টুকরো খবর |
পশ্চিমাঞ্চল নিয়ে বৈঠক ঝাড়গ্রামে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দফতরের বিভিন্ন প্রকল্পের কাজ খতিয়ে দেখতে এ বার ঝাড়গ্রামে বৈঠক করলেন পঞ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তন্ময় মিত্র। শুক্রবার ঝাড়গ্রামে মহকুমাশাসকের দফতরের মিটিং-হলে এই বৈঠকে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের মহকুমাশাসক বাসব বন্দ্যোপাধ্যায়, জেলা পরিকল্পনা ও উন্নয়ন আধিকারিক প্রণব ঘোষ প্রমুখ। ছিলেন পঞ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের আওতাধীন এলাকার বিডিওরা। পর্ষদের বরাদ্দ অর্থে বেলপাহাড়ি, লালগড়, নয়াগ্রাম প্রভৃতি এলাকায় কী কী কাজ চলছে, কোনও সমস্যা হচ্ছে কি না, তা নিয়ে আলোচনা হয়। পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মধ্যে পশ্চিম মেদিনীপুরের ১৮টি ব্লক রয়েছে। এর মধ্যে রয়েছে ঝাড়গ্রাম মহকুমার ৮টি ব্লক। পর্ষদের কাজ খতিয়ে দেখতে বৃহস্পতিবার মেদিনীপুরে বৈঠক হয়েছিল। উপস্থিত ছিলেন পর্ষদের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মুখ্যসচিব অসিতবরণ চক্রবর্তী। এ বার ঝাড়গ্রামেও পৃথক বৈঠক হল। পর্ষদের বরাদ্দ অর্থে এই মহকুমার বিভিন্ন ব্লকে কী কী কাজ চলছে, এ ক্ষেত্রে কোনও সমস্যা রয়েছে কি না, এ দিন বিডিওদের কাছ থেকে তা জেনে নেন পর্ষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক। সেই সঙ্গে তিনি জানান, যে সব কাজ পড়ে রয়েছে, তা ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। প্রতিটি প্রকল্পে নজরদারি বাড়ানোর জন্যও বিডিওদের নির্দেশ দেওয়া হয়।
|
দখল-উচ্ছেদ ঘিরে উত্তেজনা কাঁথিতে
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
কাঁথি শহরের রসুলপুর বাসস্ট্যান্ডের কাছে একটি রায়তি জায়গা থেকে ‘বেআইনি’ দোকানঘর উচ্ছেদ ঘিরে উত্তেজনা ছড়াল শুক্রবার। কাঁথির মহকুমাশাসক সুমিত গুপ্ত, কাঁথি থানার আইসি সুব্রত বারিক-সহ মহকুমা প্রশাসন উচ্ছেদ-অভিযানে যায়। পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক কনিষ্ক পন্ডার নেতৃত্বে বেশ কিছু ব্যবসায়ী ও কংগ্রেস-কর্মীরা সে সময়ে বাধা দেওয়ার চেষ্টা করে। পুলিশ লাঠি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কনিষ্ক-সহ ১৫ জনকে গ্রেফতারও করা হয়। মহকুমাশাসকের বক্তব্য, “হাইকোর্ট ওই দোকানঘরগুলি জমি জবরদখল করে তৈরি বলে রায় দিয়েছে। দখল উচ্ছেদেরও নির্দেশ দিয়েছে। প্রশাসন সেই নির্দেশই কার্যকর করেছে। প্রশাসনের কাজে বাধাদানের অভিযোগে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।” কনিষ্ককে গ্রেফতারের প্রতিবাদে কংগ্রেসের পক্ষ থেকে সন্ধ্যায় কাঁথি শহরে একটি মিছিল বেরোয়। কণিষ্কের মুক্তির দাবিতে রাজ্যের স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় ও জেলার পুলিশ সুপার সুকেশ জৈনের কাছে আর্জি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য।
|
লরি ছিনতাইয়ে ধৃত চার দুষ্কৃতী
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
