টুকরো খবর |
দৈনিক মজুরির দাবিতে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • কালনা |
|
মন্তেশ্বর ব্লক অফিসে তোলা নিজস্ব চিত্র। |
একশো দিনের প্রকল্পে নির্দিষ্ট দৈনিক মজুরিতে কাজের দাবিতে বিডিওর কাছে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার মন্তেশ্বরের ঘটনা। এ দিন মন্তেশ্বর-১ সংসদ এলাকায় একটি পুকুর কাটার কাজ চলছিল। তার তদারকি করতে আসেন পঞ্চায়েতের প্রতিনিধিরা। তখনই কিছুদিন আগে আরেকটি পুকুর কাটার কাজ করা কয়েকজন গ্রামবাসী বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, পুকুর কাটার কাজ করে গড়ে একেক জন ৪০ টাকা মজুরি পেয়েছেন। জলবাহকের কাজেও কম টাকা দেওয়া হয়েছে। এত কম পারিশ্রমিকে কাজ করা সম্ভব নয় বলে দৈনিক একটা নির্দিষ্ট মজুরিতে কাজের পারিশ্রমিক দেওয়ার দাবি করেছেন তাঁরা। পঞ্চায়েতের লোকেরা তাঁদের কোনও আশ্বাস না দিতে পারায় ওই গ্রামবাসীরা সরাসরি মন্তেশ্বরের বিডিও প্রদীপ বারুইয়ের দফতরে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁরা বিডিওকে জানান, একশো দিনের প্রকল্পে সরকারি নিয়মানুযায়ী জলবাহকের মজুরি ১৩৬ টাকা। অথচ মন্তেশ্বর পঞ্চায়েত থেকে তাঁদের দেওয়া হচ্ছে ১০০ টাকা। বিডিওকে এ নিয়ে একটি অভিযোগও জমা দেন তাঁরা। পরে বিডিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়।
|
পেনশনার সমিতির দাবি
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বিশ্ববিদ্যালয়ের শূন্যপদের ২৫ শতাংশে বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত বা অবসর নিতে চলেছেন এমন কর্মীদের সন্তানদের নিয়োগ করা হোক। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠকে ঢুকে পড়ে এমনই দাবি জানালেন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০০ জন অবসরপ্রাপ্ত কর্মী। বর্ধমান বিশ্ববিদ্যালয় পেনশনার সমিতির সভাপতি সুজিত দাস বলেন, “১৯৯৬ সালে আমাদের এই সুযোগ বন্ধ হয়ে যায়। এই সুযোগ পেতে ২০০৫ ও ২০০৭ সালে সরকারের কাছে আবেদন জানাই। সরকার পরিবর্তনের পরেও নতুন করে আমরা আবেদন জানিয়েছি। সরকারি স্তরে এই দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তাই আমরা এ দিন উপাচার্যের সঙ্গে দেখা করে এই দাবি জানিয়েছি।” ভারপ্রাপ্ত উপাচার্য ষোড়শীমোহন দাঁ বলেন, “ওঁদের দাবি আমরা রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দিয়েছি।”
|
কোর্ট ফি নেই, সমস্যা আদালতে
নিজস্ব সংবাদদাতা • কালনা |
স্ট্যাম্প বিক্রেতাদের কাছে মিলছে না ১, ২ ও ৫ টাকার কোর্ট ফি। এমনটাই জানালেন কালনা মহকুমা আদালতের আইনজীবীরা। তাঁরা জানান, দীর্ঘ ৬ মাস ধরে ওই সমস্যা চলছে। প্রত্যেক স্ট্যাম্প বিক্রেতাই জানিয়ে দিয়েছেন তাঁদের কাছে ওই টাকার কোর্ট ফি অবশিষ্ট নেই। মহকুমা আদালতের আইনজীবী বিকাশ রায় বলেন, “এক টাকার কোর্ট ফি দরকার হলেও মানুষকে বাধ্য হয়ে দশ টাকার কোর্ট ফি কিনতে হচ্ছে।” প্রসঙ্গত, ওই আদালতে আইনজীবীদের কর্মবিরতির কয়েক দফা দাবির মধ্যে এটাও একটা। মহকুমা প্রশাসন সূত্রে খবর, ২৭ জুন ট্রেজারিতে ১, ২ ও ৫ টাকার কোর্ট ফি আসার সম্ভাবনা রয়েছে।
|
নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা, নালিশ
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
সদ্য রাস্তা তৈরি হলেও তার গুনগত মান খারাপ বলে অভিযোগ করলেন কুঠুরিয়া গ্রামের বাসিন্দারা। সম্প্রতি এ নিয়ে পূর্বস্থলী-২ ব্লকের বিডিও, কালনার মহকুমাশাসক এবং জেলা শাসকের কাছে অভিযোগ জানান তাঁরা। গ্রামবাসীদের অভিযোগ, ঝামার বদলে ইটের টুকরো দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে। এমনকী মোরাম ব্যবহার করা হলেও তার মান বেশ খারাপ। এমনকী ঠিকাদারকে বারবার বলেও কোনও লাভ হয়নি বলে জানান তাঁরা। কালনার মহকুমাশাসক সুমিতা বাগচি বলেন, “ঘটনাটির তদন্ত করা হবে।”
|
সচেতনতা কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা • কালনা |
দু’দিন ধরে পালিত হল রেল-সচেতনতা মূলক কর্মসূচি। পূর্বস্থলী-১ ব্লকের জালুইডাঙা, সমুদ্রগড়, শ্রীরামপুর-সহ বেশ কিছু এলাকায় বৃহস্পতি ও শুক্রবার ওই কর্মসূচি পালন করা হয়। এলাকার বিধায়ক স্বপন দেবনাথ বলেন, “রেল সচেতনতা নিয়ে বেশ কিছু প্রচারাভিযান চালানো হয়েছে। রয়েছে রক্ষীবিহীন লেভেল ক্রশিং পোরোনো-সহ বেশ কিছু বিষয়।” ওই প্রচারে এলাকায় বেশ সাড়া মিলেছে বলেও তিনি জানান।
|
রবীন্দ্র-নজরুল জয়ন্তী
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালিত হল শুক্রবার। পূর্বস্থলী-২ পঞ্চায়েত সমিতির উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রদের সংবর্ধনা দেওয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল। উপস্থিত ছিলেন মহকুমাশাসক সুমিতা বাগচি, পূর্বস্থলী উত্তর কেন্দ্রের বিধায়ক তপন চট্টোপাধ্যায়, পূর্বস্থলী-২ পঞ্চায়েত সমিতির সভাপতি মানসী দাস প্রমুখেরা।
|
স্কুলকে অনুমোদন
নিজস্ব সংবাদদাতা • কালনা |
উচ্চ মাধ্যমিক পড়ানোর অনুমোদন পেল কালনার আনুখাল উচ্চ বিদ্যালয়। প্রায় দেড়শো বছরের পুরোনো ওই স্কুলটি বৃহস্পতিবার ওই অনুমোদন পায়। প্রধান শিক্ষক দেবপ্রসাদ ভট্টাচার্য জানান, স্কুলে উচ্চ মাধ্যমিক হওয়ায় স্থানীয় ছাত্রছাত্রীরা উপকৃত হবে। তবে আপাতত উচ্চ মাধ্যমিক স্তরে কলা ও বিজ্ঞান বিভাগ পড়ানো হবে। |
|