টুকরো খবর
আন্দোলনে গ্রামবাসীরা
বিএসএফের জওয়ানদের একাংশের বিরুদ্ধে তল্লাশির নামে হেনস্থার অভিযোগ তুলে নৌকা চলাচল বন্ধ করে আন্দোলনে নামলেন দিনহাটার জারি ধরলা ও দরিবসের বাসিন্দারা। রবিবার দিনহাটার গীতালদহ-২ গ্রাম পঞ্চায়েতের ধরলা নদীর কাশেম ওই ঘটনার জেরে দিনভর নৌকা চলাচল বন্ধ ছিল। সিতাইয়ের বিধায়ক কেশব রায় ও দিনহাটা-১ বিডিও লোকসান তামাং ঘটনাস্থলে যান। বিএসএফ কর্তৃপক্ষ, পঞ্চায়েত ও প্রশাসনের কর্তাদের নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে বিডিও ও বিধায়ক সমস্যা মেটানোর আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। অভিযোগ, কাশেম ঘাটে ধরলা নদী পেরিয়ে বাংলাদেশ সীমান্ত লাগোয়া জারি ধরলা ও দরিবস গ্রামের বাসিন্দাদের যাতায়াত করতে হয়। নদী পারাপারের সময় ক্যাম্পে থাকা বিএসএফ জওয়ানদের একাংশ নানা ভাবে ওই বাসিন্দাদের হেনস্থা করছেন। নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনে বাড়ি ফিরতেও তাঁদের সমস্যা পোহাতে হচ্ছে। দিনহাটা-১-এর বিডিও বলেন, “গ্রাম পঞ্চায়েত ও বিএসএফ কর্তাদের নিয়ে বৈঠক করে সমস্যা মেটাতে উদ্যোগী হয়েছি।” বিধায়ক বলেন, “বিএসএফ জওয়ানদের একাংশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে ঘাট বন্ধ করে বাসিন্দারা আন্দোলন করছেন খবর পেয়ে ওই এলাকায় গিয়েছিলাম। বিএসএফের সঙ্গে কথা বলেছি। প্রশাসন সমস্যা মেটাতে ব্যবস্থা নেবে জানিয়ে কোনও মতে পরিস্থিতি স্বাভাবিক করা গিয়েছে।” বিএসএফ অবশ্য গ্রামবাসীদের হেনস্থার অভিযোগ উড়িয়ে দিয়েছে।

আন্দোলনের ঘোষণা
প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের দাবিতে আন্দোলনে নামার কথা ঘোষণা করল ওয়েস্ট বেঙ্গল ডিপ্লোমা ইন এলিমেন্টরি এডুকেশন স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উত্তর দিনাজপুর জেলা কমিটি। রবিবার রায়গঞ্জের ক্যারিটাস হলে ওই সংগঠনের জেলা কনভেনশন অনুষ্ঠিত হয়। সংগঠনের ২৫০ জন প্রতিনিধি অংশ নেন। অনুষ্ঠানে হাজির ছিলেন ইটাহারের তৃণমূল বিধায়ক অমল আচার্য, জেলা প্রাথমিক স্কুল সংসদের চেয়ারম্যান শেখর রায়, জেলা যুব তৃণমূল নেতা খলিলুদ্দিন সরকার। ২০০৯ সালে কেন্দ্র শিক্ষার অধিকার আইনে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের ডিএড যোগ্যতা বাধ্যতামূলক করেছে। ডিএড প্রশিক্ষণপ্রাপ্তদের প্রাথমিক শিক্ষক পদে নিয়োগে দাবি জানানো হয়েছে।

