টুকরো খবর |
সুইস অস্ত্র সংস্থার ঘুষ, ব্যবসায়ীর বাড়িতে হানা |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সুইৎজারল্যান্ডের একটি অস্ত্র সরবরাহ সংস্থার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠলদিল্লির এক ব্যবসায়ীর বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে মামলা শুরু করেছে সিবিআই। বৃহস্পতিবার তাঁর দিল্লি ও গুড়গাঁওয়ের অফিস ও বাড়িতে তল্লাশি চালায় ওই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিবিআই সূত্রের খবর, অভিযুক্তের নাম অভিষেক বর্মা। ভারতের অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ডকে অস্ত্র সরবরাহ করার ক্ষেত্রে তিনি সুইৎজারল্যান্ডের ওই সংস্থাকে সাহায্যের আশ্বাস দিয়েছিলেন বলে অভিযোগ। সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে ওই সুইস সংস্থার কাছ থেকে ভারতীয় মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকা ঘুষ নেন অভিষেক। সেই টাকা আমেরিকার একটি বেনামী সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল সুইৎজারল্যান্ড থেকে। তদন্তে নেমে সিবিআই জানতে পারে, আমেরিকার ওই বেনামী সংস্থার মালিক আসলে অভিষেকই। সিবিআই জানিয়েছে, ২০১১ সালে অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ডের কাছ থেকে বরাত পায় রিনমেটাল এয়ার ডিফেন্স এজি অফ সুইৎজারল্যান্ড নামে সংস্থাটি। ৩৫ এমএম রিভলভার সরবরাহ করার কথা ছিল ওই সংস্থার। অভিযোগ পেয়ে সিবিআই জানতে পারে, বেআইনি ভাবে বরাত পেয়েছে সংস্থাটি। তার জন্য বেশ কিছু জাল নথিও পেশ করে তারা। তখনই সুইস সংস্থাটিকে কালো তালিকাভুক্ত করে সিবিআই। অভিযোগ, সিবিআই যাতে ওই সংস্থাকে কালো তালিকা থেকে বাদ দিয়ে দেয়, তার ‘ব্যবস্থা’ করার আশ্বাসও দেন অভিষেক। সিবিআই জানিয়েছে, এ কারণে ওই সংস্থার তরফে পাঁচ লক্ষ ৩০ হাজার মার্কিন ডলার দেওয়া হয় অভিষেককে। কিছু কেন্দ্রীয় কর্তাকে ঘুষ দিতে হবে বলেও সংস্থাটিকে জানান ওই ব্যবসায়ী।
|
তৃণমূলকে না চটাতে নির্দেশ দিলেন সনিয়া |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
রাষ্ট্রপতি নির্বাচনের আগে তৃণমূল সম্পর্কে কোনও নেতিবাচক মন্তব্য করা থেকে রাজ্য কংগ্রেস নেতাদের বিরত থাকার পরামর্শ দিলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। পশ্চিমবঙ্গে ৬টি পুরসভার ফল প্রকাশের পর আজ কংগ্রেস সভানেত্রীর সঙ্গে দেখা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। তাঁর সঙ্গে ছিলেন আর এক সাংসদ আবু হাসেম খান চৌধুরী। পুরভোটের ফলাফলের রিপোর্ট দিয়ে প্রদীপবাবু সনিয়াকে জানান, রাজ্যে নেতৃত্ব তৃণমূলের সঙ্গে ভাল সম্পর্ক রাখতে চায়। কিন্তু তৃণমূলই তা চায় না। আজও পাঁশকুড়ায় আইএনটিইউসি-র একটি কার্যালয় জোর করে দখল করেছে তারা। কংগ্রেস সূত্রে বলা হচ্ছে, এর পরেই সনিয়া তাঁদের বলেন, রাজ্যে সাংগঠনিক শক্তি বাড়াতে আরও সক্রিয় হোক কংগ্রেস। অন্যায়ের প্রতিবাদ করুক। