মেয়ের জন্মদিনেই মা ও মেয়ের অস্বাভাবিক মৃত্যু হল। তাঁদের খুন করার অভিযোগে বধূটির স্বামীর গাড়ি ভাঙচুর করলেন কিছু মানুষ। রবিবার দুপুরে পুরুলিয়া শহরের আমলাপাড়ার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন মিতালি দে (২৮) ও তাঁর মেয়ে লিপি দে (২)। আমলাপাড়ার উমাচরন রায় স্ট্রীটে তাঁদের বাড়ি। মিতালিদেবীর বাঁ হাতে ধারাল অস্ত্রের কোপ ছিল বলে পুলিশ জানিয়েছে। তাঁদের শোওয়ার ঘরের মেঝেতে রক্ত পড়েছিল। রাতে পুলিশ সুপার সি সুধাকর বলেন, “এ ব্যাপারে কোনও অভিযোগ দায়ের হয়নি। অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। আমরা ঘটনার তদন্ত করছি।” |
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে মেয়ে ও স্ত্রীকে দেবদাসবাবু গাড়ি করে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা দু’জনকে পরীক্ষা করে মৃত বলে জানান। তাঁদের খুন করার অভিযোগ তুলে কিছু লোকজন হাসপাতালের বাইরে দেবদাসবাবুর গাড়িটি ভাঙচুর করে। |
একটি বিউটি পার্লারের মালিক দেবদাসবাবুর বাড়িতে গিয়ে দেখা যায়, ড্রেসিং টেবিলের উপরে কেকের বাক্স রয়েছে। ওই বাড়িতে তাঁরা তিন জনে থাকতেন। বছর তিনেক আগে ঝাড়খণ্ডের কোডরমার বাসিন্দা মিতালিদেবীর সঙ্গে দেবদাসবাবুর বিয়ে হয়। পুলিশ দেবদাসবাবুকে জিজ্ঞাসাবাদ করে। চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা যায়নি। তবে মিতালিদেবীর জামাইবাবু মাধব চক্রবর্তীর অভিযোগ, “এই মৃত্যু রহস্যজনক। আমরা চাই সঠিক ভাবে এই ঘটনার তদন্ত হোক।”
|