স্কুলে জয় বিনা প্রতিদ্বন্দ্বিতায়
স্কুল পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে তৃণমূল সমর্থিতরা প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন। রবিবার তুফানগঞ্জের অঙ্গদেবী গার্লস হাইস্কুলের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জয়ী হয়েছেন তারা। স্কুল সূত্রে জানা গিয়েছে, অভিভাবক প্রতিনিধির ৬টি আসনে তৃণমূল প্রার্থী দেয়। অন্য দিকে, আর কোনও দল অভিভাবক প্রতিনিধি নির্বাচনে প্রার্থী দিতে না পারায় এ দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হম তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। তৃণমূলের তুফানগঞ্জ ১ ব্লক সভাপতি ফজল করিম মিয়াঁ এ দিন এই প্রসঙ্গে বলেন, “জয়ী প্রার্থীদের শংসাপত্র দেওয়া হয়েছে।” গতবার ওই স্কুল পরিচালন সমিতি প্রথম তৃণমূল সমর্থিতদের দখলে আসে। এ বারও সমিতি দখলে রাখল তারা।

দুর্ঘটনা, ভ্যান উল্টে মৃত দুই
নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান উল্টে একজন পথচারি সহ ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাত একটা নাগাদ ঘটনাটি ঘটে ইটাহার থানার দুর্গাপুর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানায়, মৃতদের নাম জামালুদ্দিন শেখ (২১) ও মহম্মদ আল্লারাখা (২৬)। তাঁদের বাড়ি মুর্শিদাবাদ জেলায়। এদিন জামালুদ্দিন দিনমজুরির কাজ করার জন্য ট্রাকে চেপে করণদিঘি যাচ্ছিলেন। পথে দুর্গাপুরে নেমে খাওয়ার জন্য একটি হোটেলে যাচ্ছিলেন। সেই সময় শিলিগুড়িগামী ওই পিকআপ ভ্যানটি একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে জামালুদ্দিনকে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে পিকআপ ভ্যান থেকে খালাসি আল্লারাখার মৃতদেহ উদ্ধার করে।

দরজা ভেঙে দোকানে চুরি
একটি হার্ডওয়্যারের দোকানের দরজা ভেঙে ঢুকে নগদ সহ প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী চুরি করে পালিয়ে গিয়েছে এক দল দুষ্কৃতী। রবিবার সকালে করণদিঘি থানার দোমহনা মোড় এলাকার ওই ঘটনা জানাজানি হয়। প্রাথমিক তদন্তের পরে পুলিশি সূত্রে জানানো হয়েছে, মহম্মদ জাকারিয়া নামে স্থানীয় এক ব্যবসায়ীর দোকানের দরজা ভেঙে নগদ টাকা সহ কয়েকশো লিটার রং ও বেশ কিছু টিন চুরি করা হয় বলে অভিযোগ উঠেছে। পুলিশের সন্দেহ, দুষ্কৃতীরা আগে থেকেই চুরি করা সামগ্রী বোঝাই করে নিয়ে যাওয়ার জন্য দোকানের সামনে পিক আপ ভ্যান নিয়ে এসেছিল। এ দিন দোকান খুলতে গিয়ে বিষয়টি বুঝতে পারেন মহম্মদ জাকারিয়া। তিনি পুলিশকে অভিযোগ জানান।

দু’টি দুর্ঘটনায় দু’জনের মৃত্যু
দুটি আলাদা ঘটনায় প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের এক প্রধান এবং এক পুরোহিতের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার রাতে ঘটনা দুটি ঘটে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর এবং বালুরঘাটে। রবিবার সকালে দুজনের ঝুলন্ত দেহ ঘর থেকে পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। এদিন সকালে বালুরঘাটের ডাঙ্গি এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ তার ঘর থেকে উদ্ধার হয়। পুলিশ জানায়, তার নাম গৌতম চক্রবর্তী (৪৮)। হরিরামপুর থানার দানগ্রাম এলাকার বাসিন্দা এক বধূর ঝুলন্ত দেহ পুলিশ ঘর থেকে উদ্ধার করে। মৃতার নাম লক্ষ্মী ভুঁইমালি (৩৮)। তিনি শিরশি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন কংগ্রেস প্রধান ছিলেন। পুলিশ সূত্রের খবর, পারিবারিক অশান্তির জেরে ওই দুজন আত্মঘাতী হয়েছেন।

