ফাইনালে শারাপোভার সামনে এরানি
সংবাদসংস্থা • প্যারিস |
ফরাসি ওপেনের ফাইনালে দ্বিতীয় বাছাই রুশ মারিয়া শারাপোভাকে খেলতে হবে সম্পূর্ণ অনামী ইতালীয় মেয়ে সারা এরানির বিরুদ্ধে। সেমিফাইনালের প্রতিদ্বন্দ্বী কিভিতোভাকে একেবারে উড়িয়ে দিয়ে স্ট্রেট সেটে জিতলেন শারাপোভা। ফল শারাপোভার পক্ষে ৬-৩, ৬-৩। রোলাঁ গারোর সেন্টার কোর্টে শারাপোভাকে অপ্রতিরোধ্য মনে হয়েছে। তুলনায় সে ভাবে লড়তেই পারেননি কিভিতোভা। এই ম্যাচ জিতে শারাপোভা ২০০৮ সালের পর আবার এক নম্বরে উঠে এলেন। আবার প্রথম সেমিফাইনালে র্যাঙ্কিংয়ে ছয় নম্বরে থাকা সামান্থা স্টোসুরকে হারিয়ে জীবনে প্রথম বার গ্র্যান্ড স্লাম ফাইনালে পৌঁছলেন ২৫ বছর বয়সি সারা এরানি। সারা জিতলেন ৭-৫, ১-৬, ৬-৩। প্রথম সেটটায় লড়াই করে জেতার পরে দ্বিতীয় সেটে ছন্দ হারিয়েছিলেন সারা। স্টোসুরের সামনে দ্বিতীয় সেটে দাঁড়াতেই পারেননি। কিন্তু তৃতীয় সেটে বেসলাইন নির্ভর নিখুঁত টেনিস খেলে সেট এবং ম্যাচ জিতে নেন ইতালীয় মেয়ে। বৃষ্টির জন্য ম্যাচ শুরু হয় দেরিতে।
|
নক আউটে কালীঘাট বনাম মোহনবাগান
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সিএবি-র নক আউট টুর্নামেন্টের ফাইনালে উঠে গেল কালীঘাট। বৃহস্পতিবার ইডেনে তারা ৭ উইকেটে হারাল স্পোর্টিং ইউনিয়নকে। প্রতিপক্ষ সেই লক্ষ্মীরতন শুক্লদের মোহনবাগান, যাদের বিরুদ্ধে দিন কয়েক আগে এ এন ঘোষ ট্রফির ফাইনালে চারশো তুলেও জেতা যায়নি। এ দিন বৃষ্টির কারণে ৪৫ ওভারের সেমিফাইনাল ম্যাচ কমে ৪০ ওভারের হয়ে দাঁড়ায়। প্রথমে ব্যাট করে স্পোর্টিং তোলে ১৮৫-৬। যে টার্গেট হাতে প্রায় ন’ওভার রেখে তুলে ফেলে কালীঘাট। অল্পের জন্য মরসুমের দশ নম্বর সেঞ্চুরি হাতছাড়া করেন পার্থসারথি ভট্টাচার্য (৮৩)। রান পান শ্রীবৎস গোস্বামীও (৫২)।
|
ক্রীড়া মন্ত্রককে চার দিন সময় জেলা ক্রীড়া সংস্থার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
নিজেদের জারি করা বিজ্ঞপ্তি তুলে নেওয়ার জন্য রাজ্য ক্রীড়া মন্ত্রককে চার দিনের সময় দিল জেলা ক্রীড়া সংস্থা। বৃহস্পতিবার সমস্ত জেলার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পর সংস্থার সচিব কল্যাণ ঘোষাল সাফ জানিয়ে দিলেন, চার দিনের মধ্যে কোনও রফাসূত্র না বেরোলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। “আমাদের সঙ্গে কোনও কথা না বলেই সব জেলা সংস্থাকে ভেঙে দেওয়া হল। নিজেদের উদ্যোগে সরকারের সঙ্গে আমরা আলোচনায় বসব না। আমরা প্রচারমাধ্যম মারফত বলছি, তিন চার দিন দেখব। তার পরেও যদি কিছু না হয়, মামলা করা ছাড়া উপায় নেই,” এ দিন ক্রীড়া সাংবাদিক ক্লাবে বৈঠক শেষে বলে দেন কল্যাণ। আগামী সোমবার আদালত না খুললে কিছু হবে না। তবে আইনজীবীর সঙ্গে কথা বলে মামলার প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে।
|
টোলগের চিঠি আই এফ এতে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ইস্টবেঙ্গল কর্তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করে আবার চিঠি পাঠালেন টোলগে ওজবে। তিনি আবার জানালেন, ইস্টবেঙ্গল তাঁর সঙ্গে কোনও চুক্তি না করেই অন্য রসিদ দেখাচ্ছে। এবং তিনি সেখানে খেলতে চান না। চান মোহনবাগানে খেলতে। টোলগের ই মেল ভাল করে খতিয়ে দেখে তার পরে সিদ্ধান্ত নেবে আই এফ এ। তবে তারা ধীরে চলো নীতি অব্যাহত রেখেছে।
|
অস্বাভাবিক মৃত্যু ক্রিকেটারের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
অস্বাভাবিক মৃত্যু হল বাটার তরুণ ক্রিকেটার প্রসেনজিৎ দাসের। বৃহস্পতিবার ভোরে হাবরায় তাঁর নিজের বাড়িতে ওই ক্রিকেটারকে গলায় শাড়ির ফাঁস পরা অবস্থায় ঝুলতে দেখা যায়। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। বিএ-র প্রথম বর্ষের ছাত্র ছিলেন প্রসেনজিৎ। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। |