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের আগে তৃণমূল সম্পর্কে প্রকাশ্যে নেতিবাচক মন্তব্য থেকে যেন বিরত থাকা হয়। প্রদীপবাবু কংগ্রেস সভানেত্রীকে জানান, কেন্দ্রের বাধ্যবাধকতা তাঁরা বোঝেন। তাঁরা এমন কিছু করবেন না, যাতে কংগ্রেস হাইকম্যান্ডের অসুবিধা হয়। পরে প্রদীপবাবু বলেন সনিয়াকে তিনি জানিয়েছেন, ক্ষমতায় আসার এক বছরের মাথায় যে ভাবে দু’টি পুরসভায় তৃণমূল পরাস্ত হয়েছে, সেটা তাদের পক্ষে নেতিবাচক। অন্য দিকে, কংগ্রেস যে ভাবে কুপার্স ক্যাম্প পুরসভায় জিতেছে তাতে এটাই প্রমাণিত যে দল রাজ্যে রাজনৈতিক অস্তিত্ব ধরে রাখতে পেরেছে। তা ছাড়া, অন্য পুরসভাগুলিতে বেশ কিছু আসনে কংগ্রেস প্রার্থীরা অল্প ভোটের ব্যবধানে পরাস্ত হয়েছেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভাল ফল করার জন্য তাঁরা এখন থেকেই সচেষ্ট হবেন বলে কংগ্রেস সভানেত্রীকে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
|
ইভ টিজিংয়ের প্রতিবাদ, যুবক খুন |
সংবাদসংস্থা • অম্বালা |
মহিলাদের প্রতি কটূক্তির প্রতিবাদ করায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হল এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে। নিহত বাইশ বছরের নরমেল সিংহ স্থানীয় ঘসিতপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সে যখন বাস ধরতে যাচ্ছিল, সে সময় পাঁচ জন তার উপর চড়াও হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। নরমেলের পরিবারের দাবি, অভিযুক্তরা গ্রামের মেয়েদের নানা ভাবে বিরক্ত করত। দিন কয়েক আগে নরমেল এর প্রতিবাদ করে। তাদের বাড়ির লোকদের এই কুকীর্তির কথা জানিয়েও দেয়। ভবিষ্যতে এ রকম করলে ওই পাঁচ জনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করবে বলেও সে জানিয়েছিল। এর প্রতিশোধ নিতেই ওই পাঁচ যুবক নরমেলকে খুন করে বলে অভিযোগ তাঁর পরিবারের। পাঁচ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁরা। ঘটনার পর থেকেই অভিযুক্তেরা পলাতক।
|
মুসলিম পুলিশ বহাল নিয়ে নির্দেশ কেন্দ্রের |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
মুসলিম প্রধান এলাকার প্রতিটি থানায় অন্তত এক জন মুসলিম পুলিশ অফিসার বহাল করার নির্দেশ দিল কেন্দ্র। সাচার কমিটির সুপারিশ মেনে চার বছর আগেই রাজ্যগুলিকে এই নির্দেশ দিয়েছিল কেন্দ্র। কিন্তু, তা এখনও পুরোপুরি মানা হয়নি বলে জানতে পেরেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। মুসলিম সম্প্রদায়ের সামাজিক, আর্থিক ও শিক্ষাগত পরিস্থিতি খতিয়ে দেখতে ২০০৫ সালে গঠিত হয় সাচার কমিটি। মুসলিম প্রধান এলাকার থানাগুলিতে অন্তত এক জন মুসলিম ইনস্পেক্টর বা সাব-ইনস্পেক্টর থাকা উচিত বলে সুপারিশ করেছিল কমিটি। কমিটির বক্তব্য, এই পদক্ষেপ করলে পুলিশের উপরে মুসলিমদের নির্ভরতা বাড়বে। সব রাজ্যের মুখ্যসচিবকে পাঠানো চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব আর কে সিংহ জানিয়েছেন, চার বছর আগে পাঠানো ওই নির্দেশ পুরোপুরি পালন করা হয়নি। এখনও বহু মুসলিম প্রধান এলাকার থানায় মুসলিম পুলিশ অফিসার নেই। এই বিষয়ে রাজ্যগুলি কী পদক্ষেপ করছে তা নিয়ে জুন মাসে রিপোর্ট চেয়েছেন স্বরাষ্ট্র সচিব। ওই রিপোর্টই শেষ নয়। ডিসেম্বর মাসে ফের এই বিষয়ে রাজ্যগুলির কাছ থেকে রিপোর্ট চেয়েছেন তিনি। কেন্দ্রের বক্তব্য, ছ’মাস অন্তর রাজ্যগুলির এই রিপোর্ট পাঠানো উচিত।
|
মহান্তেশ হত্যায় গ্রেফতার চার |
সংবাদসংস্থা • বেঙ্গালুরু |
কর্নাটক প্রশাসনের আধিকারিক (কেএএস) মহান্তেশ হত্যার ঘটনায় চার জনকে আটক করল পুলিশ। গত ১৫ মে এক হোটেলের সামনে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিরা হামলা চালায় তাঁর উপর। পাঁচ দিন পর মৃত্যু হয় মহান্তেশের। অডিট বিভাগের ডেপুটি ডিরেক্টর হওয়ায় বিভিন্ন সমবায় সমিতির জমি দুর্নীতি নিয়ে বহু বার সরব হন তিনি।
