বৃহত্তর বাম ঐক্য গড়ে তোলার প্রয়াস আরও গতি পেল। সাংস্কৃতিক ফ্রন্টকে সামনে রেখে বৃহত্তর বাম ঐক্যের মঞ্চ গড়ে তোলার লক্ষ্যে আগামী বুধবার বামফ্রন্ট এবং তার বাইরের বামপন্থী দলগুলি বৈঠকে বসছে।
সিটুর রাজ্য দফতর শ্রমিক ভবনে বুধবারের ওই বৈঠকে বামফ্রন্টের চার শরিক সিপিএম, সিপিআই, আরএসপি এবং ফরওয়ার্ড ব্লকের সঙ্গে পিডিএস, সিপিআই (এমএল) লিবারেশন, অসীম চট্টোপাধ্যায়ের সিআরএলআইয়ের মতো দলগুলির আলোচনা হওয়ার কথা। বামপন্থী বিদ্বজ্জনেদের সামনে রেখে একটি সাংস্কৃতিক মঞ্চ গড়ে তোলাই ওই আলোচনার প্রাথমিক উদ্দেশ্য বলে বাম সূত্রের ইঙ্গিত। সিটুর রাজ্য সভাপতি তথা সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শ্যামল চক্রবর্তী এবং সিপিআইয়ের রাজ্য সম্পাদক মঞ্জুকুমার মজুমদার ওই বৈঠকে থাকতে পারেন। প্রসঙ্গত, বৃহত্তর বাম ঐক্যের লক্ষ্যে সম্প্রতি লিবারেশন দফতরে গিয়ে তাদের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করেন সিপিএমের রাজ্য সম্পাদক তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এর পরে কেরলের এক প্রাক্তন সিপিএম নেতা টি পি চন্দ্রশেখরনের খুনের ঘটনা নিয়ে প্রশ্ন তুলে সিপিএমের সাধারণ সম্পাদক প্রকাশ কারাটকে চিঠি দেয় লিবারেশন। কারাটের কাছ থেকে অবশ্য কোনও জবাব এখনও তারা পায়নি। এই পরিস্থিতিতে তারা কি আগামী বুধবারের বৈঠকে যোগ দেবে? লিবারেশনের রাজ্য সম্পাদক পার্থ ঘোষ রবিবার বলেন, “ওই বিষয়ে কারাটের জবাবের জন্য অপেক্ষা করব। কিন্তু বুধবারের বৈঠকের সঙ্গে তার কোনও যোগ নেই।” তবে ওই বৈঠকে যাবে কিনা, তা এখনও স্থির করেনি লিবারেশন। পার্থবাবুর বক্তব্য, “সিপিআইয়ের কাছ থেকে সাংস্কৃতিক অবস্থান বিষয়ে খসড়া আসার কথা। সেটা এলে তা দেখে সিদ্ধান্ত নেব।” তার আগে আজ, সোমবার সকালে রাজ্য বামফ্রন্টের বৈঠক বসছে। রাজ্য সরকারের এক বছর উপলক্ষে ফ্রন্টের তরফে যে পাল্টা পুস্তিকা তৈরি এবং তা প্রকাশের অনুষ্ঠান হবে, তা নিয়ে আজকের বৈঠকে আলোচনা হতে পারে। আসতে পারে ছ’টি পুরসভার ভোটের প্রসঙ্গও। |