দক্ষিণ কলকাতা
যন্ত্রণার যাতায়াত
অটোর দাপট
রাস্তা জুড়ে অটো। রাস্তার দু’পাশে দখলদারি। আলোও কম। অভিযোগ, প্রতি দিন ব্যস্ত সময়ে গড়িয়া বাজার সংলগ্ন এলাকায় এমনই অবস্থা হয়। ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকে।
গড়িয়া মোড় থেকে বোড়াল ও এনএসসি বোস রোডের মোড় পর্যন্ত এলাকাই হচ্ছে রাজপুর-সোনারপুর এলাকার প্রধান প্রবেশ পথ। এখানে মেট্রোরেলের কবি নজরুল স্টেশন, গড়িয়া বাজার, সোনারপুর, বারুইপুর, গড়িয়া স্টেশন, বোড়াল-সহ বিভিন্ন এলাকায় যাওয়ার অটোর স্ট্যান্ড রয়েছে। সারা দিন নানা রুটের কয়েক হাজার অটো দাঁড়িয়ে থাকে। তা ছাড়া এই অঞ্চলে পথচারী এবং গাড়ির চাপও বেশি।
এই পথ দিয়ে নিয়মিত যাতায়াত করেন রাজপুরের বাসিন্দা কল্যাণ রায়। তাঁর অভিযোগ, “যাত্রী তোলার জন্য কবি নজরুল স্টেশনে ঢোকার মুখ অটোচালকরা সারা দিন এমন ভাবে আটকে রাখেন যে যাতায়াত করা যায় না। রাস্তার দু’পাশে রয়েছে দখলদারির সমস্যা। পথচারীদের প্রাণ হাতে নিয়ে চলাচল করতে হয়।”
জেলা প্রশাসন সূত্রে খবর, এই এলাকার এক দিক, কলকাতা পুলিশের অন্তর্গত। অন্য দিক, দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশের অন্তর্গত। এই কারণে সিদ্ধান্ত গ্রহণে কিছু সমস্যা রয়েছে। ক্ষুব্ধ বাসিন্দারা জানান, সম্প্রতি কবি নজরুল স্টেশন সংলগ্ন এলাকায় অটোর ধাক্কায় স্কুল যাওয়ার পথে গুরুতর জখম হয় এক পড়ুয়া। সমস্যার কথা স্বীকার করেছেন রাজপুর-সোনারপুর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কংগ্রেসের তপেশ ধর। তাঁর কথায়: “গড়িয়া বাজার সংলগ্ন এলাকার সমস্যা সমাধানের জন্য অনেক বার চেষ্টা করেছি। কিন্তু পারিনি।”
ক্ষুব্ধ বাসিন্দা এবং পথচারীদের অভিযোগ, সন্ধ্যার পরে অটোচালকরা রাস্তা আটকে দাঁড়িয়ে থাকেন। নির্দিষ্ট গন্তব্যে যেতে চান না। অপর্যাপ্ত আলোর জন্য পথ চলতে অসুবিধে হয়। অভিযোগ, রাস্তার দু’পাশে দখলদারির সমস্যাও রয়েছে। সেতুর উপরে বাজার বসে। পথ চলার জায়গাই থাকে না। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক এক অটো চালক বলেন, “আমরা নিয়ম মেনেই কাজ করি।”
সমস্যার কথা স্বীকার করেছেন তৃণমূলের অটো ইউনিয়নের নেতা গৌতমকুমার দাস। তিনি বলেন, “গড়িয়া মোড়ে অটো নিয়ে কিছু সমস্যা রয়েছে। বিকল্প জায়গার খোঁজ করছি। আশা করি দ্রুত সমস্যার সমাধান করতে পারব।”
দক্ষিণ ২৪ পরগনার পুলিশ সুপার প্রবীণ কুমার ত্রিপাঠী বলেন, “ওই এলাকার সমস্যা আমাদের নজরে রয়েছে।
অলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।” কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক দিলীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “দুই এলাকার প্রশাসনের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।”

ছবি: পিন্টু মণ্ডল




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.