|
নম্বর ‘তথ্য’ নয়, বলল দিল্লি আদালত |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
তথ্যের অধিকার প্রয়োগ করে সিবিএসই পরীক্ষার ফল জানা যাবে না বলে আজ স্পষ্ট জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট। ২০১০ সালে সিবিএসই বোর্ডের পরীক্ষার ফল বেরোনোর পর তথ্যের অধিকারের ভিত্তিতে নম্বর জানতে চায় এক ছাত্রী। আজ সেই মামলার পরিপ্রেক্ষিতেই এই রায় দিয়েছে আদালত। কর্তব্যরত প্রধান বিচারপতি এ কে সিকরি এবং বিচারপতি রাজীব সহায় এন্ডলয়ের বেঞ্চ আজ বলে, “সিবিএসই পরীক্ষায় নম্বরের পরিবর্তে গ্রেড চালু করা হয়েছে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে। সেখানে নম্বরকে গুরুত্ব না দেওয়াটাই মূল লক্ষ্য। কাজেই প্রাপ্ত নম্বরটি এখন আর কোনও ভাবেই ‘তথ্য’ নয়। আর এখন সেই নম্বর জানালেও তা আর কোনও কাজে লাগবে না। কাজেই এই আবেদনটি বর্তমানে গুরুত্বহীন।”
|
কোর্টে খারিজ নূপুরের আবেদন |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
আরুষি-হেমরাজ হত্যা মামলায় নূপুর তলোয়ারের পুনর্বিবেচনার আর্জি আজ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এই মামলায় তাঁকে সমন পাঠিয়েছিল সিবিআইয়ের বিশেষ আদালত। এর আগেও পুনর্বিবেচনার আর্জি জানিয়ে শীর্ষ আদালতে নূপুরের আবেদন সুপ্রিম কোর্ট খারিজ করে দেয়। নূপুর ফের একই আর্জি জানান সুপ্রিম কোর্টে। কিন্তু শীর্ষ আদালত এ দিনও সেই আর্জি নাকচ করে দিয়েছে। বিচারপতি এ কে পট্টনায়ক ও জে এস খেহারের ডিভিশন বেঞ্চ বলেছে, “এই আবেদনের ভিত্তি নেই।”
|
খুঁটিতে পিএলএফআই-এর বনধ |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
রাঁচির লাগোয়া খুঁটি জেলায় অনির্দিষ্টকালের বনধ ডেকেছে বামপন্থী জঙ্গি সংগঠন পিপলস লিবারেশন ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএলএফআই)। ‘অকারণে ধরপাকড়-সহ পুলিশি জুলুম’-এর প্রতিবাদেই তাদের এই বনধ। আজ সকাল থেকে শুরু হওয়া বনধে খুঁটি জেলায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। গ্রামীণ এলাকায় তুলনামূলক ভাবে বনধের প্রভাব বেশি ছিল। রিক্সা-অটো চলাচল স্বাভাবিক থাকলেও দূরপাল্লার বাস চলেনি। গ্রামীণ এলাকার দোকানপাটও খোলেনি। জেলায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।
|
চার নাগা জঙ্গি গ্রেফতার |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
চার এনএসসিএন (আইএম) জঙ্গিকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। ডিব্রুগড়ের পল্টনবাজার এলাকা থেকে গত কাল তাদের ধরা হয়। সেনা সূত্রের খবর, ধৃতরা অরুণাচলের তিরাপ জেলার বাসিন্দা। এদের মধ্যে একজন জঙ্গি সংগঠনের মেজর সালিম ওয়াংসা। সে চাংলাং স্টেট ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় জড়িত। ধৃতদের কাছ থেকে চারটি পিস্তল, চারটি ম্যাগাজিন, ২৭ রাউন্ড কার্তুজ, নগদ টাকা ও একটি গাড়ি উদ্ধার করা হয়েছে। অন্য দিকে, গুয়াহাটির ধীরেনপাড়া থেকে এক মাওবাদীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত মাওবাদীর নাম নরেশ ওরফে মইনুল হুসেন। পুলিশি সূত্রের খবর, হুসেন ২০০৭ সালে বিহারে অস্ত্র প্রশিক্ষণ নিয়েছিল।
|
ট্রেনে কাটা পড়ে মৃত ২ যুবক |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
