টুকরো খবর
মমতার ‘আপত্তিকর’ ছবি পাঠিয়ে গ্রেফতার
পুড়শুড়া-১ পঞ্চায়েত অফিসের কর্মীর ই-মেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ের ‘আপত্তিকর’ ছবি পাঠানোর অভিযোগে গ্রেফতার করা হল হুগলির প্রাক্তন জেলা সভাধিপতি তথা সিপিএম নেতা অসিত পাত্রের আত্মীয় ঝন্টু পাত্রকে। প্রত্যয় কুমার নামে ওই পঞ্চায়েত কর্মী বৃহস্পতিবার বিকেলে অফিসেই ওই ই-মেলটি পান। মুখ্যমন্ত্রীকে ‘অসম্মান’ করা হয়েছে, এই মর্মে প্রেরকের নামে পুড়শুড়া ব্লক তৃণমূল সভাপতি জয়দেব জানা পুলিশে লিখিত অভিযোগ করেন। শুক্রবার ভোরে পুড়শুড়ার জঙ্গলপাড়ার বাসিন্দা, বছর আঠাশের ঝন্টুকে তাঁর এক প্রতিবেশীর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ দিনই ধৃতকে আরামবাগ আদালতে হাজির করালে বিচারক তাঁকে ৬ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। ঝন্টুর বাবা রবীন পাত্র অসিতবাবুর সম্পর্কিত ভাইপো। এ দিন আদালত চত্বরে তিনি বলেন, “ছেলের অপরাধ আমার কাছে পরিষ্কার নয়। পুলিশের সক্রিয়তা দেখে মনে হচ্ছে ও মারাত্মক কিছু করেছে।” তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে ওই যুবক কিছু বন্ধুকেও ওই ই-মেল পাঠান। মুখ্যমন্ত্রীর ছবিটি ‘সুপার ইম্পোজড্’। ধৃতের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের নির্দিষ্ট ধারা ছাড়াও ভারতীয় দণ্ডবিধির ধারা অনুযায়ী মামলা হয়েছে। পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী জানিয়েছেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই যুবককে ধরা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই এর বেশি কিছু বলা যাবে না।

নিয়োগপত্রে কারচুপি, ধৃত
চাকরিতে যোগ দিতে গিয়েছিলেন গোঘাটের এক যুবক। সংশ্লিষ্ট ভিকদাস বিদ্যুৎ স্টেশনের আধিকারিকদের সন্দেহ হয়, নিয়োগপত্রটি জাল। অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছে ওই যুবককে। তাঁর এক সঙ্গীকেও ধরেছে পুলিশ। শুক্রবার ধৃতদের আরামবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁদের ৫ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পুলিশ ও বিদ্যুৎ বণ্টন কোম্পানি সূত্রের খবর, শেখ আয়নাল নামে গোঘাটের লালপুরের বাসিন্দা ওই যুবক কিছু দিন ধরেই চাকরি পাওয়ার চেষ্টা চালাচ্ছিলেন। তৃণমূল কর্মী হওয়ার সুবাদে একাধিক নেতার কাছেও চাকরি চেয়ে দরবার করেছিলেন। চাকরির জন্য ঘুরতে ঘুরতে একটি ‘দুষ্ট চক্রের’ খপ্পরে পড়েন আয়নাল। পুলিশকে তিনি জানিয়েছেন, চাকরির প্রতিশ্রুতি দিয়ে ওই চক্রের লোকজন তাঁর কাছ থেকে দু’দফায় ৬০ হাজার টাকা নেয়। বুধবার চাকরির ‘নিয়োগপত্র’ও হাতে পান আয়নাল। তাঁকে যেতে বলা হয় ভিকদাস পাওয়া স্টেশনে। গ্রামেরই আর এক তৃণমূল নেতা শেখ আসাজুল ছিলেন আয়নালের সঙ্গে। কিন্তু কাগজ দেখে সন্দেহ হয় সংশ্লিষ্ট আধিকারিকদের। তৃণমূল নেতা মনোরঞ্জন পাল ঘটনার তদন্ত দাবি করেছেন।

গঙ্গায় তলিয়ে গেলেন ছাত্র
বন্ধুর বাড়িতে বেড়াতে এসে স্নান করতে নেমে গঙ্গায় নেমে তলিয়ে গেলেন এক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে হুগলির শেওড়াফুলির ছাতুগঞ্জ ঘাটে। পুলিশ জানায়, নিখোঁজ ওই যুবকের নাম অরূপ পাল (২৬)। বাড়ি জলপাইগুড়িতে। তিনি সপ্তগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজের চতুর্থ বর্ষের ছাত্র। এ দিন সকালে তিনি ছাতুগঞ্জে জয়দীপ দত্ত নামে এক সহপাঠীর বাড়িতে বেড়াতে আসেন। দুপুর ১টা নাগাদ দু’জনে ছাতুগঞ্জ ঘাটে স্নান করতে নামেন। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, জোয়ারে দুই বন্ধুই ভেসে যেতে থাকেন। ওই ঘাটে স্নানরত কয়েক জন তাঁদের টেনে তোলার চেষ্টা করেন। তবে জয়দীপকে পাড়ে তোলা গেলেও অরূপ তলিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে যায়। ওই ছাত্রের খোঁজে ডুবুরি নামানো হয় গঙ্গায়। রাত পর্যন্ত ডুবুরিরা তল্লাশি চালান।

বধূ আত্মঘাতী, ধৃত শাশুড়ি
বধূকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁর শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে আরামবাগের সাহাবাগ এলাকার বাসিন্দা সায়েবা বিবি (৩৬) নামে ওই বধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর বাবা শেখ সিরাজ আলি পুলিশের কাছে লিখিত অভিযোগে জানান, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে মেয়ের উপর নির্যাতন শুরু হয়। জামাইয়ের বিবাহ-বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় মেয়েকে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। অত্যাচার সহ্য করতে না পেরেই মেয়ে আত্মঘাতী হয়। এই অভিযোগের ভিত্তিতে ওই রাতেই পুলিশ সায়েবার শাশুড়ি মনসুরা বেগমকে গ্রেফতার করে। পুলিশ জানায়, বধূর স্বামী-সহ অভিযুক্ত আরও তিন জন পলাতক।

গাছ থেকে পড়ে মৃত্যু বালকের
গাছ থেকে পড়ে মৃত্যু হয়েছে এক বালকের। বৃহস্পতিবার বিকেলে বাঁকুড়ার কোতুলপুরের লাউগ্রামের ঘটনা। নয়ন কাঁড়ি (১১) নামে ওই বালককে গুরুতর জখম অবস্থায় আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাতে সেখানেই তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়।

উচ্চ মাধ্যমিকের ফল
আড়বালিয়া জে ভি হাইস্কুল:

জঙ্গলপুর হাইস্কুল:

সফিরাবাদ এস টি সি ঘোষ হাইস্কুল:

চাতরা নেতাজি বালিকা শিক্ষা নিকেতন:

বাদুড়িয়া পিয়াড়া তেঘরিয়া হাইস্কুল:

যদুরআটি আদর্শ বিদ্যাপীঠ:



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.