প্রায় ৩০ লক্ষ টাকার ব্যাটারি-বোঝাই লরি ছিনতাইয়ের অভিযোগে ৪ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের অপরাধ-দমন শাখা ও তমলুক থানার পুলিশ যৌথ ভাবে তল্লাশি চালিয়ে ওই দুষ্কৃতীদের গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৬ মে সন্ধ্যায় হলদিয়ার একটি কারখানা থেকে ব্যাটারি-বোঝাই লরিটি চেন্নাই রওনা দেয়। তমলুক থানার শিবতলার কাছে ৪১ নম্বর জাতীয় সড়কে গাড়িতে চেপে আসা একদল দুষ্কৃতী লরিটি আটকায় ও চালক-খালাসিকে নিজেদের গাড়িতে তোলে। ব্যাটারি-বোঝাই লরিটি ছিনতাই করে নেয় তারা। আর লরির চালক ও খালাসিকে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় নিয়ে গিয়ে ছেড়ে দেয়। তদন্তে নেমে পুলিশ হাওড়ার জগাছা থেকে ছিনতাই হওয়া লরিটি উদ্ধার করে। বৃহস্পতিবার রাতে ওই ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে অমিত সিংহ, ইসমাইল শাহ, শেখ কালাম ও দিলীপ সিংহ নামে ৪ দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ।
|
তফসিলি পড়ুয়াদের নিখরচায় কম্পিউটর প্রশিক্ষণের উদ্যোগ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
রাজ্য সরকারের উদ্যোগে তফসিলি জাতি-উপজাতিভুক্ত ছাত্রছাত্রীদের নিখরচায় কম্পিউটর প্রশিক্ষণের যে প্রকল্প রয়েছে, পশ্চিম মেদিনীপুরে সে জন্য ইন্টারভিউয়ের কাজ শেষ হয়েছে। প্রায় ২৫০ জন ছাত্রছাত্রী ইন্টারভিউ দিয়েছিলেন। তাঁদের মধ্যে থেকে ১০০ জনের নাম তালিকাভুক্ত করা হবে। প্রথম ৫০ জনকে ভর্তি নেওয়া হবে। তাঁদের মধ্যে কেউ প্রশিক্ষণ না নিলে তালিকা-অনুযায়ী পর পর ছাত্রছাত্রীদের সুযোগ দেওয়া হবে। এ বছর প্রশিক্ষণ শুরু হচ্ছে চলতি মাসেই। ১৮ থেকে ৩৫ বছরের ছাত্রছাত্রীরা, যাঁদের পারিবারিক বার্ষিক আয় ২ লক্ষ টাকার কম এবং ন্যূনতম উচ্চ-মাধ্যমিক উত্তীর্ণ, তাঁরাই এই সুযোগ পাবেন। রাজ্যের ১৪টি জেলায় প্রায় ৭০০ ছাত্রছাত্রী এক বছরের এই ‘ও’ লেভেল কোর্স করার সুযোগ পাচ্ছেন। জেলায় এই প্রশিক্ষণ হবে মেদিনীপুর কলেজ কম্পিউটর সেন্টারে।
|
কিষেণজি-ঘনিষ্ঠ ধৃত জামবনিতে
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
মাওবাদী কার্যকলাপে জড়িত সন্দেহে পশ্চিম মেদিনীপুরের জামবনি থেকে এক জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত রঞ্জন টুডুর বাড়ি বিনপুরের আঁধারিয়ায়। পুলিশের দাবি, শুক্রবার পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমানায় জামবনির ওরো গ্রাম থেকে গ্রেফতার করা হয় রঞ্জনকে। ঝাড়গ্রাম পুলিশ জেলার সুপার ভারতী ঘোষ বলেন, “ধৃত ব্যক্তি মাওবাদী নেতা বিকাশের স্কোয়াডের সদস্য ছিলেন। পরে কিষেণজিরও ঘনিষ্ঠ হন।” ২০০৯ সালে জঙ্গলমহলে যখন ‘পুলিশি সন্ত্রাস বিরোধী জনগণের কমিটি’ গড়ে ওঠে, তখন সংগঠনের প্রথম সারিতে ছিলেন রঞ্জন। পরে বিকাশের নেতৃত্বাধীন বিনপুর স্কোয়াডের সদস্য হন। মাস দু’য়েক কাটিয়েছিলেন মাওবাদী শীর্ষ নেতা কিষেণজির সঙ্গেও। রঞ্জনের বিরুদ্ধে খুন, হামলা, রাষ্ট্রদ্রোহ-সহ একাধিক মামলা রয়েছে। আজ, শনিবার তাঁকে ঝাড়গ্রাম আদালতে হাজির করানো হবে। |
|