অসাবধানতার কারণে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল দুই যুবকের। ঘটনাটি ঘটেছে যোরহাটের লাহোয়ালে। পুলিশি সূত্রের খবর, সুকুর আলি ও লতিফ আলি নামে দুই বন্ধু গল্প করতে করতে লাইন ধরে হাঁটছিলেন। তখনই একটি ট্রেন তাদের উপর দিয়ে চলে যায়। দুই যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
|
ত্রিপুরা বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু কংগ্রেসের |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বাম শাসনের পতনের পর এ বার বামশাসিত এক মাত্র রাজ্য, ত্রিপুরায় বামেদের পরাস্ত করতে জোরদার প্রচারে নামতে চাইছেন কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। সর্বভারতীয় কংগ্রেসের তরফে ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত নেতা লুজিয়ানো ফেলেরো ও প্রদেশ কংগ্রেস সভাপতি সুদীপ রায়বর্মন সম্প্রতি দিল্লিতে এক সাংবাদিক বৈঠক করে রাজ্যের বাম সরকারের বিরুদ্ধে একটি ‘চার্জশিট’ প্রকাশ করেছেন। রাজ্যে সি পি এমের ‘সন্ত্রাস’ ও অপশাসন নিয়ে ওই চার্জশিটের পরতে পরতে অভিযোগ করা হয়েছে। পরে সুদীপবাবু বলেন, “কেরল ও পশ্চিমবঙ্গে বামদূর্গের পতনের পর এখন কেবল ত্রিপুরায় সি পি এম ক্ষমতায় রয়েছে। ফলে এই রাজ্যটিও যাতে হাতছাড়া না হয় সেজন্য বল্গাহীন সন্ত্রাস চালাচ্ছে সি পি এম। তবে বামেদের ক্ষমতাচ্যূত করতে কংগ্রেস এবার বদ্ধপরিকর। আগামী বছর ফেব্রুয়ারি মাসে রাজ্যে নির্বাচন। এখন থেকেই প্রার্থী বাছাই ও অন্যান্য প্রস্তুতি সেরে প্রচারে নেমে পড়ার নির্দেশ দিয়েছে হাইকম্যান্ড।” তবে অসম ও মণিপুরের পর এবার ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস প্রার্থী দিতে পারে বলে কংগ্রেসের একটা আশঙ্কা এখন থেকেই রয়েছে। সে ব্যাপারে প্রশ্ন করা হলে লুজিয়ানো বলেন, “ওই বিষয়টি নিয়ে এখন কংগ্রেস ভাবছে না। অবস্থা বুঝে দল সিদ্ধান্ত নেবে।”
|
মুখিয়া হত্যার ঘটনায় গ্রেফতার ২ |
সংবাদসংস্থা • পটনা |
রণবীর সেনা-প্রধান ব্রহ্মেশ্বর মুখিয়া হত্যার ঘটনায় আরও এক জনকে গ্রেফতার করল পুলিশ। আজ এই কথা জানিয়েছেন পুলিশ কর্তা রবীন্দ্র কুমার। এই ঘটনার তদন্ত ভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখিয়া হত্যার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছিল পুলিশ। আজ পটনা থেকে সানি সিংহ নামে এক জনকে গ্রেফতার করেছে সিট। পাশাপাশি গত কাল জামশেদপুরে গ্রেফতার হয়েছে রীতেশ ওরফে মনু। ওই দু’জনকে ১৪ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে আরা শহরের আদালত। এই ঘটনায় জে ডি (ইউ) বিধায়ক সুনীল পাণ্ডের ভাই বিধায়ক হুলাস পাণ্ডেকে জেরা করা হয়েছে বলে দাবি করেছিল কোনও কোনও শিবির। তবে এই দাবি সমর্থন করেনি পুলিশ।
|
দলছুটদের ফেরাতে রাজি নবীন |
সংবাদসংস্থা • ভুবনেশ্বর |
সাংসদ প্যারীমোহন মহাপাত্রের সঙ্গে মতভেদের ফলে বিজেডি ছেড়ে চলে গিয়েছিলেন অনেকে। এখন তাঁরা দলে ফিরতে চাইলে আপত্তি নেই নবীন পট্টনায়কের। আজ এ কথা জানান তিনি। ওড়িশার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ‘বিদ্রোহে’ মদত দেওয়ায় সম্প্রতি সাসপেন্ড হয়েছেন মহাপাত্র। অর্থমন্ত্রী প্রফুল্ল ঘাদাই, স্বাস্থ্যমন্ত্রী প্রসন্ন আচার্যের মতো নেতাদের মতে, এখন অনেক নেতাই বিজেডি-তে ফেরার কথা ভাবতে পারেন। আচার্যের দাবি, মহাপাত্রের সঙ্গে মতবিরোধের ফলেই অনেক নেতা দল ছেড়েছিলেন। ইতিমধ্যেই এনসিপি ছেড়ে বিজেডি-তে ফিরেছেন অমর সৎপথী সহ চার বিধায়ক। |
|