আজকের শিরোনাম
স্থগিত কনস্টেবল নিয়োগ পরীক্ষা
গতকাল রেসকোর্স ময়দানে কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগ সংক্রান্ত পরীক্ষা দিতে গিয়ে গরমের বলি হয়েছিলেন ইছাপুরের বাসিন্দা অভিষেক পাল। এর ফলে গতকাল গভীর রাতে পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় কলকাতা পুলিশ কর্তৃপক্ষ। ১৩ দিন পিছিয়ে এই অসম্পূর্ণ পরীক্ষাটি হবে ২০ জুন। গভীর রাতে এই সিদ্ধান্ত নেওয়ার ফলে দূর থেকে আসা প্রার্থীরা চরম অসুবিধার সৃষ্টি হয়েছে।

দুবরাজপুরে বাজ পড়ে মৃত ২
আজ সকালে সমগ্র দুবরাজপুর এলাকার আকাশ মেঘাছন্ন হয়ে পড়ে ও বৃষ্টি হতে থাকে। সেই সময় পারা গ্রামে একশো দিনের কাজের প্রকল্পে পুকুর খননের কাজ করছিলেন কয়েক জন শ্রমিক। সেই সময় বাজ পড়ে মারা যায় দুই জন আহত হয় সাত। আহতদের মানসাহেব হাসপাতাল ও সিউড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
অন্যদিকে সোনারপুরে বাজ পড়ে মারা যায় এক যুবক।

আত্মহত্যার চেষ্টা পুলিশ কর্মীর
নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি করে আত্মহত্যার চেষ্টা করলেন এক পুলিশ কর্মী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরে। আহত পুলিশ কর্মীর নাম উত্তম রায়। তিনি জেলাশাসকের নিরাপত্তারক্ষী পদে নিযুক্ত ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

খানাকুলে তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব
খানাকুলে দলীয় সমর্থকদের হাতে প্রহৃত হন তৃণমূল নেতা শেখ আনসার আলি। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠছে। আহত অবস্থায় তাঁকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনায় মৃত ট্রাফিক পুলিশ
দমদমে যশোহর রোডে এক লরির ধাক্কায় মারা যান এক কর্তব্যরত ট্রাফিক পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান বারাসত থেকে আসা এক লরি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি অটোকে ধাক্কা মারে ও পরে ওই কনস্টেবলকে ধাক্কা মারে। ঘটনাস্থলে আহত হয় অটো চালকও। তাদের আর জি কর হাসপাতালে নিয়ে গেলে ওই কনস্টেবলকে মৃত বলে ঘোষণা করা হয়। এখন যান চলাচল প্রায় স্বাভাবিক রয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.