টুকরো খবর |
তিনটি পঞ্চায়েতে প্রধান অপসৃত |
নিজস্ব সংবাদদাতা • করিমপুর |
করিমপুর ২ গ্রাম পঞ্চায়েতে সিপিএম ও কংগ্রেসের সমর্থন নিয়ে নিজেদের দলেরই পঞ্চায়েত প্রধানকে সরিয়ে দিল বিজেপির সদস্যেরা। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, ২১ মে প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছিল। বৃহস্পতিবার সেই অনাস্থা সভাতে বিজেপির ৫, কংগ্রেসের ৩ ও সিপিএমের ৬ সদস্য উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন প্রধান এবং তৃণমূলের ২ সদস্য। উপস্থিত ১৪ জন সদস্যই প্রধানকে অপসারণের পক্ষে ভোট দেন। গ্রাম পঞ্চায়েতের বিজেপির সদস্য মনোজ বিশ্বাস বলেন, ‘‘প্রধান বেশ কিছু দুর্নীতি ও স্বজনপোষণে জড়িয়ে গিয়েছিলেন। তিনি স্বেচ্ছাচারিতা করতেন। সেই কারণেই তাঁকে অপসারণ করা হয়েছে। এতে সিপিএম ও কংগ্রেস আমাদের সমর্থন করেছে।’’ অপসারিত প্রধান সুভাষ মুখোপাধ্যায় বলেন, ‘‘মিথ্যে অভিযোগ এনে কংগ্রেস ও সিপিএমের সাহায্য নিয়ে আমাকে অপসারণ করল আমার দলের সদস্যরাই।’’ মুর্শিদাবাদের সুতি ২ ব্লকের জগতাই ২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নির্বাচিত হলেন কংগ্রেসের রেক্সনা বিবি। বিজেপির উপপ্রধানকে এর আগেই অনাস্থায় সরিয়ে দেওয়া হয়। অপসারিত হলেন বেলডাঙা-১ ব্লকের মাড্ডা পঞ্চায়েতের প্রধানও। ১৫ সদস্যের ওই পঞ্চায়েতের আট জন কংগ্রেস সদস্য মে মাসের শেষ সপ্তাহে ওই সিপিএমের প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন। ওই পঞ্চায়েতে ৮-৭ ভোটে প্রধান অপসারিত হয়েছেন।
|
তরুণীর দেহ, সন্দেহ খুন |
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
ফরাক্কার সাঁকোপাড়া হল্টের কাছে রেললাইনের পাশে এক তরুণীর ক্ষতবিক্ষত দেহ মিলল বৃহস্পতিবার। নাম মেমেরা বিবি (২০)। ওই তরুণীর বাড়ি খোদাবন্দপুর গ্রামে। রেল পুলিশ জানায়, ময়নাতদন্তের রিপোর্টে ওই দেহ পাঠানো হয়েছে। দেহে বেশ কিছু আঘাতের চিহ্নও মিলেছে। তাকে অন্যত্র খুন করে রাতে দেহটি রেললাইনের উপর ফেলে রেখে গিয়েছিল দুষ্কৃতীরা। মৃতের বাবা আলম শেখ বলেন, “দু’ বছর আগে টুকু শেখ নামে প্রতিবেশী এক যুবককে মেয়ে বিয়ে করে। বিয়ের কিছু দিন পর থেকেই মেয়ের উপর নির্যাতন শুরু হয়। তাদের একটি ৭ মাসের মেয়ে রয়েছে।” তিনি জানান, মেয়ে বুধবার সন্ধ্যায় বাড়িতে এসে জানিয়েছিল, স্বামী, শাশুড়ি ও শ্বশুর মিলে তাকে খুব মারধর করেছে। রাতে তাঁর স্বামী এসে বুঝিয়ে তাকে বাড়ি নিয়ে যান। ভোররাতে খবর পাই, মেয়ের দেহ গ্রামের পাশের রেললাইনের ধারে পড়ে আছে।” ফরাক্কা রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তরুণীকে ধারাল অস্ত্র দিয়ে খুন করা হয়েছে।
|
|
বাগান থেকে যাবে বাজারে। খোসবাগে গৌতম প্রামাণিকের তোলা ছবি।
|
|
শিশুকে খুনের নালিশ, আটক |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
বছর তিনেকের এক শিশুকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তর নাম শুকদেব ঘোষ। ওরফে লালু। বাড়ি শান্তিপুরের কে আর দাস রোড এলাকায়। অভিযোগ, আরমান মোল্লা নামে ওই শিশুকে বুধবার রাতে সে খুন করেছেন। শিশুটির মা বৃহস্পতিবার শান্তিপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তকে আটক করেছে। রানাঘাটের এসডিপিও আজহার এ তৌসিফ বলেন, ‘‘একটি খুনের অভিযোগ দায়ের হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’’ পুলিশ জানিয়েছে, মহিলার দাবি শিশুটিকে নিয়ে বেশ কয়েকদিন ধরে দু’জনের মধ্যে অশান্তি চলছিল। মহিলার সঙ্গে থাকলেও শিশুটিকে মেনে নিতে পারছিলেন না ওই ব্যক্তি। সেই কারণেই মায়ের অনুপস্থিতিতে খুন করা হয় বলে অভিযোগ। এসডিপিও বলেন, ‘‘অভিযুক্তকে আটক করে জেরা করা হচ্ছে।’’
