সম্প্রতি অরণ্য সুরক্ষায়,দেশের মধ্যে সেরা হয়েছে কাজিরাঙা। তবু এখানকার অরণ্য ও পরিবেশের উপরে নিয়ত, নানা আঘাত আসছে। বিশ্ব ঐতিহ্যক্ষেত্রে এই জাতীয় উদ্যানকে ঘিরেই অসমে প্রথমবার সবুজ ম্যারাথন অনুষ্ঠিত হল। এই দৌড়ের মূল উদ্দেশ্য জনসাধারণকে এ কথা বোঝানো যে অরণ্য ধ্বংস হলে শুধু বনের প্রাণী নয়, বিপদ মানুষেরও। গত কাল বিশ্ব পরিবেশ দিবসে রাজ্যের বনমন্ত্রী, প্রধান মুখ্য বনপাল থেকে শুরু করে বিভিন্ন অংশের প্রকৃতি প্রেমিকরা একজোট হন কাজিরাঙায়। সকাল সাড়ে ৫টা থেকে, বনমন্ত্রী রকিবুল হুসেন, প্রধান মুখ্য বনপাল সুরেশ চাঁদ ও ভি কে বিষ্ণোই, স্থানীয় বিধায়ক অরুণ ফুকন, এসডিও (বোকাখাত) দ্বিজেন সিংহ, কাজিরাঙার অধিকর্তা সঞ্জীব গগৈ ও ডিএফও দিব্যধর গগৈ-এর নেতৃত্বে বের হয় প্রভাত ফেরি। এর পর, মোট ১৭৯ জন প্রকৃতিপ্রেমী, পরিবেশ রক্ষার বার্তা হাতে, কাজিরাঙার বুক চিরে ২২ কিলোমিটার দৌড়লেন। রাজ্য বন দফতরের পাশাপাশি, প্রথম, সবুজ ম্যারাথনের উদ্যোগে হাত মিলিয়েছিল আরণ্যক, ডব্লিউডব্লিউএফ, ওয়াইল্ড ইস্ট, নুমালিগড় শোধনাগার, বোকাখাত প্রেস ক্লাবসহ বেশ কিছু সরকারি ও অসরকারি সংগঠন। দৌড় শেষ হয় কোহরায়। দৌড়ে প্রথম হয়ে ১০ হাজার টাকা পুরস্কার পান কামরূপের সোমেজুদ্দিন আহমেদ।
|
বাঘের আতঙ্ক ছড়াল হিঙ্গলগঞ্জের দক্ষিণ কালীতলা গ্রামে। উল্টো দিকের সুন্দরবনের আড়বেঁসে-১ জঙ্গল থেকে একটি বাঘ কুঁড়েখালি খাল পেরিয়ে মঙ্গলবার রাতে ঢুকে পড়ে ওই গ্রামে। কয়েক জন গ্রামবাসী তা দেখতে পেয়ে পুলিশ এবং বন দফতরে খবর দেন। পুলিশ বা বনকর্মীরা আসার আগেই অবশ্য গ্রামবাসীরা মশাল জ্বালিয়ে পটকা ফাটাতে থাকায় বাঘটি খাল সাঁতরে জঙ্গলে ফিরে যায়। তবু বাঘ ফের গ্রামে আসতে পারে এই আতঙ্কে ভুগছেন গ্রামবাসীরা। বন দফতর জানায়, খালের পাড়ে বাঘের পায়ের ছাপ দেখা দিয়েছে। বনকর্মীদের তরফে রাতপাহারার চলছে। পুলিশ এবং গ্রামবাসীরাও পাহারা দিচ্ছেন।
|