টুকরো খবর |
ওয়ার্ড উৎসব শেষ
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
শহরের উন্নয়নে রাজনীতি বাধা এড়ানোর বার্তা দেওয়া হল ওয়ার্ড উৎসবে। জলপাইগুড়ি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের উৎসব রবিবার শেষ হয়েছে। শুক্রবার থেকে শুরু হওয়া উৎসবের শেষ দিনে উন্নয়নের ক্ষেত্রে রাজনীতি সরিয়ে রেখে সকল বাসিন্দাদের সহমত হওয়ার বার্তা দেওয়া হয়েছে উৎসবের মঞ্চ থেকে। জঞ্জাল সমস্যা থেকে শুরু করে, করলা নদী দূষণ, যানজট-সহ কয়েকটি সমস্যাকে শহরের অন্যতম সমস্যা হিসেবে তুলে ধরে সমস্যাগুলির সমাধানে শহরের বাসিন্দাদের মধ্যে সহমত গড়ে তোলার আহ্বান করা হয়েছে। মঞ্চ থেকে জানানো হয়, রাজনীতি সরিয়ে রেখে সর্বস্তরের বাসিন্দারা এক হলে সমস্যার সমাধান সম্ভব। কমিটির আহ্বায়ক তথা ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার সৈকত চট্টোপাধ্যায় বলেন, “সব দলেই কিছু ব্যক্তি রয়েছেন, যাঁরা সব বিষয়ে রাজনীতির অবতারণা করেন। সাধারণ মানুষ অভিজ্ঞতায় জানেন যে কোনও বিষয়েও রাজনীতির টানাপোড়েন তৈরি হলে তা জটিল আকার নেয়। সে কারণেই সাধারণ মানুষের কাছে আমাদের আর্জি অন্তত উন্নয়নের ক্ষেত্রে যেন রাজনীতিকে সরিয়ে রাখা হয়।” ৭৫০ প্রতিযোগীকে নিয়ে ১৯টি বিভাগে তিন দিন ধরে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আট নম্বর পুর ওয়ার্ড উৎসবে। জলপাইগুড়ির পুর চেয়ারম্যান মোহন বসু উৎসবের উদ্বোধন করেন। আলিপুরদুয়ারের বিধায়ক দেবপ্রসাদ রায়, পুরসভার ভাইস চেয়ারম্যান পিনাকী সেনগুপ্ত, ওয়ার্ডের কাউন্সিলর চিত্রা চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। ওয়ার্ডের সাংস্কৃতিক অনুষ্ঠান সহ শহরের খুদে শিল্পীদের প্রতিভার স্বীকৃতি দেওয়া উৎসবের লক্ষ ছিল বলে কমিটি জানিয়েছে। সমাপ্তি অনুষ্ঠানে আহ্বায়ক সৈকতবাবু বলেন, “তিন দিন ধরে যেভাবে মানুষ উৎসবে সামিল হয়েছেন। উন্নয়নে রাজনীতি সরিয়ে রেখে এ পরিবেশ বজায় রাখতে হবে। তবেই শহরের স্বার্থ রক্ষা হবে।”
|
বিরোধিতায় আন্দোলনে
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শ্যামল সেনের কমিটির রিপোর্ট তরাই ডুয়ার্সের কোনও এলাকা গোর্খাল্যান্ড টেরিটরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-এর অন্তর্ভুক্ত করার সুপারিশ করলে তার বিরোধিতা করবে জয়েন্ট অ্যাকশন কমিটি। রবিবার সাংবাদিক সম্মেলন করে এ কথা জানিয়েছেন জয়েন্ট অ্যাকশন কমিটিতে সামিল অন্যতম সংগঠন আইএনটিইউসি। তরাই ডুয়ার্সের কোনও এলাকা জিটিএ’র অন্তর্ভুক্ত করা চলবে না জানিয়ে আগামী ১৪ জুন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে তারা স্মারকলিপিও দেবেন। এ দিন দার্জিলিং জেলা ইনটাকের সভাপতি অলক চক্রবর্তী বলেন, “তরাই ডুয়ার্সের কোনও এলাকাকে জিটিএ’র অন্তর্ভুক্ত করা যাবে না, কেবল মাত্র এই দাবিকেই সমর্থন জানিয়ে আমরা জয়েন্ট অ্যাকশন কমিটিতে সামিল হয়েছি। শ্যামল সেনের কমির্টি তরাই ডুয়ার্সের এলাকাকে জিটিএ’র অন্তর্ভুক্তির সুপারিশ করে রিপোর্ট দিলে তার বিরোধিতা করা হবে।” তিনি জানান, আগামী ১৪ জুন শিলিগুড়িতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের মাধ্যমে এ ব্যাপারে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হবে ২৬ টি সংগঠনকে নিয়ে গঠিত জয়েন্ট অ্যাকশন কমিটির