|
যুবকের দেহ উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • করিমপুর |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক যুবকের। মৃতের নাম গোপাল বৈরাগ্য (৩৮)। বাড়ি তেহট্টের মৃগী গ্রামে। বৃহস্পতিবার সকালে ওই যুবকের শ্বশুরবাড়ি বেতাই বেলেচোঁয়াপাড়া থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গিয়েছে, বুধবার শ্বশুরবাড়িতে এসেছিলেন পেশায় দিনমজুর ওই যুবক। সেখানে স্ত্রীর সঙ্গে তাঁর বচসাও হয়। এরপর সকালে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান বাড়ির লোকজন। পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
|
সকালে ঘন মেঘে ছেয়েছিল কৃষ্ণনগর। বিকেলে এল বৃষ্টি।ছবি: সুদীপ ভট্টাচার্য। |
|
পুড়ে মৃত্যু ছাত্রীর |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
আগুনে পুড়ে মৃত্যু হ’ল এক ছাত্রীর। শিবপুর উচ্চ বিদ্যালয় থেকে এ বারের মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া ওই ছাত্রীর নাম প্রিয়া বিশ্বাস (১৬)। ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়ার বেথুয়াডহরী স্টেশনপাড়ায় বুধবার রাতে ঘরের ভিতর তাঁকে অগ্নিদগ্ধ অবস্থায় পাওয়া যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হ’লে সেখানেই তার মৃত্যু হয়। প্রিয়ার বাড়ি নাকাশিপাড়ার শিবপুরে।
|
বিদ্যুতের দাবি |
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
বিদ্যুৎ সংযোগের দাবিতে রঘুনাথগঞ্জের উমরপুরের গ্রামবাসীরা বিদ্যুৎ দফতরের ডিভিশনাল ইঞ্জিনিয়ারকে তিনঘন্টা ধরে ঘেরাও করে রাখলেন। তাঁদের দাবি, ১৭৬ জন টাকা জমা দিলেও বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন না। ডিভিশনাল ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ চট্টোপাধ্যায় বলেন, ‘‘গ্রামগুলির বাসিন্দাদের বিদ্যুৎ সংযোগের জন্য আঞ্চলিক অধিকর্তাকে বলা হয়েছে। তিনি অনুমোদন পেলেই সব বাড়িতে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হবে।’’
|
ফর্মের দাম কমাতে ঘেরাও |
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
|
ঘেরাও অধ্যক্ষ। নিজস্ব চিত্র |
ফর্মের দাম কমানোর দাবিতে বৃহস্পতিবার দুপুরে লালবাগের সুভাষচন্দ্র সেন্টিনারি কলেজের অধ্যক্ষকে ঘণ্টা তিনেক ঘেরাও করে রাখল ছাত্র পরিষদের সমর্থকেরা। অধ্যক্ষ প্রভাস সামন্ত বলেন, “কলা বিভাগের ফর্মের দাম ৩০ টাকা থেকে কমিয়ে ২০ টাকা এবং বিজ্ঞান বিভাগের ৩০ থেকে কমিয়ে ২৫ টাকা করার প্রতিশ্রুতি দেওয়ায় শেষ পর্যন্ত ঘেরাও তুলে নেওয়া হয়।” ছাত্র পরিষদের মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লক সভাপতি আসলাম আলি খান বলেন, “কলেজ পরিচালন সমিতির সদস্যদের সঙ্গে আলোচনা ছাড়াই অধ্যক্ষ ফর্মের দাম বাড়িয়ে ছিলেন। পরে তিনি দাম কমানোর প্রতিশ্রুতি দিলে ঘেরাও তুলে নেওয়া হয়।”
|
৪ জনের যাবজ্জীবন |
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
২০০১ সালের ৯ সেপ্টেম্বর সুতির শান্তিপুর গ্রামের হোসেন শেখ নামে এক জনকে ছেনি দিয়ে কুপিয়ে খুন করার অপরাধে ২ জনের যাবজ্জীবন সাজা দেন প্রথম ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক শৈলেন্দ্রকুমার সিংহ। এই দিনই ২০০১ সালের ১৮ নভেম্বর সুতির ডিহিগ্রামে এক মহিলাকে খুনের ঘটনায় জঙ্গিপুরে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক পুলককুমার তেওয়ারি বৃহস্পতিবার দু’জনের যাবজ্জীবন সাজা ঘোষণা করেন। |
|