ অবস্থান করল তৃণমূল। শুক্রবার নিতুড়িয়ার দুমদুমিতে ডিভিসি-র কার্যালয়ে স্মারকলিপিও দেওয়া হয়। তৃণমূলের নিতুড়িয়া ব্লক সভাপতি শান্তিভূষণ যাদব বলেন, “৫ বছর আগে জমি অধিগ্রহণ করা হলেও এখনও ক্ষতিপূরণ ও পুনর্বাসন প্যাকেজ দেওয়া হয়নি।” ডিভিসির মুখ্য বাস্তুকার জিতেন্দ্র সিংহ বলেন, “এ নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করা হয়েছে।”
|
বৃহস্পতিবার সন্ধ্যার ঝড়ে বিষ্ণুপুরের মড়ার গ্রামে উড়ে গিয়েছে হাই মাদ্রাসা স্কুলের টিনের চালা। বেঁকে পড়েছে স্কুলের কংক্রিটের দেওয়াল। বিষ্ণুপুরের বিডিও সুদীপ্ত সাঁতরা বলেন, “গরমের ছুটির মধ্যেই মেরামতের ব্যবস্থা করা হবে।” তিনি জানান, মড়ার ও বেলসুলিয়া গ্রামে ঝড়ে প্রায় ৫০টি কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। তালড্যাংরার রাজপুরেও প্রায় ১৫টি বাড়ি সম্পূর্ণ ও ৫০টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। |