নাগরিক মঞ্চ হলদিবাড়িতে
গড়া হল নাগরিক মঞ্চ। হলদিবাড়িকে জলপাইগুড়ি জেলায় সংযুক্ত করা, হলদিবাড়ির উন্নয়নে প্রধান ভূমিকা পালন করার জন্যে রবিবার ধর্মশালা হলঘরে অনুষ্ঠিত নাগরিক সম্মেলনে এই মঞ্চ গঠিত হয়। হলদিবাড়ির সব রাজনৈতিক দলের প্রতিনিধি-সহ সর্বস্তরের বাসিন্দারা ছিলেন। হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান গৌরাঙ্গ নাগকে নাগরিক মঞ্চের সভাপতি করা হয়। এ ছাড়া সচিব সরকার এবং বাসুদেব বিশ্বাসকে কার্যকরী সভাপতি এবং শংকর গঙ্গোপাধ্যায়কে সম্পাদক করে কমিটি গড়া হয়। মঞ্চের সম্পাদক বলেন, “হলদিবাড়িকে জলপাইগুড়ি জেলার সঙ্গে যুক্ত করতে হবে।” সন্মেলনে অন্যদের মধ্যে মত পেশ করেন বিজেপির ভূপেন রায়, কংগ্রেস কাউন্সিলর গৌতম ভট্টাচার্য, ক্রীড়াবিদ প্রসেনজিৎ মৈত্র প্রমুখ।

প্রতিকূলতায় লড়ে উজ্জ্বল সাগর সাহা
চরম আর্থিক প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে মাধ্যমিকে চমকে দিয়েছে দিনহাটার সাগর সাহা। দিনহাটা স্টেশন পাড়া শরণার্থী হাইস্কুলের ওই ছাত্র মাধ্যমিকে ৫৭৬ নম্বর পেয়েছে। দিনহাটার প্রথম খন্ড ভাঙনীর বাসিন্দা সাগরের বাবা কাঞ্চন সাহা রেশন দোকানে কাজ করেন। সামান্য রোজগারে দুই ছেলে-মেয়ে আর অসুস্থ স্ত্রীকে নিয়ে তার টানাটানির সংসার। সাগরের বাবা কাঞ্চনবাবুর কথায়, “রেশন দোকানে কাজ করে যা টাকা পাই তাতে সংসার চালাতে হিমসিম খেতে হয়। স্ত্রী শম্পা অসুস্থ। এই অবস্থায়, ছেলের বিজ্ঞান নিয়ে পড়ার খরচ কোথায় পাব। জানি না কি হবে?।”

ঝড়ে লন্ডভন্ড ৫ টি গ্রাম
মাত্র দশ মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল বালুরঘাট ব্লকের বোল্লা অঞ্চলের ৫ টি গ্রাম। শনিবার রাতে ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিও হয়। তাতে পাট ও সবজির ব্যাপক ক্ষতি হয়। এলাকার প্রায় ২০০ টি কাঁচা বাড়ির দেওয়াল ধসে, টিনের চাল উড়ে নিরাশ্রয় হয়ে পড়েছেন কয়েকশো মানুষ। শিবপুর এলাকায় শিশু শিক্ষা কেন্দ্রের টিনের চাল উড়ে গিয়েছে। ঝড়ের দাপটে বড় গাছ পড়ে বিদুত্যের তার ছিঁড়ে রাত থেকে গোটা এলাকা নিষ্প্রদীপ হয়ে রয়েছে। এদিন সকালে ক্ষতিগ্রস্ত শিবপুর, পশ্চিম মহেশপুর, মোশাকপুর গ্রামগুলি ঘুরে এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য অফিউদ্দিন মন্ডল বলেন, “ওই তিনটি গ্রামে ক্ষতির পরিমাণ বেশি। ক্ষয়ক্ষতির তালিকা করে বিডিওর দফতরে পাঠানো হচ্ছে। তবে ক্ষতিগ্রস্ত গ্রামগুলিতে এদিন বিকেল পর্যন্ত ত্রাণ সামগ্রী না পৌঁছানোয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। বিডিও জর্জ লেপচা জানান, পঞ্চায়েতকে ক্ষতিগ্রস্তদের মধ্যে পলিথিন শিট ও চাল বিলি করতে বলা হয়েছে।

তথ্য: অনুপরতন মোহান্ত ও ছবি তুলেছেন অমিত মোহান্ত।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.