|
|
|
|
দাসপুরে দলের কোন্দল মেটাতে বৈঠক মুকুলের |
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
দাসপুরের উপ-নির্বাচনের মুখে দলীয় কোন্দল মেটাতে হস্তক্ষেপ করতে হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা রেলমন্ত্রী মুকুল রায়কে। দাসপুরের দলীয় প্রার্থীকে নিয়ে তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এসেছে আগেই। রাজ্যস্তরের একাধিক নেতা-মন্ত্রী এসে মিটমাটের চেষ্টা করলেও বিশেষ লাভ হয়নি। শুক্রবার বিকেলে গোপীগঞ্জে উপ-নির্বাচনের জন্য প্রচার-সভা করেন মুকুলবাবু। তবে দলীয় কোন্দল মেটাতে রেলমন্ত্রী বৃহস্পতিবার রাতেই আসেন ঘাটালে। দাসপুর ১ ও ২ ব্লকের দলীয় নেতাদের সঙ্গে দফায়-দফায় বৈঠক করেন। বৈঠকে ছিলেন তপন দত্ত, শ্যাম পাত্র, সুকুমার পাত্র, অরুণ মুখোপাধ্যায়দের মতো দুই ব্লকের নেতারা। বৈঠকের পরে মুকুলবাবুর অবশ্য দাবি, “কোনও কোন্দল নেই। ব্লকের নেতাদের নিয়ে বৈঠক করেছি। আর কোনও সমস্যা নেই।” উল্লেখ্য, দাসপুর বিধানসভা কেন্দ্রের প্রয়াত বিধায়ক অজিত ভুঁইয়ার স্ত্রী মমতাদেবীকে প্রার্থী হিসাবে এখনও মেনে নিতে পারেনি তৃণমূলের একাংশ। তারা প্রচারেও তেমন গা লাগাচ্ছে না বলে অভিযোগ। অথচ আগামী মঙ্গলবারই ভোট। |
|
দাসপুরে তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারসভায় কেন্দ্রীয় রেলমন্ত্রী মুকুল রায়। —নিজস্ব চিত্র। |
সিপিএম প্রার্থী এক মাস ধরে বাড়ি-বাড়ি প্রচার করছেন। সে তুলনায় তৃণমূল-প্রার্থী অনেক পরে প্রচার শুরু করেছেন। ক’দিন আগে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী প্রচারসভা করতে দাসপুরে এসেছিলেন। গোষ্ঠীকোন্দলের কারণে সেই প্রচারসভাতেও লোক হয়নি। তৃণমূলের অন্দরের খবর, রাজ্য সভাপতির কাছে সব কিছু শুনেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোলমাল মেটানোর দায়িত্ব দেন মুকুলবাবুকে।
জঙ্গলমহল-পাহাড়ের সমস্যা সমাধানে রাজ্য সরকার গত এক বছরে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে এবং সরকারের মাথার উপর ঋণের বোঝা থাকলেও উন্নয়নের গতি উত্তরোত্তর বাড়ছে দাবি করে মুকুলবাবু দাসপুরের উপ-নির্বাচনে দলীয় প্রার্থীকে জেতানোর ডাক দেন গোপীগঞ্জের সভায়। ঘাটাল-পাঁশকুড়া ৩২ কিমি রেলপথের সমীক্ষার কাজ শেষের মুখে এবং আগামী জুলাই মাসেই জমি-অধিগ্রহণের নোটিস জারি হবে বলেও জানান তিনি। তাঁর আরও বক্তব্য, “ঘাটাল-দাসপুরের বন্যা-সমস্যা সমাধানে মাস্টার-প্ল্যান রূপায়ণ নিয়েও সরকারিস্তরে ভাবনাচিন্তা চলছে।”
|
|
|
|
|
|