সোনার দোকান থেকে নগদ টাকা ও কয়েক ভরি সোনা-রূপো লুঠ করে চম্পট দিয়েছে একদল দুষ্কৃতী। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে তেহট্টের বেতাই বাজারে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় দেড়টা নাগাদ দোকানের শাটার ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। দোকান মালিক নিরঞ্জন মান্না বলেন, ‘‘কয়েক কেজি রূপো ও কয়েক গ্রাম সোনা ছাড়াও কয়েক হাজার টাকা খোয়া গিয়েছে। রাতে থানায় ফোন করা হলে কেউ ফোন ধরেনি। আমরা পুলিশকে অভিযোগ জানিয়েছি।’’ পুলিশ জানিয়েছে, থানার টেলিফোন খারাপ থাকায় রাতে কেউ তা ধরেনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
গাড়ি উল্টে মৃত্যু হয়েছে এক কিশোরের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম চিরঞ্জিৎ মণ্ডল (১৭)। বাড়ি বহরমপুরের বানজেটিয়ার সুন্দর কলোনিতে। শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে কান্দি-কুলি রাজ্য সড়কের গোলাহাট মোড় সংলগ্ন এলাকায়। এ দিন কান্দি থেকে বীরভূমের দিকে যাওয়ার সময়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় জখম হয়েছেন রবি দাস ও অমর্ত্য সেন নামে আরও দুই যুবক। গাড়ি চালক রবি দাসকে আশঙ্কাজনক অসস্থায় বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
|
নারী শিক্ষা ও সচেতনতা বিষয়ক একটি আলোচনা সভা হয়ে গেল বৃহস্পতিবার। আয়োজক নশিপুর হাইমাদ্রাসা। বাল্যবিবাহ, নারী শিক্ষা বিষয়ক আলোচনা ছাড়াও ছিল নাটক ও প্রশ্নোত্তর। মঙ্গলবার থেকে তিন দিনের ওই অনুষ্ঠান চলেছে। ছিলেন রানিনগরের বিধায়ক কংগ্রেসের ফিরোজা বেগম, পুলিশ সুপার হুমায়ুন কবীর, ডোমকলের এসডিও প্রশান্ত অধিকারী।
|
ছ’হাজার টাকার জাল নোট-সহ কিবরিয়া শেখ নামে এক ব্যক্তিকে বৃহস্পতিবার রাতে রেজিনগর থেকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য দিকে, অস্ত্র-সহ বৃহস্পতিবার রাতে নওদার পাটিকাবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চত্বর থেকে তাজিমুদ্দিন শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে একটা পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। |