তরফে। তাঁরা কখনই জিটিএ’র বিরুদ্ধে নন। চুক্তির কিছু বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন মাত্র। পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধান চান। পাহাড় সমতলের মৈত্রীর লক্ষ্যে ৮ জুন তারা সংহতি দিবস পালন করবেন। অন্য দিকে দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল (ডিজিএইচসি)-এর এলাকার মধ্যে জিটিএ’র নির্বাচন করার বিষয়টিকে স্বাগত জানিয়েছে দার্জিলিং জেলা বামফ্রন্ট। নির্বাচন ক্ষেত্রগুলির পুনর্বিন্যাসের যে খসড়া প্রকাশিত হয়েছে তা চূড়ান্ত করার ব্যাপারে আরও ৭ দিন সময় দেওয়ার দাবি জানিয়েছে তারা। দার্জিলিং জেলা বামফ্রন্টের আহ্বায়ক অশোক ভট্টাচার্য দাবি, পাহাড়ে নির্বাচন করতে সেখানে শান্তি এবং গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত করতে হবে। সে ব্যাপারে ভূমিকা নিতে হবে জেলা পুলিশ প্রশাসনকে।
|
মহানন্দায় দেহ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
মহানন্দায় নৌকা উল্টে যাওয়ার ঘটনায় নিখোঁজ এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। রবিবার বিকালে এনজেপি ফাঁড়ির পুলিশ পোড়াঝার থেকে ওই মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, মৃতের নাম কল্পনা রায় (৩০)। তাঁর বাড়ি কলাবাগানে। তিনি শিলিগুড়িতে বাসাবাড়িতে কাজ করেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, শনিবার সকালে নৌকা ধরে কাজের জন্য শিলিগুড়ি যাচ্ছিলেন তিনি। সে সময় নৌকা উল্টে যায়। এদিন সকালে এনজেপি ফাঁড়িতে নিখোঁজের অভিযোগ জানান কল্পনা দেবীর পরিবারের সদস্যরা।
|
ভাঙা হল কমিটি
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ তুলে বাগডোগরায় আইএনটিইউসি নিয়ন্ত্রিত এয়ারপোর্ট ওয়ার্কম্যান ইউনিয়নের কমিটি ভেঙে দিয়েছেন জেলা নেতৃত্ব। ওই সংগঠন থেকে বেরিয়ে বক্ষুব্ধরা কংগ্রেস নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় শ্রমিক কংগ্রেস সংগঠন গড়েছেন। তারা ইনটাকের রাজ্য নেতৃত্বের কাছে তাঁদের সংগঠনের অনুমোদন চেয়ে আবেদন করেছেন। ইনটাকের দার্জিলিং জেলা সভাপতি অলক চক্রবর্তী বলেন, “এয়ারপোর্ট ওয়ার্কম্যান ইউনিয়নের দায়িত্ব যাঁদের দেওয়া হয়েছিল তাঁদের বিরুদ্ধে কিছু অভিযোগ পেয়ে বিষয়টি খতিয়ে দেখা হয়। শীঘ্রই নতুন কমিটি গঠন করা হবে।” নতুন সংগঠনের প্রস্তাবিত কমিটির সভাপতি অমিতাভ সরকার বলেন, “কংগ্রেস আদর্শে বিশ্বাসী নয় এমন কিছু ব্যক্তি বেঙডুবির সেনা বাহিনীতে থাকা আমাদের এফওডি সিভিল এমপ্লয়িজ ইউনিয়নের সঙ্গে যুক্ত। তা নিয়ে একাংশের সঙ্গে মতবিরোধ হচ্ছে। আইএনটিইউসি’র জেলা সভাপতিকে তা জানালে তিনি গুরুত্ব দিচ্ছেন না। অন্য দিকে কাউকে কিছু না জানিয়ে এয়ারপোর্ট ওয়ার্কমেন ইউনিয়ন কমিটি ভেঙে দেওয়া হয়। এ সব নানা কারণে আমরা আলাদা সংগঠন গড়েছি।” অলকবাবু জানান, এফওডি সিভিল এমপ্লয়িজ ইউনিয়নের সমস্যা গুরুত্ব দেওয়া হচ্ছে না তা ঠিক নয়। ফেডারেশন থেকে সরাসরি তা পরিচালিত হয়। ফেডারেশনের নেতৃত্বের সঙ্গে স্থানীয় নেতাদের কথা বলিয়েছেন তিনি। সমস্যা শীঘ্রই মিটে যাবে।
|
মন্ত্রীর গাড়িকে ‘অনুসরণ’, তদন্ত
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
