কারখানার জন্য কর্মী তৈরির আশ্বাস
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
বেসরকারি কারখানায় কোন ধরনের কত কর্মী প্রয়োজন তা জানালে স্থানীয় বেকারদের প্রশিক্ষণ দিয়ে তৈরি করে দেবে রাজ্য সরকার। বৃহস্পতিবার কাঁকসার আমানিপাড়ায় একটি সেরামিক টাইলস কারখানার শিলান্যাস করতে এসে এ কথা জানালেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কর্তৃপক্ষের কাছে তাঁর আহ্বান, “তালিকা দিন। আমরা উপযুক্ত প্রশিক্ষণ দেব। স্থানীয় বেকাররা কাজ পাবে। আপনারাও তৈরি লোক পাবেন। কাজ করতে সুবিধা হবে।” পানাগড় শিল্পতালুকে তৈরি হচ্ছে এই কারখানাটি। ৬৫ একর জমিতে লগ্নির পরিমাণ প্রায় সাড়ে চারশো কোটি টাকা। সম্পূর্ণ হলে প্রত্যক্ষ কর্মসংস্থান হবে আড়াইশো জনের। রয়েছে পরোক্ষ কর্মসংস্থানের সুযোগও। পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়ক থেকে প্রায় এক কিলোমিটার ভিতরে জঙ্গলের পাশে গড়ে উঠছে এই কারখানা। এর আগে অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান প্রভৃতি রাজ্যে ওই বেসরকারি সংস্থা কারখানা গড়েছে। কিন্তু পূর্ব ভারতে এটাই তাঁদের প্রথম উদ্যোগ বলে জানিয়েছেন কারখানার দুর্গাপুর ইউনিটের সিইও দেবদত্ত ঋষি। আগামী এক বছরের মধ্যেই কারখানায় উৎপাদন শুরু হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। পার্থবাবু বলেন, “সরকার কোথাও জোর করে জমি নেবে না। তেমনই কারখানা চালু হলে কর্মীরা যেন অশান্তি করবেন না। কারখানা বাঁচলে তবেই শ্রমজীবী মানুষ বাঁচবেন।” এ দিন উপস্থিত ছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, শিল্পসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা প্রমুখ। শিল্পসচিবে আশ্বাস, লৌহ-ইস্পাত, প্রাকৃতিক গ্যাস খাতে বিনিয়োগ হবে আটশো থেকে হাজার কোটি টাকা। দুর্গাপুর ও সংলগ্ন এলাকায় কয়েক বছরের মধ্যেই গড়ে উঠবে নতুন স্কুল, কলেজ, মেডিক্যাল কলেজ। |
যুবক খুনে অভিযুক্ত শ্যালক
নিজস্ব সংবাদদাতা • কেতুগ্রাম |
শ্যালকের হাতে জামাইবাবু খুনের অভিযোগ উঠল কেতুগ্রামে। বুধবার বিকেলে কেতুগ্রামের তুলাইগ্রামে বাবু মাঝি (৩৪) নামে ওই ব্যক্তি তাঁর শ্যালক মানিক মাঝির হাতে খুন হন বলে অভিযোগ। বাবু মাঝির বাড়ি কান্দরাগ্রামে। কিন্তু তুলাইগ্রামেই থাকতেন তিনি। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এ দিন সকালে মানিক মাঝির বাড়িতে অশান্তি বাধে। অশান্তি চরমে উঠলে তা আটকাতে যান বাবু মাঝি। তখনই উত্তেজিত মানিকবাবু তাঁর পেটে চাকু মারেন। হাসপাতালে নিয়ে আসার পথেই মারা যান বাবু মাঝি। পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তির জেরেই ওই খুন। তবে শ্যালক মানিক মাঝি পলাতক। |
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
ট্রাক্টরের সঙ্গে মোটর সাইকেলের ধাক্কায় মারা গিয়েছেন এক জন। বৃহস্পতিবার সকালে সালানপুরের ঠুন্ডাবাদ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম তপন দাস (৫০)। মোটর সাইকেলটি চালাচ্ছিলেন তিনি। জখম হয়েছেন তপনবাবুর সঙ্গীও। পুলিশ জানিয়েছে, ট্রাক্টরটিকে আটক করা হয়েছে। |
দুটি খুন-সহ ২৬টি অপরাধে অভিযুক্ত এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার কাটোয়ার খাজুরডিহি গ্রাম থেকে বদিন শেখ নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ২০১০ সালের ২৯ অগষ্ট সিপিএম কর্মী কাজল শেখ এবং ১৭ মার্চ উসমান শেখ নামে এক ব্যক্তিকে খুনে অভিযুক্ত বদিন শেখ। |