সব প্রত্যাশা ছাপিয়ে ২২ কোটি টাকায় বিক্রি হল জহাঙ্গির সবাভালার আঁকা একটি ছবি।
‘ভেস্পার্স ১’ (সান্ধ্যসঙ্গীত ১) নামের এই ছবিটি আজ নিলামে তুলেছিল ব্রিটিশ নিলাম সংস্থা বনহ্যাম্স। শিল্পানুরাগী ও শিল্প সংগ্রাহকদের প্রত্যাশা ছিল, এক থেকে দেড় লক্ষ পাউন্ডে বিকোবে ছবিটি।
সেই সব অনুমানকে পিছনে ফেলে আজ সবাভালার ছবিটি বিক্রি হয়েছে দু’লক্ষ ৫৩ হাজার পাউন্ড, অর্থাৎ, ২১ কোটি ৭০ লক্ষ টাকায়। কে ছবিটা কিনেছেন নিলাম সংস্থা সূত্রে তা বলা না হলেও জানা গিয়েছে, দুই ক্রেতা দীর্ঘক্ষণ ধরে দাম হাঁকাহাঁকি করেন। তাঁদের টানাপোড়েনেই শেষ পর্যন্ত এত দাম উঠেছে ছবিটির।
বিদেশি নিলাম সংস্থার মাধ্যমে ভারতীয় শিল্পীদের আঁকা ছবি এর আগেও বহু মূল্যে বিক্রি হয়েছে। যেমন মকবুল ফিদা হুসেন, তায়েব মেটা বা এস এইচ রাজার ছবি। হুসেনের বেশ কিছু ছবি ২০ কোটি টাকা বা তার বেশি দামে কিনেছেন আন্তর্জাতিক শিল্প সংগ্রাহকরা। ২০১০ সালে নিউ ইয়র্ক ক্রিস্টিতে রাজার ‘সৌরাষ্ট্র’ ছবিটি প্রায় কুড়ি কোটি টাকায় বিক্রি হয়। তায়েব মেটার ‘সেলিব্রেশন’ও ক্রিস্টির নিলামে বেশ চড়া দাম পেয়েছিল। সেই তালিকায় নতুন সংযোজন সবাভালার ‘ভেস্পার্স ১’। বনহ্যাম্সে এর আগে কোনও ভারতীয় শিল্পীর আঁকা ছবি এত দামে বিক্রি হয়নি। |
সবাভালার ছবিতে বার বার ফিরে আসে ধর্মীয় অনুষঙ্গ। প্রার্থনারত মানুষ, সন্ন্যাসী ও সন্ন্যাসিনীরা তাঁর অন্যতম প্রিয় বিষয়বস্তু। ‘ভেস্পার্স ১’-ও সে রকম একটি ছবি। মুম্বইয়ের জহাঙ্গির আর্ট গ্যালারিতে প্রথম প্রদর্শিত হয় ছবিটি। তার পর লন্ডনে সবাভালার নিজস্ব এক প্রদর্শনীর মাধ্যমে ছবিটির সঙ্গে পরিচিত হন আন্তজার্তিক শিল্পানুরাগীরা। ‘ভেস্পার্স ১’ প্রসঙ্গে বনহ্যাম্সের ‘আধুনিক দক্ষিণ এশীয় চিত্রকলা’ বিভাগের প্রধান মেহরিন রিজভি আজ বলেন, “সবাভালা যে বিরাট মাপের এক শিল্পী, সে বিষয়ে তো কোনও সন্দেহ নেই। তাঁর ছবির এই ‘বাণিজ্যিক সাফল্যে’ তাই আমরা খুবই খুশি।”
আজকের নিলামে ফিদা হুসেন, যামিনী রায়-সহ বেশ কিছু ভারতীয় শিল্পীদেরও ছবি ছিল। তা ছাড়া, ছিল পাকিস্তানি ও শ্রীলঙ্কার শিল্পীদের ছবি। সাধারণত, পাকিস্তানি শিল্পীদের কাজ বিদেশি নিলামে বিশেষ ওঠে না। সে দিক থেকেও আজ বনহ্যাম্সের এই নিলাম যথেষ্ট ব্যতিক্রমী ও গুরুত্বপূর্ণ। |