দীর্ঘ সময় মোটরবাইক নিয়ে উন্নয়নমন্ত্রী গৌতম দেবের গাড়ি ‘অনুসরণ’ করা হচ্ছিল। রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ শিলিগুড়ি-জলপাইগুড়ি রাস্তায় ওই ঘটনায় জড়িত অভিযোগে দুই অজ্ঞাতপরিচয় মোটরবাইক আরোহীর খোঁজ শুরু করেছে পুলিশ। মন্ত্রী এ দিন গয়েরকাটা থেকে থেকে শিলিগুড়ি ফিরছিলেন। পাহাড়পুর পার হওয়ার পর থেকে দুই ব্যক্তি একটি কালো রঙের মোটরবাইক নিয়ে তাঁর গাড়িকে অনুসরণ করতে শুরু করে বলে অভিযোগ। পুলিশ সূত্রের দাবি, মোটরবাইক চালক লাল রঙের টি-শার্ট পরেছিলেন। আরোহী যুবকের পিঠে কালো রঙের একটি ব্যাগ ছিল।
|
ট্রেনের ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রাজগঞ্জ |
ট্রেনের ধাক্কায় এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৯ টা নাগাদ আমবাড়ি ফাঁড়ির সাহুডাঙ্গি ক্যানেল মোড়ে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, মৃতের নাম বুধারু রায় (৬২)। বাড়ি ওই ফাঁড়ির বানিয়াপাড়া এলাকায়। তিনি অবসরপ্রাপ্ত রেল কর্মী ছিলেন। এ দিন সকালে তিনি আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় লাইন পার হতে গিয়ে মালগাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।
|
ছাত্রীর হদিস নেই
নিজস্ব সংবাদদাতা • রাজগঞ্জ |
গত ২৪ মার্চ থেকে থেকে এক ছাত্রীর নিখোঁজের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজগঞ্জ থানার পশ্চিম বালাবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে। জটিয়াকালি হাই স্কুল থেকে এবার সে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। পরীক্ষায় পাশও করেছে। ঘটনার পরে একটি নিখোঁজের এজাহার করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
|
কমিটি গড়া হল
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধার বিস্তারিত বাসিন্দাদের জানান দিতে বিভিন্ন জেলায় কংগ্রেসের তরফে মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। সর্ব ভারতীয় কংগ্রেস কমিটি অনুমোদিত ওই মনিটরিং কমিটির কর্মশালা ৫ জুন শিলিগুড়িতে করার কথা থাকলেও তা স্থগিত রাখা হয়েছে। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, সাংগঠনিক কাজের জন্য তা স্থগিত রাখা হয়েছে। দার্জিলিং জেলা মনিটরিং কমিটির চেয়ারম্যান সুজয় ঘটক বলেন, “ওই দিনের পরিবর্তে কবে কর্মশালা হবে তা সিদ্ধান্ত নিয়ে যথা সময়ে জানানো হবে।”
|
সংগঠন বদল |
রাজগঞ্জ ব্লকের বাল্মীকি বিদ্যালয়ের ৭ জন শিক্ষক এবিটিএ ছেড়ে তৃণমূলের শিক্ষা সেলে যোগদান করেছেন। রবিবার ওই স্কুল মাঠে ঘটনাটি ঘটেছে। তৃণমূলে শিক্ষা সেলের ব্লক সভাপতি প্রশান্ত দাস জানান, স্কুলের শিক্ষিকা তৃণমূলের কাউন্সিলর পূরবী সেনও শিক্ষা সেলে যোগ দিয়েছেন। স্কুলে শিক্ষা সেলের সদস্য ছিলেন না।
|
সম্মেলন |
শূন্যপদে কর্মী নিয়োগ সহ একাধিক দাবিতে সরব হল কনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজের দার্জিলিং জেলা কমিটি। রবিবার শিলিগুড়ির হিলকার্ট রোডের বিধানভবনে জেলা সম্মেলনে কংগ্রেস বিধায়ক শঙ্কর মালাকার, শিলিগুড়ির মেয়র গঙ্গোত্রী দত্ত উপস্থিত ছিলেন।
|
দাবি |
ক্ষুদ্র চা চাষিদের কিসান ক্রেডিট কার্ড, কৃষি বিমা এবং অন্য কৃষি ঋণের সুবিধা দেওয়ার দাবি জানাল উত্তরবঙ্গ ক্ষুদ্র এবং প্রান্তিক চা চাষি সমিতি। শনিবার সসমিতির সভাপতি রঞ্জিত গঙ্গোপাধ্যায় জানান, ক্ষুদ্র চা চাষির স্বার্থে আরও বটলিফ কারখানার দাবি করা হয়। |
|