মনোরঞ্জন ৩...
এ বার আসছে গোগোল
গোগোল। সমরেশ বসুর স্মার্ট বুদ্ধিমান কিশোর গোয়েন্দা। এ বার বড় পর্দায়। এই প্রথম। সেই গোগোল যাবে পুরী। ‘সোনালি পারের রহস্য’ ভেদ করতে। যে ছবি দিয়েই আবার রচনা বন্দ্যোপাধ্যায়ের বড় পর্দায় প্রত্যাবর্তন।
পরিচালনায় অরিন্দম দে। গোগোলের চারটি গল্পের স্বত্ব কিনেছেন অরিন্দম। তার মধ্যে ‘সোনালি পাড়ের রহস্য’ নিয়েই তাঁর প্রথম ছবি।
মূল লেখায় গোগোলের বাবা-মা গুরুত্বপূর্ণ চরিত্র। মা অত্যন্ত স্টাইলিশ। বাবা একটু রিসার্ভড। মা’য়ের চরিত্রেই রচনা। বাবা সাহেব চট্টোপাধ্যায়।
“হ্যাঁ, চরিত্রটা নিয়ে কথা হয়েছে। সমরেশ বসুর গল্পের একটা আলাদা ব্যাপার তো আছেই। তা ছাড়া, এখন অন্য ধরনের ছবিও হচ্ছে। সব মিলিয়ে ভালই হবে,” বলছেন ‘দিদি নম্বর ওয়ান’ রচনা।
একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। “হ্যাঁ ছবিটা করছি,” বলছেন ইন্দ্রনীল। যদি নেগেটিভ পরত থাকে চরিত্রে? “সেটা নির্ভর করছে কী রকম ‘নেগেটিভ’ তার ওপর। ‘অটোগ্রাফ’-এ আমার চরিত্রটা অনেকেরই মনে হয়েছিল নেগেটিভ। আমার কিন্তু মনে হয়নি,” বলছেন তিনি।
তা তাবড় সব গোয়েন্দা থাকতে পরিচালক গোগোল নিয়ে পড়লেন কেন? “ছোটবেলার একটা নস্টালজিয়া আছে। তা ছাড়া, গোয়েন্দা গল্পের থেকেও গোগোল মূলত অ্যাডভেঞ্চার কাহিনি। যা অন্য দিকে আবার রোমাঞ্চকর ভ্রমণ কাহিনিও। যার মধ্যে গোয়েন্দা গল্পেরও বুনোট আছে। ফেলুদা-ব্যোমকেশ-কাকাবাবু-অর্জুনের থেকে একেবারে আলাদা। বাচ্চাদের কাছে তো বটেই, বড়দের কাছেও গোগোলের টিআরপি নেহাত কম নয়,” বলছেন অরিন্দম। গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন রজতাভ দত্ত, বিশ্বনাথ বসু।
গোগোল বাছার পর্ব চলছে। সমকালীন করতে গোগোলকে একটু অন্যরকম করা হয়েছে। “ছবিতে সে ক্যারাটে শেখে। কার্টুনের পোকা। বকাবকি সত্ত্বেও সে তার প্রিয় কার্টুন দেখতে ছাড়ে না। এখনকার বাচ্চাদের মতো। ক্রিয়েটিভও। নিজের মতো করে গুলতির একটা আধুনিক সংস্করণও বানিয়েছে,” বলছেন অরিন্দম। তিনি এ ছবির চিত্রনাট্যকারও।
ছবির প্রযোজক সুপ্রতীক ঘোষ এর আগে অরিন্দমের প্রথম ছবি ‘আজব প্রেম এবং’-এর প্রযোজনা করেছেন। ‘আজব প্রেম...’ ভাল ব্যবসা করেনি। তাহলে আবার তাঁরা একই সঙ্গে জোট বাঁধলেন কেন? “দেখুন একটা ছবি করে চলে যাব বলে তো আসিনি। আরও ছবি করব। এই ছবির ব্যাপারে বলতে পারি অনেক দিনের ইচ্ছে ছিল গোগোল করবার। ব্যবসা করতে গেলে কিছু বক্স অফিস পাবে, কিছু পাবে না,” বলছেন সুপ্রতীক। শ্যুটিং শুরু জুলাইতে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.